জিবি হাসপাতালে ক্যান্টিন ভাড়ার ১ কোটি টাকা কোষাগারে জমা পড়েনি!!
টিএসএফ? প্রদ্যোতের দাবি ঘিরে বিভ্রান্তি আরও বাড়ল!!

অনলাইন প্রতিনিধি :- টিএসএফ একটি স্বাধীন ছাত্র সংগঠন।এই ছাত্র সংগঠনের সাথে তিপ্রা মথা দলের কোনও যোগাযোগ নেই। ত্রিপাক্ষিক চুক্তির শর্ত লঙ্ঘন হয়নি, যা রাজ্য এবং কেন্দ্রের বিজেপি সরকারের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে।শনিবার সাংবাদিকদের কাছে এমনটাই দাবি করলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নের জন্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরহিত্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে।তাই চুক্তির শর্ত সঠিকভাবেই মানা হচ্ছে।
তার দাবি রাজ্যের একটি অংশ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পথ অবরোধের সাথে তিপ্রা মথা দলকে জড়িয়ে বিভ্রান্ত ছড়াতে ব্যস্ত। যা ঠিক হচ্ছে না। এদের ছাড়া হবে না, এদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে প্রমাণ সহ রিপোর্ট গিয়েছে।
তিনি বলেন, ককবরক ভাষাকে এখনই সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা আমরা চাইছি না। এখন রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে রোমান হরফে ককবরক ভাষার পরীক্ষার বিষয় আমরা সমাধান করে নেব। পরবর্তীতে ককবরক ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার সুযোগ রয়েছে আমাদের ত্রিপাক্ষিক চুক্তিতে। আগামী মাসে আবারও নয়াদিল্লীতে ত্রিপাক্ষিক চুক্তির বৈঠক হচ্ছে। হতে পারে বৈঠকে আমাদের সমস্যার নিরসন হয়ে যাবে। তাই রাজ্যের মানুষকে সতর্ক থাকতে হবে। কোনও প্ররোচনার ফাঁদে তিনি না দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, রাজ্যের মানুষের যাতে সমস্যা না হয়, এটাই হবে আমাদের প্রধান লক্ষ্য। রাজ্যে ঐক্য সংহতি রক্ষায় এবং রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নে বিজেপি সরকারের সাথে আমাদের জোট হয়েছে। এটাই হলো বাস্তব। তার দাবি টিএসএফ তিপ্রা মথার সংগঠন হলে রাজ্যের মানুষকে সমস্যায় পড়তে হতো না।
উল্লেখ্য টিএসএফ নেতৃত্বর বক্তব্যে স্পষ্ট এরা তিপ্রা মথার শাখা সংগঠন যদিও তিপ্রা মথা নেতৃত্বর দাবি তাদের শাখা সংগঠন টিএসএফ নয়। এনিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।
এদিকে মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোরের এই বক্তব্য থেকে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে বিভিন্ন মহলে। প্রদ্যোত কিশোর দাবি করছেন, টিএসএফ তিপ্রা মথার ছাত্র সংগঠন বা শাখা সংগঠন নয়। আবার টিএসএফ নেতৃত্ব দাবি করছে তারা তিপ্রা মথার শাখা সংগঠন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, টিএসএফ তাহলে কাদের শাখা সংগঠন?