টিসিএ কান্ডে রাজ্য সরকার ও প্রশাসনকে কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ সাহার পর এবার টিসিএ কান্ড নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা অনিমেষ দেব্বর্মা।
রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রথমেই টিসিএ’র কান্ডে প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রথমেই বলেন ত্রিপুরা রাজ্যে যারা ক্রিকেটের কর্ণধার তাদের মধ্যে বেশিরভাগই ক্রিকেটার নন। গতকাল রঞ্জিট্রফি ক্রিকেটার তিমির চন্দ’র সঙ্গে ঘটে যাওয়া ন্যক্যারজনক ঘটনার কথা উল্লেখ করে দু:খ প্রকাশ করেন। তিনি বলেন, গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে উনার মনে হচ্ছে যে, ত্রিপুরার ক্রিকেটাররা রঞ্জি ট্রফি, আইপিএল বা জাতীয় দল-এই সমস্ত জায়গায় এখনো পর্যন্ত কোনো ক্রিকেটার স্থান করে নিতে পারেনি। যারা ক্রিকেটের কর্ণধার রয়েছেন তাদেরও ক্রিকেটে সেরকমভাবে আগ্রহী নন, যার ফলে রাজ্য ক্রিকেটের এই পরিণতি। উনাদের ক্রিকেটের চাইতে বেশি আগ্রহ টিসিএ কার্য্যালয়ে প্রবেশ করা নিয়েই বেশি পরিলক্ষিত হচ্ছে শনিবার ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে।
তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি একটা সময় টিসিএ’র সভাপতি ছিলেন উনার এই বিষয়ের পরিপ্রেক্ষিতে বিবৃতি সহ এগিয়ে আসা উচিত। কিন্তু তার পরিবর্তে তিনি সম্পূর্ণ চুপচাপ। কেন তিনি চুপ করে আছেন? কেন ঘটনার তদন্তক্রমে কোনো পদক্ষেপ নিচ্ছে না? প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা।
এছাড়াও শ্রী দেব্বর্মা বলেন, শনিবার ঘটে যাওয়া ঘটনার ভিডিও থেকে বিষয়টি বোঝা যাচ্ছে যে, এই ঘটনার পেছনে টাকার লেনদেন সংক্রান্ত বিষয় রয়েছে। যদি এমন কোনো বিষয় থেকে থাকে তবে ঘটনার সুষ্ঠু তদন্তের প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা অনিমেষ দেব্বর্মা। এমনকি রাজ্য সরকারকেও বিষয়টি নিয়ে অতিসত্ত্বর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। পাশাপাশি বিসিসিআই’র কাছেও উক্ত ঘটনার তদন্তের দাবি করেন। এছাড়াও বিসিসিআই’র দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যারা ক্রিকেটার নন তারা কীভাবে ক্রিকেটের কর্ণধার হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। সেই বিষয়টিও খতিয়ে দেখার দাবি জানান তিনি। এভাবে চলতে থাকলে কোনোভাবেই ক্রিকেটকে উন্নত করা সম্ভব হবে না। যাদের যোগ্যতা আছে, ক্রিকেট জানে তাদেরকেই সেই স্থানে সুযোগ দেওয়া উচিত। অন্যান্য সমস্ত ক্ষেত্রেই দেখা যায় নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে যাদের দক্ষতা থাকে তাদেরকে সে ক্ষেত্রেই কাজের জন্যই নিয়োগ করা হয়। কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই যারা ক্রিকেট সম্পর্কে জানে না তারাই ক্রিকটকে পরিচালনা করছে। পাশাপাশি এদিন টিসিএ কান্ডে প্রশাসনকেও কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা। তিনি বলেন, পশ্চিম আগরতলা থানা, মহিলা থানা, এসডিপিও অফিস থাকা সত্বেও পুলিশের নাকের ডগায় এধরনের ঘটনা কিভাবে সংঘটিত হয়। মারামারি থেকে শুরু করে পকেট থেকে পিস্তল বের করে পুলিশের সামনে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে? এক্ষেত্রে শহরবাসীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন শ্রী দেব্বর্মা। যে শহরে মুখ্যমন্ত্রী থেকে শুরু অন্যান্য মন্ত্রী-বিধায়ক, এমনকি উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা থাকেন সে শহরে এধরণের ঘটনা ঘটছে। এর অর্থ একটাই, এ রাজ্যের বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ রূপে ব্যর্থ। প্রায় প্রতিদিনই এধরনের কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে কিন্তু এবিষয়ে কোনো হেলদোল নেই রাজ্য সরকারের। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও প্রফেসর ড: মানিক সাহা৷ এইসমস্ত বিষয় নিজের গোচরে আসা সত্ত্বেও তিনি কিভাবে চুপচাপ বসে আছেন? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তিনি আরও বলেন যদি এমন হয়েও থাকে যে টিসিএ’র ঘটনা সম্পর্কে যদি উনি অবগত না থাকেন, কোনো খবরের কাগজেও না পড়ে থাকেন তার অর্থ উনার কাছের দৃষ্টি ভীষণ দুর্বল। এবং উনার কাছের দৃষ্টি যদি এতো দুর্বল হয় তবে দূরের দৃষ্টি উনার কেমন হবে? মুখ্যমন্ত্রীকে একপ্রকার কটাক্ষ করে এমনই প্রশ্ন তুললেন শ্রী দেব্বর্মা। তিনি বলেন, এখনই সময় মুখ্যমন্ত্রীর সজাগ হয়ে বিষয়গুলোর দিকে নজরদারি করা। প্রকাশ্য দিবালোকে পিস্তল হাতে দেখেও এখানো পর্যন্ত কেন তাকে গ্রেপ্তার করা হলো না? কেন তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি? পুলিশ কেন এক্ষেত্রে নিরব? কার নির্দেশে তারা নিরব? ইত্যাদি বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দেন এদিন বিরোধী দলনেতা।
এছাড়াও এদিন রাজ্যের ক্রীড়া মন্ত্রীর ভূমিকায়ও এক রাশ ক্ষোভ উগরে দেন তিনি।
সর্বোপরি এই ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। পাশাপাশি উক্ত বিষয়ে মুখ্যমন্ত্রী সঠিক হস্তক্ষেপের বিষয়েও প্রত্যাশা ব্যক্ত করেন বিরোধী দলনেতা।
সর্বশেষে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে বিষয়টি পরিলক্ষিত হচ্ছে, শনিবার ঘটে যাওয়া ঘটনাটি সকলকে ভাবালেও এখনো শীতঘুমেই রয়েছেন খোদ রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়।

Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

11 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

11 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

12 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

12 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

12 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

12 hours ago