টিএসআর বাহিনী গুলোতে বঞ্চনা, বাড়ছে ব্যপক ক্ষোভ

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধিঃ অমরপুরঃ গর্বের টিএসআর বাহিনী গুলিতে কর্মরত জওয়ান থেকে নায়েব সুবেদার ও সুবেদাররা তাদের বঞ্চনার কারনে দারুণ ভাবে ক্ষুব্ধ। বাম আমল থেকেই বঞ্চনা শিকার টিএসআরের অফিসার জওয়ানরা। আসা করেছিলেন রাম আমলে তাদের যাবতীয় বঞ্চনার অবসান হবে। ক্ষমতায় আসার পূর্বে রামভক্ত নেতৃত্ব টিএসআরের সমস্ত বঞ্চনার অবসান করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু রাম আমলের তিপ্পান্ন মাস অতিক্রান্ত হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন বাহিনীতে কর্মরত টিএসআরের অফিসার ও জওয়ানদের বঞ্চনার এতটুকুও অবসান হয়নি বলে অভিযোগ।

বৈরী সমস্যা কমে যাওয়ার পর থেকে টিএসআর জওয়ানদের রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার কাজে, ওএনজিসির নিরাপত্তা প্রদানে,বহিঃরাজ্যে নিরাপত্তা প্রদান সহ বিভিন্ন ডিউটিতে পাঠানো হয়। এছাড়াও রাজ্যের ট্রাফিক ডিউটি পর্যন্ত টিএসআর জওয়ানদের দিয়ে করানো হচ্ছে। তার উপর ভিআইপি,ভিভিআইপিদের নিরাপত্তা প্রদানের ডিউটিতো রয়েছেই। বামেদের আমল থেকে চলে আসা টিএসআর জওয়ানদের ডিউটি, রাম আমলেও কোন পরিবর্তন হয়নি। অথচ সেই টিএসআর জওয়ানরাই চরম বঞ্চনার শিকার। টিএসআর বাহিনী গুলিতে শূন্যপদ পূরন,বেতন বৈষম্য এবং প্রমোশন বঞ্চনার শিকার টিএসআর জওয়ান ও অফিসাররা।

সমতুল্য পদে চাকুরী করা সত্ত্বেও রাজ্য পুলিশের এএসআই, এসআই ও ইন্সপেক্টর পদে রাম আমলের কয়েক দফায় পদোন্নতি দেওয়া হলেও টিএসআরের নায়েব সুবেদার ও সুবেদার পদে পদোন্নতি গত পনের/ কুড়ি বছরেরও অধিক সময় যাবত আটকে রাখা হয়েছে। রাজ্য পুলিশের মহা নির্দেশক সহ রাজ্য পুলিশের একই দপ্তরের অধিনে রাজ্যের পুলিশ কর্মীরা যেমন কর্মরত, তেমনই দুটি নতুন বাহিনী সহ পুরোনো বারোটি টিএসআর বাহিনীও কর্মরত। কিন্তু শূন্যপদ পূরণের ক্ষেত্রে,পদোন্নতির ক্ষেত্রে এমনকি বিভিন্ন এলাওন্স প্রদানের ক্ষেত্রে রাজ্যে পুলিশ কর্মীদের বেলায় দেরীতে হলেও সবকিছু ঠিকঠাক ভাবে চলছে। অথচ টিএসআরের অফিসার ও জওয়ানদের বেলায় বঞ্চনা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। ফলে প্রশ্ন উঠেছে, একই দপ্তরের অধিন কর্মরত রাজ্য পুলিশ ও রাজ্যের সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে দুই রকম মনোভাব কেন? রাজ্য পুলিশের সদর দপ্তরের ঠান্ডা ঘরে কর্মরত আইপিএস, টিপিএসের বড়বড় পদাধিকারিদের টিএসআর জওয়ানদের বেলায় আলাদা মনোভাব কেন? এক যাত্রায় পৃথক ফল কেন জানতে চায় রাজ্যের বিভিন্ন বাহিনীতে কর্মরত টিএসআরের অফিসার ও জওয়ানরা। তাহলে কি রাজ্যের সশস্ত্র বাহিনীর অফিসার জওয়ানরা আভিবাবকহীন?এক যুগের উপর বঞ্চনার শিকার হয়ে ওই প্রশ্নও উঠতে শুরু করেছে টিএসআরের অফিসার জওয়ানদের মধ্যে। যা কোন ভাবেই শুভ লক্ষন নয়।

রাজ্যের সশস্ত্র বাহিনী গুলিতে প্রচুর শূন্যপদ পরে আছে এক যুগের উপর। বারোটি বাহিনীতে বিস্তর এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ও কোম্পানি কমান্ডারের পদ খালি পরে আছে। এসিস্ট্যান্ট কমান্ড্যান্টের পদ সামলানো হচ্ছে রাজ্য পুলিশে কর্মরত ডিএসপি র‍্যাঙ্কের তথা মহকুমা পুলিশ আধিকারিক পদের সমতুল্য টিপিএস অফিসার দিয়ে। আর কোম্পানি কমান্ড্যান্টের পদ সামলানোর কথা নিয়ম অনুযায়ি বিভিন্ন বাহিনীর টিএসআরের সুবেদার পদে কর্মরত অফিসারদের। কিন্ত গত পনেরো কুড়ি বছরে চাকুরি থেকে অবসরে চলে যাবার কারনে রাজ্যের বারোটি সশস্ত্র বাহিনীতে দেড় শতাধিক সুবেদার পদ শূন্য পরে আছে । কিন্ত শূন্যপদ পূরন নাকরে পুরোপুরি নিয়ম বহির্ভূত ভাবে নায়েব সুবেদার দিয়ে সুবেদারের দায়িত্ব তথা কোম্পানি কমান্ড্যান্টের ডিউটি করানো হচ্ছে। অথচ ওইসব নায়েব সুবেদারদের মধ্যে ৫৯ জনের পদোন্নতি ২০০৩ ও ২০১০ সাল থেকেই বকেয়া পরে আছে। বাম আমল থেকে রাম আমলে সব আমলেই নায়েব সুবেদারদের পদোন্নতি নিয়ে বহু চিঠি চালাচালি হয়েছে। কিন্ত কোন এক অজ্ঞাত কারনে ওই পদোন্নতি সংক্রান্ত ফাইলটি রাজ্য পুলিশের  সদর দপ্তরের এসে চাপা পরে যায়। একটা সময় পুরো ফাইলটাই গুম হয়ে যায় বলে বঞ্চিত নায়েব সুবেদারদের অভিযোগ। এরপর আবার নতুন করে ফাইল চালাচালি শুরু হয়। সম্প্রতি গত পয়লা এপ্রিল ২০২২ইং রাজ্য পুলিশের সদর দপ্তরের এআইজিপি (টিএসআর) কার্যালয় থেকে সেহা নংF.8. (398)-PSQ/TSR/22/1513-24(4) মূলে রাজ্যের বিভিন্ন প্রান্তের বারোটি টিএসআর সদর কার্যালয়ে চিঠি পাঠিয়ে পদোন্নতি প্রাপক ওই ৫৯ জন টিএসআরের বিরুদ্ধে কোন মামলা কিংবা কোন ক্রিমিনাল কেইস রয়েছে কিনা, কিংবা ওই জাতিয় কোন মামলা মকদ্দমা রয়েছে কিনা বাহিনী গুলির সর্বাধিনায়ককে বিস্তারিত জানাতে নির্দেশ দেওয়া হয়।

সেই মোতাবেক বারোটি বাহিনীর কমান্ড্যান্টরাও যথা সময়ে বিস্তারিত জানিয়ে দেন রাজ্য পুলিশের সদর কার্যালয়ে। জানা গেছে, বিভিন্ন বাহিনীর কমান্ড্যান্টদের পাঠানো রিপোর্টে ওই ৫৯ জন টিএসআর নায়েব সুবেদারদের বিরুদ্ধে কোন নেতিবাচক কিছু ছিলনা। পরে সেই টিএসআর নায়েব সুবেদারদের পদোন্নতি সংক্রান্ত ফাইলটি রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের থেকে অনুমোদিত হয়ে পুনরায় এআইজিপি(টিএসআর) দপ্তরে ফিরে আসে বলে বিশ্বস্ত সুত্রের সংবাদ। কিন্ত চারমাস অতিক্রান্ত হয়ে গেলেও অদ্যাবধি ওই ৫৯ জন নায়েব সুবেদারদের সুবেদার পদে পদোন্নতি কার্যকর হয়নি। অথচ এর মধ্যেই ২০১৪ ইং থেকে পদোন্নতি আটকে থাকা রাজ্য পুলিশের ২০৫ জন এসআইকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে গত ১৭ আগস্ট ২০২২ ইং সেহা নং PSQ Order No.113/2022 মুলে ডিজিপি, আইপিএস অমিতাভ রঞ্জন অনুমোদিত হয়ে ১৯৩ পুরুষ এসআই ও ১২ জন মহিলা এসআই সহ মোট ২০৫ জন এসআইকে রাজ্য পুলিশের ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের হেডকোয়ার্টার থেকে গত ১৭ আগষ্টই সেহা নং. 9477-9514(5)/F.28(1) /PHQ/AB-UB/ Insp/21মুলে রাজ্য পুলিশের ডিজিপি’র পক্ষে এআইজিপি (এস্টাব্লিসমেন্ট) আইপিএস সুদীপ্ত দাস সাক্ষরিত পদোন্নতির তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তাছাড়াও এনিয়ে রাজ্য পুলিশে তিন দফায় ধাপে ধাপে পদোন্নতি দেওয়া হলেও রাজ্যের গর্বের সশস্ত্র বাহিনী টিএসআরের নায়েব সুবেদার থেকে সুবেদার পদে পদোন্নতি কোন এক অজ্ঞাত কারনে রাজ্য পুলিশের সদর দপ্তরে ফাইল চাপা পরে আছে। বিষয়টির যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন পদোন্নতি বঞ্চিত টিএসআর জওয়ানরা। আইপিএস অফিসার অমিতাভ রঞ্জন রাজ্য পুলিশের ডিজিপি হিসাবে যোগদান করার পর পদোন্নতি বঞ্চিত টিএসআর জওয়ান ও অফিসাররা আসার আলো খুঁজে পেয়েছিল। কিন্তু  বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে পদোন্নতি বঞ্চিত টিএসআর জওয়ানদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। যেকোন সময়ে টিএসআর জওয়ানদের মধ্যে বঞ্চনার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে আশঙ্কা মহকুমার তথ্যবিজ্ঞ মহলের। 

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

2 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

3 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

3 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago