অনলাইন প্রতিনিধি :-টিবিমুক্ত ত্রিপুরা গড়তে জনসাধারণকেও সচেতন হতে হবে।এই রোগের বিষয়ে জনগণকে সচেতন করতে টিবি অ্যাসোসিয়েশনকে আরও উদ্যোগী হতে হবে। টিবি রোগ শুধুমাত্র শ্বাসযন্ত্রেই আক্রমণ করে না,তা শরীরের প্রতিটি অংশেই সংক্রমণ ঘটাতে পারে। সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে এই রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব। সোমবার টিবি অ্যাসোসিয়েশন হলে ত্রিপুরা টিবি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা একথা বলেন।মুখ্যমন্ত্রী ডা.সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৫ সালের মধ্যে টিবিমুক্ত ভারত গড়ার আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রীর আহ্বানের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারও ২০২৫ সালের মধ্যে টিবিমুক্ত ত্রিপুরা গড়ার সংকল্প নিয়েছে।টিবিমুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে টিবি অ্যাসোসিয়েশনকেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে।মুখ্যমন্ত্রী বলেন,রাজ্য থেকে টিবি রোগ নির্মূল করার লক্ষ্যে টিবি অ্যাসোসিয়েশন প্রশংসনীয় কাজ করছে। টিবিমুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে টিবি অ্যাসোসিয়েশন যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে সে বিষয়ে জনসাধারণকে সচেতন করতে নিয়মিত প্রচারমূলক অভিযান সংগঠিত করতে হবে। এছাড়াও টিবিমুক্ত ত্রিপুরা গঠন অভিযানে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদেরও সংযুক্ত করতে হবে।সবার সম্মিলিত প্রয়াসেই ২০২৫ সালের মধ্যে টিবিমুক্ত ত্রিপুরা গঠন করা সম্ভব হবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে টিবি অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ডা. কৌশিক টিবি অ্যাসোসিয়েশন মূলত টিবি রোগ নিয়ন্ত্রণ, চিকিৎসা এবং ত্রাণ সহায়তা প্রদানে কাজ করে থাকে। বিপিএলভুক্ত টিবি রোগীদের বিনামূল্যে এক্সরে পরিষেবা প্রদান করে থাকে টিবি অ্যাসোসিয়েশন। এছাড়াও প্রতি বছর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিবি সিল বিক্রয় অভিযান সংঘটিত করা হয়ে থাকে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য, স্টেট টিবি অফিসার ডা. নূপুর দেববর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা ডা. সৌমিত্র মল্লিক এবং পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমার কে সহ অন্যরা।
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…
অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…
পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…
অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমানকে নামালো ভারত। একদিনেই ৫টি যুদ্ধবিমানক্র গুলি করে নামাল ভারত।…