টিপিএসসি-সরকারের দ্বৈরথে ফাইলবন্দি টিপিএসের পদোন্নতি।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-টিপিএসসি ও রাজ্য সরকারের জিএ (পি অ্যান্ড টি) এই দুই দপ্তরের নিজেদের মধ্যে টানাপোডেন ও ঠেলাঠেলির কারণে রাজ্যের আরক্ষা দপ্তরের টিপিএস গ্রেড টু থেকে গ্রেড ওয়ান পদে প্রমোশন প্রক্রিয়া দীর্ঘ দুই বছর ধরেই ফাইল চাপা পড়ে আছে। ঝুলে আছে পুরো প্রমোশন প্রক্রিয়া।২০২৩ সালে শুরু হওয়া আরক্ষা প্রশাসনের গ্রেড ওয়ান পদের প্রমোশন প্রক্রিয়া অদ্যাবধি সম্পন্ন করতে পারেনি টিপিএসসি এবং রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের (প্রিন্টিং এবং স্টেশনারি) করিৎকর্মা কর্মকর্তারা। আর দুই দপ্তরের ইগোর লড়াইয়ের ফল ভোগ করছেন আরক্ষা দপ্তরের বিশেষ করে টিএসআর বাহিনীগুলি এবং বাহিনীগুলিতে কর্মরত অফিসার ও জওয়ানরা।ওই দুই দপ্তরের ঠেলাঠেলিতে টিএসআর বাহিনীগুলিতে পুরো প্রমোশন প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। প্রমোশন প্রক্রিয়া আটকে থাকার কারণেই আরক্ষা দপ্তরের বিশেষ করে টিএসআর বাহিনীগুলিতে অফিসার সংকট চরম আকার নিয়েছে। ফলে ক্ষুব্ধ টিএসআর অফিসার-জওয়ানরা সহ সাধারণ আরক্ষা কর্মীরাও।
জানা গেছে ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (পি অ্যান্ড টি) থেকে আটাশটি শূন্যপদ পূরণ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে ডিপিসি করানোর জন্য টিপিএসসিতে ফাইল পাঠায়। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে টিপিএসসি কর্তৃপক্ষ সেই ফাইল দীর্ঘ ছয় মাস আটকে রেখে কোন প্রকার ডিপিসি ছাড়াই সাধারণ প্রশাসনে ফাইল ফেরত পাঠিয়ে দেয়। আর দুই দপ্তরের ঠেলাঠেলি ও অযথা ফাইল আটকে রাখার অকারণ বিলম্বের কারণে ততক্ষণে আরক্ষা প্রশাসনের ২০১৪ ব্যাচের অফিসাররাও গ্রেড ওয়ান প্রশাসনের যোগ্যতা অর্জন করে নেয়। সেই অনুযায়ী প্রমোশনের যোগ্যতা অর্জনকারী সংশ্লিষ্ট অফিসারদেরকেও প্রক্রিয়ায় সংযুক্ত করে সমস্ত বিষয়টির পুঙ্খানুপুঙ্খ যাচাই করে আরও বাইশজন গ্রেড টু অফিসারকে গ্রেড ওয়ান পদে প্রমোশন প্রক্রিয়া যুক্ত করে ফাইল ২০২৪ সালের নভেম্বর মাসে টিপিএসসিতে পাঠানো হয়। দীর্ঘ টালবাহানার পর অবশেষে চলতি বছরের তেরো জানুয়ারী ডিপিসি প্রক্রিয়া সম্পন্ন করে টিপিএসসি ফাইল পাঠায় রাজ্য সরকারের সাধারণ প্রশাসনে তথা জিএ (পি অ্যান্ড টি) দপ্তরে। যথারীতি জিএ (পি অ্যান্ড টি) দপ্তর থেকে পরবর্তী পদক্ষেপের নিয়ম মোতাবেক মতামত সম্মতির (con-currence) জন প্রমোশন সংক্রান্ত ফাইলটি আবার টিপিএসসিতে পাঠায়। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে সেই ফাইল অদ্যাবধি টিপিএসসি সাধারণ প্রশাসনে ফেরত না পাঠিয়ে আটকে রেখেছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ। যেখানে দিনে দিনেই সম্মতি (con-currence) প্রদানক্রমে ফাইলটি জিএ (পি অ্যান্ড টি) দপ্তরে ফেরত পাঠানোর কথা, সেখানে দেড় মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও টিপিএসসি সেই প্রমোশনের ফাইলটি কেন আটকে রেখেছে তা কারোরই বোধগম্য নয়।অন্যদিকে,ওই একই সময়ের মধ্যেই সাধারণ প্রশাসনের টিসিএস লেভেলে এ পর্যন্ত দুই দুইবার প্রমোশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এবং যোগ্যতাসম্পন্ন টিসিএস অফিসাররা প্রমোশন ভোগ করে যথাস্থানে চাকরিরত আছেন। প্রমোশনের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের প্রতি ওই ধরনের বৈষম্য ও অবহেলার কারণে একদিকে যেমন যোগ্যদের মনোবলে ভাটা পড়ছে, তেমনি অন্যদিকে যোগ্যতা অর্জনকারী অনেকেরই বয়সের ঊর্ধ্বসীমা অতিক্রম করে যাওয়ার ফলে প্রমোশন প্রক্রিয়া থেকেই বাদ পড়ে যাচ্ছেন। তাছাড়া দীর্ঘদিন ধরেই ওই প্রমোশন প্রক্রিয়া আটকে থাকার কারণেই আরক্ষা প্রশাসনের বিশেষ করে টিএসআরের নিচের লেভেলেও সমস্ত প্রমোশন প্রক্রিয়া আটকে আছে।পূরণ করা যাচ্ছে না সাধারণ সিপাই থেকে ডিএসপি লেভেল পর্যন্ত শূন্যপদগুলি। অথচ রাজ্যের আরক্ষা প্রশাসনে তথা টিএসআর বাহিনীগুলিতে তীব্র অফিসার সংকটে জেরবার অবস্থা চলছে। টিএসআরের পঞ্চম, চৌদ্দ নম্বর, পনেরো নম্বর সহ বেশ কয়েকটি বাহিনীতে অফিসার শূন্যতার কারণে প্রতিদিনের রুটিন কাজকর্ম পর্যন্ত আটকে আছে। তার মধ্যে চৌদ্দ নম্বর ও পনেরো নম্বর টিএসআর ব্যাটেলিয়ন চলছে মাত্র একজন করে অফিসার দিয়ে।
দেশের অন্যান্য প্যারা মিলিটারি ফোর্স তথা আধা সামরিক বাহিনীগুলিতে গ্রেড টু থেকে গ্রেড ওয়ানে প্রমোশনের ক্ষেত্রে চাকরির বয়সসীমা হচ্ছে সাত বছর। কিন্তু ত্রিপুরা রাজ্যের পুলিশে চলছে সেই মান্ধাতা আমলের দশ বছরের চাকরির মেয়াদের উপর নির্ভর করেই। তাও যদি দশ বছরে প্রমোশন পাওয়া যেতো তাহলেও আরক্ষা কর্মীদের তথা টিএসআর অফিসার জওয়ানদের বলার কিছুই থাকত না। কিন্তু ত্রিপুরা রাজ্যে আরক্ষা প্রশাসনে দশ বছরের জায়গায় পনেরো বছরের চাকরির যোগ্যতা অর্জন করার পরেও যোগ্যরা প্রমোশন বঞ্চনার শিকার। টিসিএস সহ অন্যান্য কর্মচারীদের নিজস্ব সংগঠন রয়েছে। সংগঠনের মাধ্যমে প্রতিবাদ আন্দোলনের সুযোগ রয়েছে। কিন্তু আরক্ষা প্রশাসনের কর্মীদের না আছে সংগঠন না আছে আন্দোলনের সুযোগ। যার কারণেই আরক্ষা কর্মীরা চূড়ান্ত বঞ্চনার শিকার হচ্ছেন বলে সংশ্লিষ্ট সকলের অভিমত। রাজ্যের আরক্ষা প্রশাসনের তথা টিএসআর বাহিনীগুলিতে কর্মরত অফিসার জওয়ানদের সংকট নিরসনে এবং প্রমোশন বঞ্চনার দূরীকরণে রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন সংশ্লিষ্টরা।

Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

13 hours ago

দেবালয় রক্ষা পায় না!!

আয়তনের দিক থেকে বিশ্বের ৩৩ম বৃহত্তম দেশ পাকিস্তান।কিন্তু ঋণের জালে জর্জরিত পাকিস্তান দেশটির আর্থিক অবস্থা…

16 hours ago

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড!!

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

1 day ago

সব রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশ কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…

1 day ago

পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ!!

অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…

1 day ago

৩ ঘণ্টা না পেরোতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের!

অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…

1 day ago