ট্রাইয়ের নির্দেশ মেনে ভয়েস প্যাক চালু হলো মোবাইল ফোনে।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:-ডাটাবিহীন ভয়েস প্যাক চালু করল মোবাইল অপারেটররা। এ ধরনের প্যাক চালু করতে গত মাসে নির্দেশ দিয়েছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই। এ সংক্রান্ত ট্যারিফ অ্যামেন্ডমেন্ট করা হয় ২৩ ডিসেম্বর। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের নির্দেশ মেনে শুধু ভয়েস কলের জন্য প্যাক চালু হলেও গ্রাহকদের খুব একটা সাশ্রয় হচ্ছে না। দেশের তিনটি বড় বেসরকারী মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা যথা জিও, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া ইতিমধ্যে ভয়েস প্যাক চালু করলেও রাষ্ট্রীয় সংস্থা বিএসএনএলের ওয়েবসাইটে এ ধরনের প্যাকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বেসরকারী সংস্থাগুলি প্রায় একই ধরনের ভয়েস প্যাক চালু করেছে। অনেকে অভিযোগ তুলে বলছেন সংস্থাগুলি সিন্ডিকেট করে ভয়েস প্যাক
চালু করেছে।প্রধান তিনটি বেসরকারী মোবাইল সংস্থাই দুই ধরনের মেয়াদের ভয়েস প্যাক এনেছে। একটি ৮৪ দিন মেয়াদের। অন্যটি ৩৬৫ দিন মেয়াদের। যদিও জিওর প্যাকটি ৩৩৬ দিন মেয়াদের। কোনও সংস্থাই এক মাস মেয়াদের ভয়েস প্যাক চালু করেনি। এখানেই প্রান্তিক গরিব মানুষ কতটা উপকৃত হবেন এই প্রশ্ন উঠতে পারে স্বাভাবিক কারণে।
ট্রাইয়ের নির্দেশ ছিল দেশের গরিব, বৃদ্ধ এই সকল অংশের মানুষ যারা শুধু ফোনে কথা বলেন, ইন্টারনেট বা ডাটা ব্যবহার করেন না বা দরকার হয় না তাদের জন্য ডাটাবিহীন প্যাক চালু করতে। এক্ষেত্রে ন্যূনতম ৮৪ দিন বা তিন মাসের (টেলিকমে ২৮ দিনে মাস) প্যাকের জন্য একত্রে মোটা টাকা দিতে হবে। এক মাস মেয়াদের প্যাক হলে গরিব মানুষকে একত্রে বড় অঙ্কের ব্যয়ভার বহন করতে হতো না।
নতুন ভয়েস প্যাক বিদ্যমান ডাটাযুক্ত প্যাকের তুলনায় এতটা সাশ্রয়ী হয়নি। ৮৪ দিন মেয়াদের ভয়েস প্যাক মূল্য এয়ারটেলের ৪৬৯ টাকা, জিওর ৪৪৮ টাকা, ভিআইয়ের ৪৭০ টাকা। ৩৬৫ দিন মেয়াদের এয়ারটেলের ১৮৪৯ টাকা, ভি-আইয়ের ১৮৪৯ টাকা এবং ৩৩৬ দিন মেয়াদের জিওর ১৭৪৮ টাকা। ডাটাযুক্ত এবং ডাটাবিহীন প্যাকের তুলনা করলে দেখা যাচ্ছে নামমাত্র পয়সা দিয়ে ডাটার সুবিধা নেওয়া যাচ্ছে। অর্থাৎ ডাটার চেয়ে ভয়েসের মূল্য বেশি। যেখানে ৮৪ দিনের মেয়াদে ভিআইয়ের প্যাকে ৩৯ টাকা এবং এয়ারটেলের প্যাকে ১২১ টাকা বেশি দিয়ে ডাটার সুবিধা নেওয়া যাচ্ছে।

Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

5 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

9 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

9 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

12 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

12 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

14 hours ago