টিএসএফ? প্রদ্যোতের দাবি ঘিরে বিভ্রান্তি আরও বাড়ল!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- টিএসএফ একটি স্বাধীন ছাত্র সংগঠন।এই ছাত্র সংগঠনের সাথে তিপ্রা মথা দলের কোনও যোগাযোগ নেই। ত্রিপাক্ষিক চুক্তির শর্ত লঙ্ঘন হয়নি, যা রাজ্য এবং কেন্দ্রের বিজেপি সরকারের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে।শনিবার সাংবাদিকদের কাছে এমনটাই দাবি করলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নের জন্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরহিত্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে।তাই চুক্তির শর্ত সঠিকভাবেই মানা হচ্ছে।
তার দাবি রাজ্যের একটি অংশ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পথ অবরোধের সাথে তিপ্রা মথা দলকে জড়িয়ে বিভ্রান্ত ছড়াতে ব্যস্ত। যা ঠিক হচ্ছে না। এদের ছাড়া হবে না, এদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে প্রমাণ সহ রিপোর্ট গিয়েছে।
তিনি বলেন, ককবরক ভাষাকে এখনই সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা আমরা চাইছি না। এখন রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে রোমান হরফে ককবরক ভাষার পরীক্ষার বিষয় আমরা সমাধান করে নেব। পরবর্তীতে ককবরক ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার সুযোগ রয়েছে আমাদের ত্রিপাক্ষিক চুক্তিতে। আগামী মাসে আবারও নয়াদিল্লীতে ত্রিপাক্ষিক চুক্তির বৈঠক হচ্ছে। হতে পারে বৈঠকে আমাদের সমস্যার নিরসন হয়ে যাবে। তাই রাজ্যের মানুষকে সতর্ক থাকতে হবে। কোনও প্ররোচনার ফাঁদে তিনি না দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, রাজ্যের মানুষের যাতে সমস্যা না হয়, এটাই হবে আমাদের প্রধান লক্ষ্য। রাজ্যে ঐক্য সংহতি রক্ষায় এবং রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নে বিজেপি সরকারের সাথে আমাদের জোট হয়েছে। এটাই হলো বাস্তব। তার দাবি টিএসএফ তিপ্রা মথার সংগঠন হলে রাজ্যের মানুষকে সমস্যায় পড়তে হতো না।
উল্লেখ্য টিএসএফ নেতৃত্বর বক্তব্যে স্পষ্ট এরা তিপ্রা মথার শাখা সংগঠন যদিও তিপ্রা মথা নেতৃত্বর দাবি তাদের শাখা সংগঠন টিএসএফ নয়। এনিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।
এদিকে মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোরের এই বক্তব্য থেকে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে বিভিন্ন মহলে। প্রদ্যোত কিশোর দাবি করছেন, টিএসএফ তিপ্রা মথার ছাত্র সংগঠন বা শাখা সংগঠন নয়। আবার টিএসএফ নেতৃত্ব দাবি করছে তারা তিপ্রা মথার শাখা সংগঠন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, টিএসএফ তাহলে কাদের শাখা সংগঠন?

Dainik Digital

Recent Posts

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

4 mins ago

সমাজিকমাধ্যমে বিদেশসচিব মিস্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ নেটিজেনরা!!

অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…

23 mins ago

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

21 hours ago

দেবালয় রক্ষা পায় না!!

আয়তনের দিক থেকে বিশ্বের ৩৩ম বৃহত্তম দেশ পাকিস্তান।কিন্তু ঋণের জালে জর্জরিত পাকিস্তান দেশটির আর্থিক অবস্থা…

24 hours ago

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড!!

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

2 days ago

সব রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশ কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…

2 days ago