টুরিস্ট হাব হচ্ছে রাজ্যের সর্বোচ্চ গিরিশৃঙ্গ জম্পুইর বেথেলিয়ানশিপে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-জম্পুই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে পর্যটকরা মুগ্ধ হচ্ছে। স্বাভাবিকভাবে এ সৌন্দর্যের লীলাভূমি জম্পুই পর্যটন শিল্প উন্নয়নের সম্ভাবনা অপরিসীম। জম্পুই স্বল্প আয়তনের পাহাড়ি এলাকা হলেও বিদ্যমান পর্যটক আকর্ষণে যে বৈচিত্র্য তা সহজেই পর্যটকদের আকর্ষণ করতে পারে। গোটা দেশে জম্পুই পাহাড় বৃহত্তম পর্যটন শিল্প হিসেবে স্বীকৃত লাভ করতে যাচ্ছে। কাঞ্চনপুর মহকুমা বন আধিকারিক সুমন মিত্র জানান সৌন্দর্যের লীলাভূমি জম্পুই পাহাড়ের বেথেলিয়ানশিপে ইকো সিস্টেমে টুরিস্ট হাবের কাজ করা হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে পর্যটকদের আকৃষ্ট করার চেষ্টা হচ্ছে বলে সুমন মিত্র জানান। জম্পুই পাহাড়ের প্রবীণ বাসিন্দা লিয়ান জয়েলা জানান জম্পুই পাহাড়ের পর্যটন শিল্পকে গোটা দেশে সুনামের সঙ্গে স্বীকৃতি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর অবদান অস্বীকার করা যায় না।গত দুই তিন বছরে জম্পুই পাহাড়ের চেহারা পুরোপুরি পাল্টে গেছে।
এদিকে সর্বোচ্চ গিরিশৃঙ্গ জম্পুই পাহাড়ের বেথেলিয়ানশিপে টুরিস্ট হাব হচ্ছে। রাজ্য পর্যটন দপ্তর (ত্রিপুরা টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড) থেকে বন দপ্তরকে এই ইকো টুরিজম হাব করার জন্য তিন কোটি বারো লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশ পাঁচ টাকা বরাদ্দ করেছে।এর ফলে বেথেলিয়ানশিপের সাথে রাজ্য বহিঃরাজ্যের পর্যটন শিল্পের যোগসূত্র তৈরি হচ্ছে। বেথেলিয়ানশিপ হলো রাজ্যের সবচেয়ে সর্বোচ্চ গিরিশৃঙ্গ। ফলে গোটা জম্পুই পাহাড় হবে রাজ্যের পর্যটন ক্ষেত্রের এক জাদুঘর। ইতিমধ্যে জম্পুই পাহাড়ের ভাংমুন এলাকায় আন্তর্জাতিক মানের টুরিস্ট লজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর একান্ত চেষ্টায় ইডেন টুরিস্ট লজের খোলনলচে পাল্টে ফেলা হচ্ছে। জম্পুই পাহাড়ের ভাংমুনে হচ্ছে পাঁচতলা আন্তর্জাতিক মানের টুরিস্ট লজ। এর জন্য কেন্দ্রীয় সরকার থেকে ইতিমধ্যে পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। ভাংমুনের সুসংবাদ পেতে না পেতেই এক মাসের মধ্যে আরেকটি সুসংবাদ পাওয়া গেছে যে জম্পুই পাহাড়ের বেথেলিয়ানশিপে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বরাদ্দ অর্থে ইকো টুরিজম টুরিস্ট হাব হচ্ছে। তার জন্য রাজ্য বন দপ্তরকে এই অর্থ দেওয়া হয়েছে। No-F 2(371)-P1/TT/2025 dt 20/02/2025 সেহামূলে Administration approval and expenditure sanction for an amount of Rs. 3,12,43,505/(Three crores twelve lacs forty three thousand five hundred five) only for development of verious eco tourism amenities at Bethelianship..during FY 2024-2025. এই অর্থ দেওয়া হয়েছে। একের পর এক টুরিস্ট হাব তৈরির ফলে পুরোপুরি পাল্টে যাচ্ছে জম্পুই পাহাড়ের পর্যটন শিল্পের চিত্র। জম্পুই পাহাড়ে প্রতিদিন রাজ্য বহিঃরাজ্যের পর্যটকরা ভিড় জমাচ্ছে। ইডেনকে আন্তর্জাতিক মানের থ্রি স্টার টুরিস্ট লজ করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জম্পুই পাহাড়কে আরও সাজাতে চাইছেন। সুশান্ত চৌধুরীর একান্ত চেষ্টায় পর্যটন শিল্পে জম্পুই পাহাড় অনেক এগিয়ে গেছে। তাছাড়া কাঞ্চনপুর থেকে মিজোরামের আইজল পর্যন্ত ডবল লেন জাতীয় সড়ক হচ্ছে। এই জাতীয় সড়কের কাজ সম্পন্ন হলে আমূল পরিবর্তন হবে কাঞ্চনপুর এবং জম্পুই পাহাড়ের পর্যটন শিল্পের। মুখ্যমন্ত্রী ও পর্যটনমন্ত্রী রাজ্যের পর্যটন শিল্পের বিকাশের স্বার্থে জম্পুই পাহাড়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার পদক্ষেপ নিয়েছেন।ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বরাদ্দ অর্থে বেথেলিয়ানশিপে ইকো টুরিজম টুরিস্ট হাব অন্যদিকে আরও গুরুত্ব বাড়াতে ভাংমুনের ইডেন টুরিস্ট লজ ভেঙে নতুন বিশাল আকারের থ্রি স্টার লজ হচ্ছে। যার জন্য প্রায় পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

14 mins ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

17 mins ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

3 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

3 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

3 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

3 hours ago