টিএমসিতে বিনা টেন্ডারে ঔষধের কাউন্টার ঘিরে বিক্ষোভ!!

হাঁপানিয়াস্হিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে জেনেরিক ঔষধের কাউন্টার থাকা সত্বেও, বহিঃরাজ্যের এক ব্যবসায়ী বিনা টেন্ডারে আরেকটি ঔষধের কাউন্টার খুলেছে। সব থেকে বিস্ময়কর ঘটনা হলো, বাইরে যে ঔষধের দাম ১০০ টাকা, ওই কাউন্টারে ২৫ শতাংশ ডিসকাউন্ট দেওয়ার নামে আরও বেশি দাম রাখা হচ্ছে। রোগীরা না বুঝেই ঠকছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার হাঁপানিয়া হাসপাতালের বাইরে থাকা সমস্ত ঔষধ দোকানের মালিক পক্ষ একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে ও ডেপুটেশন প্রদান করে।