ট্রাফিক ব্যর্থতায় চরম অব্যবস্থা রাজপথজুড়ে
ত্রিপুরা ট্রাফিকের বদান্যতায় চরম অব্যবস্থার অভিযোগ উঠছে রাজধানী জুড়ে । দুর্গাপুজোর মরশুমে রাজধানীতে কেনাকাটিতে ব্যস্ত আবালবৃদ্ধবনিতার ভিড় উপচে আসছে রাজপথে । অবস্থা আরও গুরুতর হয়ে উঠছে যখন শাওয়ারির খুঁজে তিন চাকার রিকশা , ই – রিকশা এবং অটো রাস্তার মাঝে দাঁড়িয়ে যানজটের সৃষ্টি করছে অহরহ । বিশেষ করে রাজধানীর হরিগঙ্গা বসাক রোডে হকার্স কর্নারের সামনে কোনওরকম ট্রাফিক তদারকির অভাবে গুরুতর আকার ধারণ করছে পরিস্থিতি । দেখা যাচ্ছে , স্বাভাবিক সময় থেকে চারগুণ সময় লেগে যাচ্ছে দোকানি এবং পার্কিংয়ের কারণে সংকীর্ণ হওয়া সড়কটির এমাথা থেকে ওমাথা যেতে। কালেভদ্রে প্রশাসনের তরফে লোক দেখানো উচ্ছেদ অভিযান চালানো হলেও সারা বছর ফুটপাথ দখল করে দোকান চালানো ব্যবসায়ীদের কৃপায় পথচারীরা মূলত হাঁটে মূল রাস্তা ধরেই । তারমধ্যে কাগজে কলমে নো পার্কিং জোনে রাখা বাইকের সারি অদৃশ্য ধৃতরাষ্ট্র ট্রাফিক কর্মী এবং আধিকারিকদের চোখে । যদিও সরকারী বেতনভুক্ত ট্রাফিক কর্মীদের চোখে পথচারীদের দুর্ভোগ চোখে পড়ার কথাও নয় । একই চিত্র লক্ষ্য করা যায় শহরে বিভিন্ন নো পার্কিং জোনগুলিতে । বিশেষ করে কামান চৌমুহনী থেকে মহারাজগঞ্জ যাওয়ার রাস্তাটি । নো পার্কিং হওয়া সত্ত্বেও দিনভর মুটেদের মাল উঠানো নামানোর জেরে পথ চলা দুষ্কর হয়ে পড়ে সড়কটিতে । তারমধ্যে গোটা রাস্তায় ছড়ানো যত্রতত্র পার্কিং করা ছোট বড় যানবাহন । আবার জনগণকে নো পার্কিং জোন সম্পর্কে অবহিত না করেই বিভিন্ন সড়কে হঠাৎ হঠাৎ কুম্ভকর্ণের ন্যায় সক্রিয় হয়ে উঠে ট্রাফিক কর্তারা । দেখা যাচ্ছে ; রাজধানীর বিভিন্ন নো পার্কিং জোনগুলিই পরিবর্তিত হয়ে গেছে অঘোষিত পার্কিং জোনে । হোক সে বিভিন্ন বাজার এলাকা বা হোক নেতাজী চৌমুহনী থেকে পোস্ট অফিসে , আগরতলা হাসপাতাল থেকে আরএমএস , কামান চৌমুহনী থেকে পোস্ট অফিসে বা হোক কামান চৌমুহনী থেকে মহারাজগঞ্জ বাজার। ২০১৯ – এ উচ্চ আদালতের আদেশের ভিত্তিতে তৎকালীন জেলাশাসক সঞ্জীব মাহাত্মের পার্কিং জোন এবং নো পার্কিং জোনের বিজ্ঞপ্তি যেন প্রহসনে পরিণত ট্রাফিক দপ্তরের কল্যাণে । তবে কী কারণে চোখ থেকেও গান্ধারীর ন্যায় চোখ ঢেকে বসে ট্রাফিক দপ্তর তা বোধগম্য হচ্ছে না সাধারণ যানচালক সহ পথচলতি জনগণের ।