টিসিএর বিরুদ্ধে জোট বাঁধল ক্লাব ও মহকুমাগুলি

 টিসিএর বিরুদ্ধে জোট বাঁধল ক্লাব ও মহকুমাগুলি
এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্য ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থে দেরিতে হলেও টিসিএর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে এক মঞ্চে শামিল হয়েছে আগরতলার বিভিন্ন ক্লাব এবং বেশ কিছু মহকুমা ক্রিকেট সংস্থা । শুক্রবার বিকালে এক সাংবাদিক সম্মেলনে ক্লাব ও মহকুমাগুলির পক্ষ থেকে টিসিএর বিরুদ্ধে তাদের নানা অভিযোগ , ক্ষোভ , বঞ্চনার চিত্র তুলে ধরা হয় । ক্লাবগুলির পক্ষে ব্লাডমাউথের কর্মকর্তা সেবক ভট্টাচার্য বলেন , তারা টিসিএর কাছে তিনটি দাবি রেখেছিলেন । প্রথম দাবি , সদ্যসমাপ্ত সদর টি – টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে যারা ভালো পারফরম্যান্স করেছে তাদের ফিটনেস ক্যাম্পে ডাকতে হবে । দুই , যাদের বাদ দেওয়া হয়েছে এর পেছনে কী কারণ ছিল তার নিরপেক্ষ তদন্ত করা , এর জন্য নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা । তৃতীয়ত , ইয়ো ইয়ো টেস্টের সময় ক্লাব কর্মকর্তা বা প্রাক্তন সিনিয়র প্লেয়ারদের সামনে রাখতে হবে । এই তিনটি দাবির একটিও নাকি টিসিএ মানেনি । এ অবস্থায় ক্লাব ও মহকুমাগুলি টিসিএর বিরুদ্ধে একজোট হয়েছে । তারা রাজ্য ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থে টিসিএর বিরুদ্ধে লড়বে । সেবক ভট্টাচার্য আরও বলেন , এবার অনূর্ধ্ব পঁচিশ ক্রিকেটারদের ক্যাম্পে যাদের ডাকা হয়েছে তার মধ্যেও অনেক পারফরমার বাদ পড়েছে । ক্লাবগুলি সায়ন ঘোষের সাত লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারির মতোই এখানেও অনেক ঘটনা হয়েছে বলেও আশঙ্কা করছে । তারও তদন্ত ক্লাব ও মহকুমা জোট দাবি করেছে । জেসিসির কর্মকর্তা সুব্রত দেও বক্তব্য রাখেন । এ দিনের সাংবাদিক সম্মেলনে ক্লাব ও মহকুমাগুলির বকেয়া টাকা আগামী সাতদিনের মধ্যে রিলিজ করার জন্যও টিসিএর কাছে দাবি জানানো হয় । কারণ বকেয়া টাকা পেলেই ক্লাবগুলি প্লেয়ার পেমেন্ট করতে পারবে । তবে এ দিনের বৈঠকে উপস্থিত ক্লাব ও মহকুমা প্রতিনিধিদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে একটা জিনিস পরিষ্কার সবাই একজোট হচ্ছে । আগামী কয়েকদিনের মধ্যে নিজেদের দাবি আদায়ে বৃহৎ আন্দোলনের জন্যও তারা তৈরি হচ্ছে । তারা জুনিয়র সিনিয়র নির্বাচক কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনায় আছে । ক্লাবগুলির স্পষ্ট কথা , ইয়ো ইয়ো টেস্ট কখনোই আবশ্যক হতে পারে না । আর যদি তা করতে হয় তাহলে বাইরের পেশাদার ক্রিকেটারদেরও ইয়ো ইয়ো টেস্ট করাতে হবে ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.