রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা ফেব্রুয়ারী মাসে করার উদ্যোগ!!
টেট উত্তীর্ণদের অফার ছাড়া শুরু হলো
অবশেষে বহু প্রতীক্ষিত টেট উত্তীর্ণদের অফার ছাড়া শুরু হয়েছে। মঙ্গলবার থেকে এই অফার ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ নিজেই এই সংবাদ জানিয়েছেন । তিনি আগেই জানিয়েছিলেন , পুজোর মধ্যেই টেট উত্তীর্ণদের চাকরির অফার ছাড়া হবে। পুজোর পরে দেওয়া হবে পোস্টিং । জানা গেছে , ৩,১০৮ + ৫৭৫ মোট ৩৬৮৩ জনের অফার ছাড়া হচ্ছে । পুজোর আগে রাজ্যে টেট উত্তীর্ণদের মধ্যে খুশির হাওয়া । শিক্ষা দপ্তর সূত্রে খবর পুজোর মধ্যেই সব অফার পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হবে ।