অনলাইন প্রতিনিধি :-তাহলে কি রাজ্য ক্রিকেটে অদৃশ্য কালোছায়া ধেয়ে আসছে? রাজধানী থেকে মহকুমা সর্বত্র ক্রিকেট মহলে একই সাথে প্রাক্তন ক্রিকেটার থেকে বর্তমান ক্রিকেটার সবার মধ্যে এমনই প্রশ্ন দেখা দিচ্ছে। গত কয়েকদিন ধরে চলতে থাকা অক্রিকেটিয় ঘটনাবলি নিয়ে রাজ্যের ক্রিকেট মহল রীতিমতো আতঙ্ক গ্রস্তই। সবার মনে একটাই আতঙ্ক তবে কি রাজ্যের ক্রিকেটে ফের ঘোর অমাবস্যা নেমে আসছে?রাজ্য ক্রিকেট ঘিরে সৃষ্টি হওয়া এই অক্রিকেটিয় ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন ক্রিকেট মহল ও প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররাও চাইছেন উদ্ভুত অক্রিকেটিয় ঘটনার একটা সুষ্ঠু সমাধান। একই সঙ্গে ক্রিকেটের জন্য সুস্থ পরিবেশ যেন গড়ে তোলা হয়। কারোর কারোর মতে রাজ্য ক্রিকেটে প্রশাসনিক এই অচলাবস্থায় বিসিসিআই হস্তক্ষেপ করুক। তাহলেই যদি ক্রিকেটের সুষ্ঠু পরিবেশ ফিরে আসে। ক্রিকেটাররা তাদের খেলায় মনোযোগ দিতে পারবে। তাছাড়া সামনেই জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। এর মধ্যে একটা দল (অনূর্ধ্ব উনিশ জুনিয়র মহিলা দল) জাতীয় ক্রিকেটের প্রস্তুতির জন্য বাইরে (দেরাদুন) গেছে। আরও পাঁচ-ছয়টি দলের জাতীয় ক্রিকেটের প্রস্তুতির জন্য বাইরে যাওয়ার কথা রয়েছে।রয়েছে জেসি লীগের আসরও।এই রকম যদি চলতে থাকে তাহলে কিন্তু সেই দলগুলির বাইরে গিয়ে জাতীয় ক্রিকেটের প্রস্তুতিতে দারুণ ব্যাঘাতই ঘটবে না, একই সঙ্গে জাতীয় ক্রিকেটে ত্রিপুরার মানসম্মানও নষ্ট হবে। তাছাড়া এ বছর টিসিএ সিনিয়র ও জুনিয়র সহ জাতীয় ক্রিকেটের মোট নয়টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে। আর এই লক্ষ্যে এমবিবি ও পুলিশ ট্রেনিং একাডেমি ও নরসিংগড়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট তৈরির কাজও দ্রুতগতিতে এগোচ্ছে। কিন্তু দুই গোষ্ঠীর আভ্যন্তরীণ কোন্দলে রাজ্যের ক্রিকেটের গতি স্তব্ধ হয়ে যেতে পারে বলেই রাজ্যের ক্রিকেট মহল থেকে প্রাক্তন ক্রিকেটারদের আশঙ্কা। তবে এখন সর্বত্রই একটা আলোচনা- টিসিএর আভ্যন্তরীণ কোন্দল। এদিকে দিনভর নাটকের পর জানা গেছে, আজ বিকালে সদর এসডিএমের উপস্থিতিতে টিসিএর সদর অফিসের দরজার তালা ভেঙে বৃহস্পতিবার টিসিএ ঘেরাওকারীরা টিসিএ অফিসে ঢোকেন।যদিও টিসিএ সচিবের স্বাক্ষরিত এক নোটিশও ছিল গেটে। তবে এই ধরনের ঘটনা চলতে থাকলে খুব শীঘ্রই টিসিএ, বিসিসিআইর ব্ল্যাক লিস্টে চলে যাবে বলেও সংশ্লিষ্ট মহলের আশঙ্কা।এতে রাজ্য ক্রিকেট, ক্রিকেট চর্চাও বন্ধ হয়ে যেতে পারে।এক্ষেত্রে অতীতে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন, রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও মতো ত্রিপুরার ভাগ্যেও বোর্ডের নির্বাসনের শাস্তির কোপ পড়তে পারে বলেই ক্রিকেট মহল প্রাক্তন ক্রিকেটারদের আশঙ্কা ৷ এদিকে টিসিএর সমস্ত কর্মী (মাঠ ও অফিস) এমনকী বেতনভুক কোচদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। দুই গোষ্ঠীর এই আভ্যন্তরীণ কোন্দলে তাদের বেতন না আটকে যায়। এদিকে বিকালে টিসিএ অফিসের সদর দপ্তরের সামনে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কড়া প্রহরাও দেখা গেছে। আসছে দিনগুলিতে আরও কী কী হয় বা ঘটে সেই আতঙ্কেই নাকি এখন গোটা রাজ্যের ক্রিকেট মহল ।
অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…
অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু…
অনলাইন প্রতিনিধি :-বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ…
অনলাইন প্রতিনিধি :-পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের নির্দিষ্ট জায়গায় ভয়াবহ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।…