রাজ্য ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থে দেরিতে হলেও টিসিএর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে এক মঞ্চে শামিল হয়েছে আগরতলার বিভিন্ন ক্লাব এবং বেশ কিছু মহকুমা ক্রিকেট সংস্থা । শুক্রবার বিকালে এক সাংবাদিক সম্মেলনে ক্লাব ও মহকুমাগুলির পক্ষ থেকে টিসিএর বিরুদ্ধে তাদের নানা অভিযোগ , ক্ষোভ , বঞ্চনার চিত্র তুলে ধরা হয় । ক্লাবগুলির পক্ষে ব্লাডমাউথের কর্মকর্তা সেবক ভট্টাচার্য বলেন , তারা টিসিএর কাছে তিনটি দাবি রেখেছিলেন । প্রথম দাবি , সদ্যসমাপ্ত সদর টি – টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে যারা ভালো পারফরম্যান্স করেছে তাদের ফিটনেস ক্যাম্পে ডাকতে হবে । দুই , যাদের বাদ দেওয়া হয়েছে এর পেছনে কী কারণ ছিল তার নিরপেক্ষ তদন্ত করা , এর জন্য নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা । তৃতীয়ত , ইয়ো ইয়ো টেস্টের সময় ক্লাব কর্মকর্তা বা প্রাক্তন সিনিয়র প্লেয়ারদের সামনে রাখতে হবে । এই তিনটি দাবির একটিও নাকি টিসিএ মানেনি । এ অবস্থায় ক্লাব ও মহকুমাগুলি টিসিএর বিরুদ্ধে একজোট হয়েছে । তারা রাজ্য ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থে টিসিএর বিরুদ্ধে লড়বে । সেবক ভট্টাচার্য আরও বলেন , এবার অনূর্ধ্ব পঁচিশ ক্রিকেটারদের ক্যাম্পে যাদের ডাকা হয়েছে তার মধ্যেও অনেক পারফরমার বাদ পড়েছে । ক্লাবগুলি সায়ন ঘোষের সাত লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারির মতোই এখানেও অনেক ঘটনা হয়েছে বলেও আশঙ্কা করছে । তারও তদন্ত ক্লাব ও মহকুমা জোট দাবি করেছে । জেসিসির কর্মকর্তা সুব্রত দেও বক্তব্য রাখেন । এ দিনের সাংবাদিক সম্মেলনে ক্লাব ও মহকুমাগুলির বকেয়া টাকা আগামী সাতদিনের মধ্যে রিলিজ করার জন্যও টিসিএর কাছে দাবি জানানো হয় । কারণ বকেয়া টাকা পেলেই ক্লাবগুলি প্লেয়ার পেমেন্ট করতে পারবে । তবে এ দিনের বৈঠকে উপস্থিত ক্লাব ও মহকুমা প্রতিনিধিদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে একটা জিনিস পরিষ্কার সবাই একজোট হচ্ছে । আগামী কয়েকদিনের মধ্যে নিজেদের দাবি আদায়ে বৃহৎ আন্দোলনের জন্যও তারা তৈরি হচ্ছে । তারা জুনিয়র সিনিয়র নির্বাচক কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনায় আছে । ক্লাবগুলির স্পষ্ট কথা , ইয়ো ইয়ো টেস্ট কখনোই আবশ্যক হতে পারে না । আর যদি তা করতে হয় তাহলে বাইরের পেশাদার ক্রিকেটারদেরও ইয়ো ইয়ো টেস্ট করাতে হবে ।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…