Categories: খেলা

টিসিএতে নজিরবিহীন কেলেঙ্কারি, অবৈধভাবে কমিটির মেয়াদ বৃদ্ধি

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্য ক্রিকেটে নজিরবিহীন কেলেঙ্কারি । রাত ১২ টায় টিসিএ অফিস খুলে সদস্যদের সই নিয়ে টিসিএর সংবিধান অমান্য করেই বর্তমান কমিটির মেয়াদ বাড়ানো হলো আরও এক মাস । সম্ভবত আগামী ১৪ অক্টোবর টিসিএর নির্বাচন এবং বার্ষিক সাধারণ সভা । তবে বুধবার দুপুরে দিল্লীতে দেশের শীর্ষ আদালতে বিসিসিআইর কুলিং অফ নিয়ে মামলার রায় সামনে আসার পরই ত্রিপুরা ক্রিকেট সংস্থায় হঠাৎ করে তৎপরতা শুরু হয় । রাত ৮ টায় মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে টিসিএ সদস্যদের ডাকা হয় । তবে বৈঠক শুরু হয় রাত ৯ টা নাগাদ । সূত্রে খবর , মুখ্যমন্ত্রীই নাকি নিজের সরকারী বাসভবনে টিসিএর ইস্যুতে বৈঠক ডাকেন । এই বৈঠক রাত ১১ টা নাগাদ চলে । বৈঠক চলাকালেই ডেকে আনা হয় টিসিএর সভাপতিকে । মুখ্যমন্ত্রী নাকি ফোনে কথা বলেন বিসিসিআইর কর্তাদের সাথে । যতটুকু খবর , বিসিসিআইর কর্তারা নাকি বলেন , শীর্ষ আদালতের আজকের রায়ের পর টিসিএর নির্বাচন পিছানোর দরকার নেই । কিন্তু ঘটনা হচ্ছে , ১৫ সেপ্টেম্বর টিসিএর বর্তমান কমিটির মেয়াদ শেষ । কিন্তু কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে নির্বাচন কারা করবে ? তখনই নাকি মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে , বুধবার রাতেই টিসিএর বৈঠক করতে হবে । যদিও ১৫ তারিখ বেলা ১ টায় স্থগিত হয়ে যাওয়া বিশেষ সাধারণ সভা নির্ধারিত ছিল । কিন্তু সূত্রে খবর , অধিকাংশ ক্লাব ও মহকুমা নাকি ১৫ তারিখের বৈঠক বয়কটের কথা বলেছে । মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে টিসিএর সভাপতি টিসিএর যুগ্ম সচিবকে টিসিএতে ডেকে পাঠান । টিসিএর কর্মীদের ডাকা হয় । রাত ১২ টা নাগাদ টিসিএ অফিসে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে সদস্যরা আসেন । ঘুম থেকে ওঠে টিসিএতে আসেন যুগ্ম সচিব । রাত ১২ টায় সভাপতি অসমাপ্ত বিশেষ সাধারণ সভার নতুন করে নোটিশ ইস্যু করেন । তবে তাতে লেখা বিকাল ৫ টায় মিটিং । তবে কোনও মিটিংই হয়নি । মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সদস্যরা মিটিংয়ের কাগজে সই করেন । তাদের বলে দেওয়া হয় আগামী এক মাসের মধ্যে টিসিএতে নির্বাচন হবে এবং নির্বাচন পর্যন্ত বর্তমান কমিটি কাজ চালাবে । এখন টিসিএর কাজকর্ম দেখবেন সভাপতি । জানা গেছে , আগামী ১৪ অক্টোবর টিসিএর নির্বাচন হতে পারে । তবে বড় প্রশ্ন হচ্ছে , টিসিএর সংবিধান অনুযায়ী আজ ১৫ সেপ্টেম্বর কিন্তু টিসিএর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে । তাহলে একমাস একটি মেয়াদোত্তীর্ণ কমিটি কীভাবে টিসিএর প্রশাসনে কাজ করবে ? কে আর্থিক লেনদেন করবে ? নিয়মমতো তো তা অবৈধ । সদস্যদের কোনও অধিকার নেই সংবিধানের বাইরে যাওয়ার । তবে প্রশাসন , রাজশক্তি এবং পেশী শক্তির সৌজন্যে টিসিএতে যে অনিয়ম শুরু হলো তা নজিরবিহীন এবং টিসিএর জন্য কলঙ্ক ।

Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

13 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

17 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

20 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

20 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

21 hours ago