টি সি এ তে ফের দাদা – দিদির লড়াই শুরু!!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রাজ্য বিধানসভা নির্বাচনের মাস খানেক আগে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচন কে কেন্দ্র করে দাদা-দিদির কাজিয়া দেখেছে গোটা রাজ্যবাসী। সেই কাজিয়া একসময় এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, দলের দিল্লির নেতৃত্ব কে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল। সেই কাজিয়ায় দাদার পরাজয় ঘটেছিলো। মাস খানেক যাওয়ার পর ফের খবরের শিরোনামে উঠে এসেছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। বুধবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ-এর নিকট প্রাক্তন প্লেয়াররা দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে ডেপুটেশন প্রদান করে। ক্লাবগুলোর পর এবার ময়দানে প্রাক্তন প্লেয়াররা। টিসিএ -এর সাথে যুক্ত অনেকের মতে এর পিছনেও দাদা -দিদির কাজিয়া রয়েছে। বর্তমান কমিটিতে সভাপতি তপন লোধকে বাদ দিলে বাকী সকলেই দিদির লোক। স্বাভাবিক ভাবেই এই নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।