Categories: খেলা

টিসিএর বিরুদ্ধে প্রতিবাদে বাড়ছে ক্লাবগুলির সংখ্যা

এই খবর শেয়ার করুন (Share this news)

ক্লাবের সংখ্যা বাড়িয়েই বিভিন্ন দাবি আদায়ে টিসিএর বিরুদ্ধে বৃহৎ আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট ক্লাবগুলি । মূলত সিনিয়র ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্পে ৪২ জনের বাছাই ক্ষেত্রে নিরপেক্ষতা মানা হয়নি । এতে টাকা পয়সার লেনদেন হতে পারে বলেও আশঙ্কা । সেসঙ্গে সদর সিনিয়র টি -২০ টুর্নামেন্টে পারফরম্যান্স করার পরও ফিটনেস ক্যাম্পে ডাক না পাওয়া নিয়েও ক্লাবগুলির ক্ষোভ – অভিযোগ এবং ডেপুটেশন প্রদান । একই সঙ্গে অনূর্ধ্ব ১৯ রাজ্য জুনিয়র দলে ভিন রাজ্যের একজনকে খেলানোর বিনিময়ে ৭ লক্ষ টাকার ঘুষকাণ্ডের রিপোর্ট প্রদানে দেরি হওয়া নিয়েও ক্লাবগুলির মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে । কয়েকদিন আগেই ক্লাবগুলির তরফে এক ডেপুটেশনে টিসিএ সভাপতিকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছিল । ৫ দিন হতে চলেছে কিন্তু এখনও নাকি টিসিএ তরফে এ নিয়ে কোনওরকম হেলদোল নেই বলে ক্লাবগুলির অভিযোগ । ক্লাব কর্মকর্তাদের বক্তব্য আমরা প্লেয়ার সাপ্লাই করছি । বিভিন্ন ক্লাবের হয়ে টুর্নামেন্টে খেলেই প্লেয়াররা রাজ্যদলে খেলার জন্য ক্যাম্পে ডাক পায় । তারপরও টিসিএ অদ্ভুতভাবে ক্লাবগুলির বক্তব্য শুনতে চাইছে না । ক্লাবগুলিকে গুরুত্বহীন করে রাখছে । ক্রিকেটারদের স্বার্থে কথা বলা কি অন্যায় । এই প্রশ্নও তুলেছেন ক্লাব কর্মকর্তারা । ক্লাব কর্মকর্তাদের বক্তব্য পরিষ্কার , তাদের মতে আমরা তো অন্য কিছুর জন্য টিসিএতে ডেপুটেশন দিতে যাইনি । সভাপতি ঘেরাও করিনি । আমাদের দাবি , ৪২ জনকে ফিটনেস ক্যাম্পে ডাকার কি মাপকাঠি ছিল । আর টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করেও কেন তুষার সাহা , সুভাষ চক্রবর্তী সহ অন্যরা বাদ পড়ল । ক্লাবগুলির দাবি , যারা বাদ পড়েছে তাদেরও ফিটনেস ক্যাম্পে নেওয়া হোক । ৪২ জনকে রেখেই বাদ পড়াদের মধ্যে থেকে ভালো পারফরম্যান্স যারা করেছে তাদেরও যেন নেওয়া হয় । এদিকে , সভাপতির দেওয়া ৭ দিন সময় পর্যন্ত নাকি ক্লাবগুলি অপেক্ষা করবে । তারপরই ফের ঘেরাও । এবার টেবিলে বসানো অবস্থায়ই ফিটনেস ক্যাম্পে তুষার সহ অন্য পারফরমারদের নেওয়ার পাকা কাজ করার পরই ঘেরাও তোলা হবে । সব মিলিয়ে আগামী কয়েকদিন পরই টিসিএতে ক্লাবগুলির তরফে আরও এক বেনজির ঘটনা ঘটতে যাচ্ছে । এতদিন এ নিয়ে টিসিএর বিরুদ্ধে অভিযোগ ছিল ব্লাডমাউথ , জেসিসি , বিসিসি , স্ফুলিঙ্গ , ইউ . ফ্রেন্ডস , ওপিসির । জানা যাচ্ছে , এবার তাতে যোগ দেবে শতদল সংঘ , পোলস্টার ক্লাব , মৌচাক ক্লাবও ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

13 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

15 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

15 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

15 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

15 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

15 hours ago