Categories: খেলা

টিসিএর ভূমিকায় ক্রিকেট মহলে সন্দেহ জাগছে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

যত দিন যাচ্ছে ততই যেন রাজ্য ক্রিকেট সংস্থার ( টিসিএ ) বর্তমার কমিটির ভূমিকা নিয়ে ক্রিকেট মহলে নানা সন্দেহ তৈরি হচ্ছে । সায়ন ঘোষের ৭ লক্ষ টাকার ঘুষকাণ্ডের রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি । যদিও ঘটনার ৫০ দিন অতিক্রান্ত । টিসিএর তদন্ত যেন বিশবাঁও জলের নীচেই । পাশাপাশি পুলিশি তদন্তের গতি প্রকৃতি নিয়েও যথেষ্ট সন্দেহে রয়েছে ক্রিকেট মহল । পুলিশি তদন্তের প্রতি আস্থা হারিয়ে এক সময় খোদ টিসিএই সায়ন ঘোষ ঘুষকাণ্ডের রহস্য উন্মোচনে নিজেরা একটি তদন্ত কমিটি গঠন করে । কমিটির দায়িত্ব পেয়ে অভিযুক্ত কোচ তপন দেবকে জেরা করে । ডাকা হয় টিমের কোচকেও । তপনকে জেরা করলেও কমিটির সামনে কোচ তপন দেব নাকি কোনও কিছুই স্বীকার করেনি । বরং বার বার তার একটাই কথা ছিল আমি এই বিষয়ে কোনও কিছুই জানি না । তপন আরও বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা , ভিত্তিহীন । তপন জানায় ক্রিকেটার বা তার অভিভাবকদের ডাকুন । সামনে বসান । তখনই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে । আসল ঘটনা কী । কিন্তু ঘটনার ৫০ দিন অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত টিসিএ সায়ন ঘোষ ঘুষকাণ্ডের কোনও কুলকিনারাই করতে পারেনি । সায়নের বাবাকেও জিজ্ঞাসা করতে পারেনি । এদিকে , তদন্ত কমিটির রিপোর্ট জমা না পড়ায় বিষয়টা আরও গোলমেলে হয়ে যাচ্ছে । ক্রিকেট মহলের বক্তব্য , সায়ন ঘোষের ঘুষকাণ্ড কি তাহলে পুরোটাই ম্যানেজ হয়ে গেছে ? তাই টিসিএও এই বিষয়ে নীরবতা পালন করছে । প্রসঙ্গত , বহিঃরাজ্যের ( কলকাতার ) ক্রিকেটার সায়ন ঘোষকে জাতীয় আসরের রাজ্য জুনিয়র দলে খেলার সুযোগ করে দেওয়া নিয়ে । এই মর্মে ৭ লক্ষ টাকার গোপন চুক্তি হয় । এর মধ্যে প্রথম কিস্তি হিসাবে সায়ন ঘোষের বাবা প্রদীপ ঘোষ নাকি ৪ লক্ষ টাকাও তুলে দেন । পরে জুনিয়র ক্যাম্পে সায়নের কথাবার্তা ও পরে টিসিএতে কাগজপত্র দেবার সময় অনিয়ম চোখে পড়ার পরই ঘটনা প্রকাশ্যে আসে । ১৬ জুলাই টিসিএর প্রেস মিটের দিনই সায়ন ঘোষ টিসিএ অফিসে দাঁড়িয়ে মিডিয়াকে পরিষ্কার জানায় তাকে রাজ্যদলে খেলতে সুযোগ করে দেবার জন্য ৪ লক্ষ টাকা ঘুষ নেয় কোচ তপন দেব । কিন্তু এর দুদিন পরই সায়ন ঘোষ উধাও । আগরতলা ছেড়ে বাড়ি চলে যায় । এরপর নিজের মোবাইলের সিম কার্ডও খুলে ফেলে । যে কারণে টিসিএ আর সায়ন ঘোষের সঙ্গে যোগাযোগ করতে পারেনি । ক্রিকেট মহলের বক্তব্য , সায়ন ঘোষ ঘুষকাণ্ডে যদি তপন জড়িয়েও থাকে তাহলে কিন্তু এই ঘুষের টাকা সে একা নিতে পারেনা । নির্ঘাত ভাগবাটোয়ারা হয়েছে । কারণ একজন কোচের কাউকে দলে নেওয়া সম্ভব নয় । তাও দল গঠনের দায়িত্বে থাকেন চিফ কোচ । তপন সহকারী কোচ । তাছাড়া দল নির্বাচন করেন নির্বাচকরা । তাই কারও কারও আশঙ্কা এই ৭ লক্ষ টাকার ঘুষকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুনিয়র নির্বাচক কমিটির কেউ জড়িয়ে থাকতেও পারেন । এখানেই শেষ নয় , এতবড় ঘটনা যে টিসিএর কোনও কর্মকর্তাকে না জানিয়ে করা হবে এমন সাহসও কারোর নেই । সব মিলিয়ে একটা জিনিস খুব পরিষ্কার তা হলো সায়ন ঘোষ ঘুষকাণ্ডে অনেকেই জড়িত । তাই সঠিক তদন্ত হলে কেঁচো খুঁড়তে সাপও বের হয়ে আসতে পারে । তাই তদন্ত কমিটির সন্দেহের তীর যতই কোচ তপনের দিকেই থাকুক না কেন । ডাল মে কুচ কালা হ্যায় । তাই সায়ন ঘোষ ঘুষকাণ্ডের রহস্য উন্মোচনে এত দেরি হওয়া নিয়ে ক্রিকেট মহল টিসিএর বর্তমান কমিটির ভূমিকা ও রহস্য উন্মোচনে তাদের সদিচ্ছা নিয়েও সন্দেহ করছে ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

17 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

18 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

19 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

19 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

19 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

19 hours ago