ট্রমা ক্যাজুয়েলিটি বিভাগে পরিষেবা কার্যত শিকেয়

এই খবর শেয়ার করুন (Share this news)

ডাক্তার , নার্স , প্যারামেডিকেল স্টাফ , পরিকাঠামো সবই রয়েছে রাজ্যের প্রধান চিকিৎসা কেন্দ্র জিবি হাসপাতালে । কিন্তু চিকিৎসা পরিষেবা নিয়ে অধিকাংশ রোগী এবং স্বজনেরা তাদের যারপরনাই অসন্তুষ্ট । রাজ্যের অন্তত নব্বই শতাংশ মানুষের চিকিৎসার শেষ ভরসার জায়গা জিবি হাসপাতাল । মেডিকেল কলেজ হবার পর জিবি হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন প্রত্যাশানুযায়ী না হলেও , বিস্তর হয়েছে । কিন্তু পরিচালনগত দুর্বলতা , একাংশ পরিষেবা প্রদানকারীর দায়িত্ব পালনে আন্তরিকতার অভাবে ও তথাকথিত নেতাদের অনভিপ্রেত অনৈতিক হস্তক্ষেপের কারণে স্বাভাবিক পরিষেবা কার্যত শিকেয় উঠেছে । চিকিৎসা পরিষেবা কতটুকু অধঃপতন হয়েছে তার প্রমাণ মিলেছে হাসপাতাল ও কলেজ প্রশাসনে একটি মিটিং মাইন্যুটস থেকে । অতি সম্প্রতি এই রিভিও মিটিং অনুষ্ঠিত হয়েছে । মাইন্যুটসে উল্লেখ করা হয়েছে , ক’দিন আগে আদালতের আদেশের প্রেক্ষিতে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত একটি টিম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার ও ক্যাজুয়েলিটি ব্লক পরিদর্শন করেন ।

পরিদর্শনকালে তারা ডিউটি রোস্টার অনুযায়ী কোনও বিশেষজ্ঞ চিকিৎসককে পাননি । শুধু তাই নয় , কোনও কল রেজিস্ট্রারও তারা পাননি । দীর্ঘ দিন ধরে রোগীদের জি বি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যায় না । কার্যত ইন্টার্ন এবং জুনিয়রদের উপর নির্ভর করে চলেছে স্টেট রেফারেল হাসপাতাল । কলেজ কর্তৃপক্ষের মিটিং মাইন্যুটসে রোগীদের অভিযোগের সত্যতাই উঠে এসেছে । পরিদর্শনকালে কর্তব্যরত অনুপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণের কথা নেই মাইন্যুটসে । এটা জিবি হাসপাতালের বাস্তব চিত্র । ট্রমা বিশেষজ্ঞ এবং ক্যাজুয়েলিটি বিভাগ দু’টি হাসপাতালের অত্যন্ত গুরত্বপূর্ণ । রোগীরা প্রথমে এই দু’টি বিভাগে আসে । এই দুই বিভাগের তৎকাল জরুরি পরিষেবার উপর নির্ভর করে সংকটাপন্ন রোগীদের ‘ মরণ – বাঁচন ’ । দেশের সব হাসপাতালে এই দুই বিভাগে অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে স্ট্রং ইমারজেন্সি ম্যানেজমেন্ট টিম ২৪ ঘণ্টা প্রস্তুত থাকেন । আর জিবি হাসপাতালে রোগীর ‘ গোল্ডেন পিরিয়ড’এ জরুরি পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আণ্ডার গ্র্যাজুয়েট কোর্স এবং পিজি ইন্টার্নরা । রাতে পিজি ইন্টার্নরাও নিয়মিত থাকেন না । তখন ইমারজেন্সি ম্যানেজমেন্ট কী হয় , সহজেই অনুমেয় । আরও লজ্জাকর উদ্বেগজনক ঘটনা হলো মহকুমা ও জেলা হাসপাতাল থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা যে রোগীকে উন্নত চিকিৎসার জন্য স্টেট রেফারেল হাসপাতালে জরুরি ভিত্তিতে পাঠাচ্ছেন , জিবি হাসপাতালে সেই সংকটাপন্ন রোগীদের ইমারজেন্সি ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেছেন সদ্য স্নাতক ডিগ্রি প্রাপ্ত ইন্টার্নরা । রোগীর অবস্থা আশঙ্কাজনক মনে হলেও তাদের পক্ষ্য অনকল থাকা স্যারদের ( বিশেষজ্ঞ চিকিৎসক ) কল দেওয়া সম্ভব হয় না । শুধু তাই নয় , মাঝ রাতে কর্তব্যরত পিজি স্টুডেন্ট দাদাদের ফোন করতেও তারা ইতস্তত করে । কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষ এসব জানেন না , তা কিন্তু নয় । কিন্তু দীর্ঘ বছরের এই অব্যবস্থা দূর করার ব্যাপারে চিন্তা ভাবনা করে সময় নষ্ট করবার সময় কোথায় তাদের । জিবি হাসপাতালের প্রতিটি বিভাগে পরিষেবা অচলাবস্থা চলছে । জোড়াতালি দিয়ে দায়িত্ব পালন করছেন প্রায় সকলেই । যারা নিষ্ঠা ও সততার সাথে পরিষেবা প্রদান করতেন , তারাও বিভিন্ন অনভিপ্রেত পরিস্থিতির শিকার হয়ে এখন মুখ বন্ধ করে অব্যবস্থার মূল স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন । এই পরিস্থিতিতে রোগীরা বড় অসহায় বোধ করছেন হাসপাতালে এসে । পরিষেবা নিয়ে অসন্তোষের গ্রাফ অতি দ্রুত উর্ধ্বগামী হচ্ছে ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

19 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

20 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

20 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

20 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

20 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

20 hours ago