Categories: খেলা

টিসিএর বিরুদ্ধে প্রতিবাদে বাড়ছে ক্লাবগুলির সংখ্যা

এই খবর শেয়ার করুন (Share this news)

ক্লাবের সংখ্যা বাড়িয়েই বিভিন্ন দাবি আদায়ে টিসিএর বিরুদ্ধে বৃহৎ আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট ক্লাবগুলি । মূলত সিনিয়র ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্পে ৪২ জনের বাছাই ক্ষেত্রে নিরপেক্ষতা মানা হয়নি । এতে টাকা পয়সার লেনদেন হতে পারে বলেও আশঙ্কা । সেসঙ্গে সদর সিনিয়র টি -২০ টুর্নামেন্টে পারফরম্যান্স করার পরও ফিটনেস ক্যাম্পে ডাক না পাওয়া নিয়েও ক্লাবগুলির ক্ষোভ – অভিযোগ এবং ডেপুটেশন প্রদান । একই সঙ্গে অনূর্ধ্ব ১৯ রাজ্য জুনিয়র দলে ভিন রাজ্যের একজনকে খেলানোর বিনিময়ে ৭ লক্ষ টাকার ঘুষকাণ্ডের রিপোর্ট প্রদানে দেরি হওয়া নিয়েও ক্লাবগুলির মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে । কয়েকদিন আগেই ক্লাবগুলির তরফে এক ডেপুটেশনে টিসিএ সভাপতিকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছিল । ৫ দিন হতে চলেছে কিন্তু এখনও নাকি টিসিএ তরফে এ নিয়ে কোনওরকম হেলদোল নেই বলে ক্লাবগুলির অভিযোগ । ক্লাব কর্মকর্তাদের বক্তব্য আমরা প্লেয়ার সাপ্লাই করছি । বিভিন্ন ক্লাবের হয়ে টুর্নামেন্টে খেলেই প্লেয়াররা রাজ্যদলে খেলার জন্য ক্যাম্পে ডাক পায় । তারপরও টিসিএ অদ্ভুতভাবে ক্লাবগুলির বক্তব্য শুনতে চাইছে না । ক্লাবগুলিকে গুরুত্বহীন করে রাখছে । ক্রিকেটারদের স্বার্থে কথা বলা কি অন্যায় । এই প্রশ্নও তুলেছেন ক্লাব কর্মকর্তারা । ক্লাব কর্মকর্তাদের বক্তব্য পরিষ্কার , তাদের মতে আমরা তো অন্য কিছুর জন্য টিসিএতে ডেপুটেশন দিতে যাইনি । সভাপতি ঘেরাও করিনি । আমাদের দাবি , ৪২ জনকে ফিটনেস ক্যাম্পে ডাকার কি মাপকাঠি ছিল । আর টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করেও কেন তুষার সাহা , সুভাষ চক্রবর্তী সহ অন্যরা বাদ পড়ল । ক্লাবগুলির দাবি , যারা বাদ পড়েছে তাদেরও ফিটনেস ক্যাম্পে নেওয়া হোক । ৪২ জনকে রেখেই বাদ পড়াদের মধ্যে থেকে ভালো পারফরম্যান্স যারা করেছে তাদেরও যেন নেওয়া হয় । এদিকে , সভাপতির দেওয়া ৭ দিন সময় পর্যন্ত নাকি ক্লাবগুলি অপেক্ষা করবে । তারপরই ফের ঘেরাও । এবার টেবিলে বসানো অবস্থায়ই ফিটনেস ক্যাম্পে তুষার সহ অন্য পারফরমারদের নেওয়ার পাকা কাজ করার পরই ঘেরাও তোলা হবে । সব মিলিয়ে আগামী কয়েকদিন পরই টিসিএতে ক্লাবগুলির তরফে আরও এক বেনজির ঘটনা ঘটতে যাচ্ছে । এতদিন এ নিয়ে টিসিএর বিরুদ্ধে অভিযোগ ছিল ব্লাডমাউথ , জেসিসি , বিসিসি , স্ফুলিঙ্গ , ইউ . ফ্রেন্ডস , ওপিসির । জানা যাচ্ছে , এবার তাতে যোগ দেবে শতদল সংঘ , পোলস্টার ক্লাব , মৌচাক ক্লাবও ।

Dainik Digital

Recent Posts

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

18 hours ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

18 hours ago

স্মার্টসিটি প্রকল্পের কাজে বন্ধ উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…

18 hours ago

বার্ষিক পরীক্ষার সূচি নিয়ে শিক্ষা দপ্তরের রসিকতায় চরম ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…

18 hours ago

রাজ্যের প্রতীকে স্বীকৃতি কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…

18 hours ago

চূড়ান্ত সীলমোহর পড়বে ১০টি সাংগঠনিক জেলা সভাপতির নামে!!

অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…

18 hours ago