ট্রান্সফরমার সংস্কারে বিপুল ব্যয়, সতর্কবার্তা কর্তৃপক্ষের!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের
বিদ্যুৎ দুর্ভোগের বড়ো কারণ ট্রান্সফরমার সংক্রান্ত সমস্যা। মূলত ট্রান্সফরমার বিপত্তির কারণেই ভোক্তাদের বিপাকে পড়তে হয়।আর এই সার কথাটা ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ নিগমের প্রধান বিশ্বজিৎ বসুর কাছে পরিষ্কার হয়ে গেছে। ফলে তিনি নিগমের ব্যবস্থাপক অধিকর্তার দায়িত্ব পাওয়ার পর থেকেই ট্রান্সফরমার নিয়ে খোঁজ খবর করতে শুরু করেন। চালান তৎপরতা। নিগম অভ্যন্তরের খবর অন্তত এমনই।
এমতাবস্থায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের উদ্যোগে দুই দিনের কর্মশালা শুরু হয়েছে। সোমবার,২৯ জুলাই থেকে প্রজ্ঞা ভবনের শুরু হয় এই কর্মশালা।চলবে মঙ্গলবার, ৩০ জুলাই পর্যন্ত। কর্মশালায় প্রধানত ট্রান্সফরমারের উপর আলোকপাত করা হয়েছে বলে জানা যায়। উদ্বোধনী দিনের মতো শেষ দিনেও ট্রান্সফরমারের উপরই কর্মশালায় মূল দৃষ্টি নিবদ্ধ করা হবে বলে সূত্রের বক্তব্য। কর্মশালার প্রথম দিনে ট্রান্সফরমারের সুরক্ষা সহ এর ব্যবহারের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা চলেছে। বলা হয়েছে, কী ভাবে এর কার্যক্ষমতা দীর্ঘদিন ধরে রাখা যায়।এই প্রসঙ্গে রাজ্যে বিদ্যুৎ সরবরাহের প্রশ্নে ট্রান্সফরমারের দিকটি তুলে ধরা হয়। আলোচনা করা হয় এর কারণ নিয়ে। উল্লেখিত কর্মশালায় রাজ্য বিদ্যুৎ নিগমের তৃণমূল স্তর থেকে মাঝারি স্তরের প্রকৌশলীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। তবে এই কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরে প্রচলিত রীতি অনুযায়ী উপেক্ষিত থেকে গেছে সমস্যার মূল দিকটি।
আসলে রাজ্যে ট্রান্সফরমার সংস্কার ঘিরে জম্পেশ কামাই বাণিজ্য চলে আসছে দীর্ঘদিন আগে থেকে।গত প্রায় দুই দশক ধরে এই বাণিজ্য জাঁকিয়ে বসলেও ছয় থেকে সাত বছর ধরে তা প্রায় নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে।এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ দুর্ভোগ। পাশাপাশি জনগণ তথা বিদ্যুৎ ভোক্তাদের রাজস্বের অর্থ কার্যত জলে যাওয়ার অবস্থা হয়ে দাড়িয়েছে।ট্রান্সফরমার সংস্কার চলছে কার্যত কাগজেপত্রে।এর ফাঁক দিয়ে এই সংস্কার কাজে নিয়োজিত একাংশ ঠিকাদারি ব্যবসার মাধ্যমে মোটা অঙ্ক কামাই করে চলছে।
এর পরিনামে হিসাবে নির্দিষ্ট সাব স্টেশনে একদিন পর পর তিন থেকে চারবার ট্রান্সফরমার বদলের ঘটনা ঘটছে।তার মধ্যে আবার সদ্য মেরামত করা ট্রান্সফরমারও রয়েছে।দেখা যায় ট্রান্সফরমার বসানো মাত্র বিকট শব্দ করে সেটি বিকল হয়ে পড়েছে।এমন ঘটনা ঘটছে খোদ রাজ্যের রাজধানী শহর আগরতলায়।রয়েছে উল্টো নজিরও। আগরতলা শহরে দক্ষিণাংশের ট্রান্সফরমার প্রায় পঞ্চাশ বছর ধরে কাজ করে চলেছে। ১৯৭৫ সালে নির্মিত এবং তদানীন্তন রাজ্য বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে কেনা ট্রান্সফরমারটি এখন পর্যন্ত মোটামুটি নির্বিঘ্নে কাজ করছে।এই সময়ে বেশ কয়েকবার সংস্কার করতে হয়েছে এর।প্রায় প্রতিবারই সংস্কারের পর দীর্ঘদিন কার্যকারিতা বজায় রেখেছে এটি।কারণ প্রায় প্রতিবার যথাযথ সংস্কার হয়েছে এর। হয়েছে উপযুক্ত পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ। আবার এমন বহু ট্রান্সফরমার রয়েছে যেগুলি বসানো মাত্র বিকট শব্দ করে বিকল হয়ে পড়েছে। এমন ঘটনাই ঘটছে বেশি। আসল ঘটনা হলো ট্রান্সফরমার মেরামতি সহ এগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে সেভাবে নজর নেই। তা ছাড়া নিগমের একাংশ এ নিয়ে ব্যস্ত থাকছে কামাইয়ে। তাতে বাড়ছে জটিলতা ও বিপদ। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর ট্রান্সফরমারের তেল বদলে দিতে হয়। নজর রাখতে হয় • অন্যদিকে। নাট, বল্টু ইত্যাদি নিয়ম করে পরীক্ষা করতে হয়। পরীক্ষা করতে হয় • ট্রান্সফরমারের বজ্র নিরোধক ব্যবস্থা তথা এল এর। ব্যবহার করতে হয় গুণগত • মানের সামগ্রী। বেশিরভাগ ক্ষেত্রে এই এই সব বিষয়ে ঘাটতি রয়েছে বলে জানা যায়।ট্রান্সফরমার যথাযথ ভাবে রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণ না করে অনেকেরই নজর • থাকে এর সংস্কারের প্রতি। অভিযোগ তেমন করতে পারলে ঘুর পথে নিজের * পকেটে মোটা অঙ্ক চলে আসে। এ ভাবে ট্রান্সফরমার সংস্কারের নামে শুধু জোড়া দেওয়া কারবার চলছে বলে খবর। এ নিয়ে নেই উপযুক্ত তদারকি। বেসরকারী ঠিকাদার সংস্থার মাধ্যমে সংস্কারের নামে দায়সারা কাজ করা হয়। বিভিন্ন স্তরে । নিজেদের লোক হিসাবে পরিচিতরা বসে থাকায় তাদের তাতে কোনও বিপদ হয় না। উল্টে মুনাফা হয়ে চলেছে।এর বিনিময়ে সংস্কারের পর ট্রান্সফরমারের মেয়াদ তথা ওয়ারেন্টি দেওয়া হয় মাত্র ছয় মাস। আর এই সময়ের মধ্যে ট্রান্সফরমার বিকল হলেও তার খোঁজ । রাখার কেউ থাকে না। ক্ষেত্র বিশেষে বিষয়টি কারও নজরে এলেও দায়সার চেষ্টায় থাকে ঠিকাদার সংস্থা। আর এই ক্ষেত্রে ট্রান্সফরমার ঠিকাদার সংস্থা আনা নেওয়া বাবদ বিপুল অর্থ খরচ হয় নিগমের। সূত্রের বক্তব্য অনুসারে কোনও • ট্রান্সফরমার সংস্কারের পর মাত্র ছাত্র মাস হতে পারে না কিছুতেই। এর মেয়াদ থাকা উচিৎ যন্ত্রপাতি ভেদে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত। এ দিকে এখন পর্যন কারও নজর পড়েনি তেমন ভাবে। নিগমের বর্তমান ব্যবস্থাপক অধিকর্তার প্রতি ঠিকঠাক ভাবে নজর হতে পারে বিপুল অঙ্কের সাশ্রয়। দুর্ভোগ লাঘব হতে ভোক্তাদের। কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরে পরোক্ষে। এ সব প্রসঙ্গ উঠে এসে বলে নিগম সূত্রের খবর। জানা গেছে, নিগম কর্তৃপক্ষ এনিয়ে সংশ্লিষ্ট সবাইে সতর্ক করে দিয়েছে।

Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

12 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

12 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

12 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

13 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

13 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

13 hours ago