ট্রমার বেহাল পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান সরকারী রেফারেল হাসপাতাল জিবির ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসা পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার বেহাল দশা ক্রমেই বাড়ছে।স্বাস্থ্য দপ্তর ও জিবি হাসপাতাল ম্যানেজমেন্টের নির্বিকার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।ট্রমা কেয়ার সেন্টার মূলত সড়ক দুর্ঘটনা সহ নানা দুর্ঘটনায় আহতদের দ্রুত সঠিক উপায়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য চালু করা হয়।২০১৭ সালের প্রথম দিকে বামফ্রন্ট সরকারের সময় ট্রমা সেন্টারটি চালু হয়।তখন যে ধরনের চিকিৎসা পরিকাঠামো তৈরি করে ট্রমা সেন্টার চালু করা হয়েছিল,সেই চিকিৎসা পরিকাঠামোর আর কোন উন্নতি ও আধুনিকীকরণ করা হয়নি।
সেই কারণে চিকিৎসা পরিষেবায় তার প্রভাব পড়ছে।এমনটাই অভিযোগ করছেন রোগী ও রোগীর আত্মীয়স্বজন।বর্তমান সরকারের আমলে চিকিৎসা পরিষেবার মান উন্নয়নে জোর দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও জিবির ট্রমা সেন্টারে চিকিৎসা পরিকাঠামো সম্প্রসারণ করে উন্নত ও আরও আধুনিক করার কাজে হাত পড়েনি। হাসপাতালের চিকিৎসকরাই এই দাবি করছেন।ট্রমা সেন্টারের রেড জোনে দুর্ঘটনায় গুরুতর ও সঙ্কটজনক রোগীর চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।জানা
গেছে,রেড জোনে সাত বেডের (শয্যা)আইসিইউ থাকলেও আইসিইউতে যে ধরনের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকার কথা তার পুরো ব্যবস্থা নেই।বিস্ময়কর ব্যাপার হলো আইসিইউ-তে ভেন্টিলেটর গত প্রায় এক মাস ধরে কাজ করছে না। ভেন্টিলেটর অচল হয়ে পড়ে রয়েছে।খুব গুরুতর ও সঙ্কটাপন্ন রোগীকে কোন কোন সময় ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়।অথচ ট্রমার মতো এতো গুরুত্বপূর্ণ চিকিৎসার জায়গায়
ভেন্টিলেটর অচল হয়ে থাকায় ট্রমার চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন আইসিইউতে ভেন্টিলেটর অচল বা কাজ করছে না- শুক্রবার রাতে সেই বিষয়ে হাসপাতালের মেডিকেল সুপার ডা. শংকর চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি জানান, ট্রমার ভেন্টিলেটর অচল বা কাজ করছে না এই ধরনের কোন রিপোর্ট তার কাছে নেই। ভেন্টিলেটর অচল বা কাজ করছে না হাসপাতাল সুপার তা জানেন না বললেও হাসপাতালের চিকিৎসকরাই বলছেন ভেন্টিলেটর গত এক মাস ধরে কাজ করছে না। ট্রমার চিকিৎসা নিয়ে অভিযোগের শেষ নেই।ট্রমার নিজস্ব অপারেশন থিয়েটার থাকলেও তা চালু নেই বন্ধ। রোগীরা গজ, তুলা, ব্যাণ্ডেজ ট্রমা সেন্টারে পাচ্ছেন না। ওষুধের দোকান থেকে কিনে আনতে হচ্ছে।কোন কোন রোগীর প্রেসক্রিপশনের সিংহভাগ ওষুধই ট্রমাতে মিলছে না বলে রোগী ও রোগীর আত্মীয়দের অভিযোগ।চিকিৎসা সামগ্রীরও সংকট চলছে ট্রমাতে।ওষুধের দোকান থেকে কিনে আনতে হচ্ছে। বিশেষজ্ঞ ও সিনিয়র চিকিৎসক সর্বক্ষণ ট্রমাতে থাকার নিয়ম থাকলেও তাও মানা হচ্ছে না।বিশেষজ্ঞ চিকিৎসককে ট্রমা থেকে অনকলে ডেকে আনা হচ্ছে। তাতে বিশেষজ্ঞ চিকিৎসক ট্রমাতে পৌঁছতে অনেক বিলম্ব হওয়ায় রোগীর চিকিৎসা পরিষেবা ভীষণভাবে ব্যাহত হচ্ছে বলেও রোগী ও রোগীর আত্মীয়দের অভিযোগ। ২০১৬ সালে ডা. ভাস্কর মজুমদারকে ট্রমার নোডাল অফিসার হিসাবে বহিঃরাজ্যে নিয়ে ট্রমা সেন্টার কীভাবে পরিচালনা করতে হবে ইত্যাদির উপর প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছিল।
কিন্তু নোডাল অফিসারেরও ট্রমা সেন্টারের দিকে কোন নজর নেই।ট্রমাতে তিনি নিয়মিত আসেন না বলেও অভিযোগ।ফলে ট্রমার চিকিৎসা ব্যবস্থা দিনদিন তলানিতে চলে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

Dainik Digital

Recent Posts

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

19 hours ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

20 hours ago

নিশানায় আদালত!!

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গোটা দেশ এখন তোলপাড় হচ্ছে।আইনের পক্ষ-বিপক্ষ নিয়ে জাতীয় রাজনীতির পারদ এখন…

21 hours ago

ঊনকোটি জেলা হাসপাতালের সিটি স্ক্যান মেশিন অচল, দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-কৈলাসহর ভগবাননগরে অবস্থিত জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা আজও বন্ধ।পক্ষকালের অধিক সময় ধরে…

22 hours ago

শ্রেষ্ঠাংশুর শানদার শতরান ত্রিপুরার সিকিম জয়!!

অনলাইন প্রতিনিধি :-ওপেনার শ্রেষ্ঠাংশু দেবের অপরাজিত শতরান (১৩৭) সৌজন্যে প্রথমবারের মতো গুয়াহাটিতে আয়োজিত বিসিসিআই-র অনূর্ধ্ব…

22 hours ago

পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায়,রাজ্যে ব্যাপক সাড়া, নিজের বিদ্যুৎ নিজেই উৎপাদন করুন: রতন!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা সারা দেশেই ব্যাপক সাড়া ফেলেছে।বর্তমানে পরিস্থিতি এমন জায়গায়…

22 hours ago