টানটান উত্তেজনা আর অভূতপূর্ব নিরাপত্তার মধ্যে শুক্রবার টিসিএর অ্যাপেক্স কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হলো। চারটি অফিস বেয়ারার ও এগারোটি কাউন্সিলার পদে মোট প্রার্থী ছিলেন বাইশজন। ভোট দিলেন বত্রিশজন। নির্বাচন শেষে ভোটের ফলাফল ঘোষণা করেন টিসিএর নির্বাচনি আধিকারিক কিশোর আম্বুলি। বিপুল ভোটেই সচিব পদে নির্বাচিত হয়েছেন তাপস ঘোষ, সহ সভাপতি পদে তিমির চন্দ, যুগ্ম সচিব পদে জয়ন্ত দে এবং কোষাধ্যক্ষ পদে জয়লাল দাস। এগারোটি অ্যাপেক্স কাউন্সিলার পদে প্রার্থী ছিলেন চৌদ্দজন । যারা নির্বাচিত হন তাদের মধ্যে অন্যতম আজীবন সদস্যদের একমাত্র নির্বাচিত প্রতিনিধি অলক ঘোষ । এছাড়া, বন্দন দাস, অর্ঘ্যজিৎ বিশ্বাস, শুভম রায়, আশিস ভট্টাচার্য, মানিক লাল দাস, নীতীশ দেবনাথ, অতীত কুমার সাহা, উত্তম বণিক, সুমন্ত দেবরায় ও তাপসেন্দু নাথ। আগামী তিন বছরের জন্য এই কমিটি দায়িত্বভার গ্রহণ করবে।
প্রসঙ্গত, সভাপতি হিসাবে তপন কুমার লোধ আগেই বিনা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। এদিকে টিসিএর এই নির্বাচন ঘিরে শুধু রাজ্যের ক্রিকেট মহল নয়, নজর ছিলো রাজনৈতিক মহলেরও। বিশেষ করে শাসকদলের অন্দরে। টিসিএর এই নির্বাচনে শাসকদলের দুটি প্যানেল ভোটে দাঁড়ানোয় নির্বাচনে রাজনীতির রংটা বেশি চোখে পড়েছে। তবে শেষ পর্যন্ত কোনওপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে টিসিএতে নির্বাচন হয়। তবে ঘটনা হচ্ছে, টিসিএর বিদায়ী কমিটির পাঁচজন অফিস বেয়ারারের মধ্যে কিশোর দাস ছাড়া কিন্তু চারজনই পদে ফিরলেন। অবশ্য সভাপতি ছাড়া বাকিদের পদ অদলবদল হয়েছে। এদিকে, আজ টিসিএর নির্বাচনের আগে এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । তবে নির্বাচনের তাড়ায় মাত্র পনেরো-কুড়ি মিনিটেই বার্ষিক সাধারণ সভা শেষ হয়ে যায়। জানা গেছে, নতুন কমিটি আগামীকালই দায়িত্ব নিয়ে পুরোদমে কাজ শুরু করবে। সামনেই কিন্তু প্রচুর ক্রিকেট অপেক্ষা করছে টিসিএর নতুন কমিটির সামনে। এদিকে, টিসিএর নির্বাচনে একমাত্র আজীবন সদস্য প্রতিনিধি সহ সমস্ত বিজয়ী প্রার্থীদের টিসিএর আজীবন সদস্যদের সংগঠন ডায়াসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ডায়াসের সচিব মানিক দত্ত এক বিবৃতি দিয়ে এই শুভেচ্ছাবার্তা দেন। পাশাপাশি তিনি বলেন, ডায়াস প্রত্যাশা করছে ক্রিকেটের উন্নয়নে টিসিএর নতুন কমিটি ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে। অপরদিকে, টিসিএর নির্বাচনে আজীবন সদস্য অলক ঘোষ বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি তার এই জয়কে আজীবন সদস্যদের প্রতি উৎসর্গ করেছেন। পাশাপাশি যারা তাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…