ক্লাবের সংখ্যা বাড়িয়েই বিভিন্ন দাবি আদায়ে টিসিএর বিরুদ্ধে বৃহৎ আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট ক্লাবগুলি । মূলত সিনিয়র ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্পে ৪২ জনের বাছাই ক্ষেত্রে নিরপেক্ষতা মানা হয়নি । এতে টাকা পয়সার লেনদেন হতে পারে বলেও আশঙ্কা । সেসঙ্গে সদর সিনিয়র টি -২০ টুর্নামেন্টে পারফরম্যান্স করার পরও ফিটনেস ক্যাম্পে ডাক না পাওয়া নিয়েও ক্লাবগুলির ক্ষোভ – অভিযোগ এবং ডেপুটেশন প্রদান । একই সঙ্গে অনূর্ধ্ব ১৯ রাজ্য জুনিয়র দলে ভিন রাজ্যের একজনকে খেলানোর বিনিময়ে ৭ লক্ষ টাকার ঘুষকাণ্ডের রিপোর্ট প্রদানে দেরি হওয়া নিয়েও ক্লাবগুলির মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে । কয়েকদিন আগেই ক্লাবগুলির তরফে এক ডেপুটেশনে টিসিএ সভাপতিকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছিল । ৫ দিন হতে চলেছে কিন্তু এখনও নাকি টিসিএ তরফে এ নিয়ে কোনওরকম হেলদোল নেই বলে ক্লাবগুলির অভিযোগ । ক্লাব কর্মকর্তাদের বক্তব্য আমরা প্লেয়ার সাপ্লাই করছি । বিভিন্ন ক্লাবের হয়ে টুর্নামেন্টে খেলেই প্লেয়াররা রাজ্যদলে খেলার জন্য ক্যাম্পে ডাক পায় । তারপরও টিসিএ অদ্ভুতভাবে ক্লাবগুলির বক্তব্য শুনতে চাইছে না । ক্লাবগুলিকে গুরুত্বহীন করে রাখছে । ক্রিকেটারদের স্বার্থে কথা বলা কি অন্যায় । এই প্রশ্নও তুলেছেন ক্লাব কর্মকর্তারা । ক্লাব কর্মকর্তাদের বক্তব্য পরিষ্কার , তাদের মতে আমরা তো অন্য কিছুর জন্য টিসিএতে ডেপুটেশন দিতে যাইনি । সভাপতি ঘেরাও করিনি । আমাদের দাবি , ৪২ জনকে ফিটনেস ক্যাম্পে ডাকার কি মাপকাঠি ছিল । আর টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করেও কেন তুষার সাহা , সুভাষ চক্রবর্তী সহ অন্যরা বাদ পড়ল । ক্লাবগুলির দাবি , যারা বাদ পড়েছে তাদেরও ফিটনেস ক্যাম্পে নেওয়া হোক । ৪২ জনকে রেখেই বাদ পড়াদের মধ্যে থেকে ভালো পারফরম্যান্স যারা করেছে তাদেরও যেন নেওয়া হয় । এদিকে , সভাপতির দেওয়া ৭ দিন সময় পর্যন্ত নাকি ক্লাবগুলি অপেক্ষা করবে । তারপরই ফের ঘেরাও । এবার টেবিলে বসানো অবস্থায়ই ফিটনেস ক্যাম্পে তুষার সহ অন্য পারফরমারদের নেওয়ার পাকা কাজ করার পরই ঘেরাও তোলা হবে । সব মিলিয়ে আগামী কয়েকদিন পরই টিসিএতে ক্লাবগুলির তরফে আরও এক বেনজির ঘটনা ঘটতে যাচ্ছে । এতদিন এ নিয়ে টিসিএর বিরুদ্ধে অভিযোগ ছিল ব্লাডমাউথ , জেসিসি , বিসিসি , স্ফুলিঙ্গ , ইউ . ফ্রেন্ডস , ওপিসির । জানা যাচ্ছে , এবার তাতে যোগ দেবে শতদল সংঘ , পোলস্টার ক্লাব , মৌচাক ক্লাবও ।
অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…
জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…
অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…
অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার…
অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…
অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…