Categories: খেলা

টিসিএতে নজিরবিহীন কেলেঙ্কারি, অবৈধভাবে কমিটির মেয়াদ বৃদ্ধি

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্য ক্রিকেটে নজিরবিহীন কেলেঙ্কারি । রাত ১২ টায় টিসিএ অফিস খুলে সদস্যদের সই নিয়ে টিসিএর সংবিধান অমান্য করেই বর্তমান কমিটির মেয়াদ বাড়ানো হলো আরও এক মাস । সম্ভবত আগামী ১৪ অক্টোবর টিসিএর নির্বাচন এবং বার্ষিক সাধারণ সভা । তবে বুধবার দুপুরে দিল্লীতে দেশের শীর্ষ আদালতে বিসিসিআইর কুলিং অফ নিয়ে মামলার রায় সামনে আসার পরই ত্রিপুরা ক্রিকেট সংস্থায় হঠাৎ করে তৎপরতা শুরু হয় । রাত ৮ টায় মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে টিসিএ সদস্যদের ডাকা হয় । তবে বৈঠক শুরু হয় রাত ৯ টা নাগাদ । সূত্রে খবর , মুখ্যমন্ত্রীই নাকি নিজের সরকারী বাসভবনে টিসিএর ইস্যুতে বৈঠক ডাকেন । এই বৈঠক রাত ১১ টা নাগাদ চলে । বৈঠক চলাকালেই ডেকে আনা হয় টিসিএর সভাপতিকে । মুখ্যমন্ত্রী নাকি ফোনে কথা বলেন বিসিসিআইর কর্তাদের সাথে । যতটুকু খবর , বিসিসিআইর কর্তারা নাকি বলেন , শীর্ষ আদালতের আজকের রায়ের পর টিসিএর নির্বাচন পিছানোর দরকার নেই । কিন্তু ঘটনা হচ্ছে , ১৫ সেপ্টেম্বর টিসিএর বর্তমান কমিটির মেয়াদ শেষ । কিন্তু কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে নির্বাচন কারা করবে ? তখনই নাকি মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে , বুধবার রাতেই টিসিএর বৈঠক করতে হবে । যদিও ১৫ তারিখ বেলা ১ টায় স্থগিত হয়ে যাওয়া বিশেষ সাধারণ সভা নির্ধারিত ছিল । কিন্তু সূত্রে খবর , অধিকাংশ ক্লাব ও মহকুমা নাকি ১৫ তারিখের বৈঠক বয়কটের কথা বলেছে । মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে টিসিএর সভাপতি টিসিএর যুগ্ম সচিবকে টিসিএতে ডেকে পাঠান । টিসিএর কর্মীদের ডাকা হয় । রাত ১২ টা নাগাদ টিসিএ অফিসে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে সদস্যরা আসেন । ঘুম থেকে ওঠে টিসিএতে আসেন যুগ্ম সচিব । রাত ১২ টায় সভাপতি অসমাপ্ত বিশেষ সাধারণ সভার নতুন করে নোটিশ ইস্যু করেন । তবে তাতে লেখা বিকাল ৫ টায় মিটিং । তবে কোনও মিটিংই হয়নি । মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সদস্যরা মিটিংয়ের কাগজে সই করেন । তাদের বলে দেওয়া হয় আগামী এক মাসের মধ্যে টিসিএতে নির্বাচন হবে এবং নির্বাচন পর্যন্ত বর্তমান কমিটি কাজ চালাবে । এখন টিসিএর কাজকর্ম দেখবেন সভাপতি । জানা গেছে , আগামী ১৪ অক্টোবর টিসিএর নির্বাচন হতে পারে । তবে বড় প্রশ্ন হচ্ছে , টিসিএর সংবিধান অনুযায়ী আজ ১৫ সেপ্টেম্বর কিন্তু টিসিএর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে । তাহলে একমাস একটি মেয়াদোত্তীর্ণ কমিটি কীভাবে টিসিএর প্রশাসনে কাজ করবে ? কে আর্থিক লেনদেন করবে ? নিয়মমতো তো তা অবৈধ । সদস্যদের কোনও অধিকার নেই সংবিধানের বাইরে যাওয়ার । তবে প্রশাসন , রাজশক্তি এবং পেশী শক্তির সৌজন্যে টিসিএতে যে অনিয়ম শুরু হলো তা নজিরবিহীন এবং টিসিএর জন্য কলঙ্ক ।

Dainik Digital

Recent Posts

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

21 hours ago

এক পক্ষ ও তৃতীয় পক্ষ!!

পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…

21 hours ago

ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…

22 hours ago

২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…

22 hours ago

বিদ্যালয়ের অডিটোরিয়াম উদ্বোধন করেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…

23 hours ago

ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি !!

অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…

23 hours ago