ট্রাফিক ব্যর্থতায় চরম অব্যবস্থা রাজপথজুড়ে

এই খবর শেয়ার করুন (Share this news)

ত্রিপুরা ট্রাফিকের বদান্যতায় চরম অব্যবস্থার অভিযোগ উঠছে রাজধানী জুড়ে । দুর্গাপুজোর মরশুমে রাজধানীতে কেনাকাটিতে ব্যস্ত আবালবৃদ্ধবনিতার ভিড় উপচে আসছে রাজপথে । অবস্থা আরও গুরুতর হয়ে উঠছে যখন শাওয়ারির খুঁজে তিন চাকার রিকশা , ই – রিকশা এবং অটো রাস্তার মাঝে দাঁড়িয়ে যানজটের সৃষ্টি করছে অহরহ । বিশেষ করে রাজধানীর হরিগঙ্গা বসাক রোডে হকার্স কর্নারের সামনে কোনওরকম ট্রাফিক তদারকির অভাবে গুরুতর আকার ধারণ করছে পরিস্থিতি । দেখা যাচ্ছে , স্বাভাবিক সময় থেকে চারগুণ সময় লেগে যাচ্ছে দোকানি এবং পার্কিংয়ের কারণে সংকীর্ণ হওয়া সড়কটির এমাথা থেকে ওমাথা যেতে। কালেভদ্রে প্রশাসনের তরফে লোক দেখানো উচ্ছেদ অভিযান চালানো হলেও সারা বছর ফুটপাথ দখল করে দোকান চালানো ব্যবসায়ীদের কৃপায় পথচারীরা মূলত হাঁটে মূল রাস্তা ধরেই । তারমধ্যে কাগজে কলমে নো পার্কিং জোনে রাখা বাইকের সারি অদৃশ্য ধৃতরাষ্ট্র ট্রাফিক কর্মী এবং আধিকারিকদের চোখে । যদিও সরকারী বেতনভুক্ত ট্রাফিক কর্মীদের চোখে পথচারীদের দুর্ভোগ চোখে পড়ার কথাও নয় । একই চিত্র লক্ষ্য করা যায় শহরে বিভিন্ন নো পার্কিং জোনগুলিতে । বিশেষ করে কামান চৌমুহনী থেকে মহারাজগঞ্জ যাওয়ার রাস্তাটি । নো পার্কিং হওয়া সত্ত্বেও দিনভর মুটেদের মাল উঠানো নামানোর জেরে পথ চলা দুষ্কর হয়ে পড়ে সড়কটিতে । তারমধ্যে গোটা রাস্তায় ছড়ানো যত্রতত্র পার্কিং করা ছোট বড় যানবাহন । আবার জনগণকে নো পার্কিং জোন সম্পর্কে অবহিত না করেই বিভিন্ন সড়কে হঠাৎ হঠাৎ কুম্ভকর্ণের ন্যায় সক্রিয় হয়ে উঠে ট্রাফিক কর্তারা । দেখা যাচ্ছে ; রাজধানীর বিভিন্ন নো পার্কিং জোনগুলিই পরিবর্তিত হয়ে গেছে অঘোষিত পার্কিং জোনে । হোক সে বিভিন্ন বাজার এলাকা বা হোক নেতাজী চৌমুহনী থেকে পোস্ট অফিসে , আগরতলা হাসপাতাল থেকে আরএমএস , কামান চৌমুহনী থেকে পোস্ট অফিসে বা হোক কামান চৌমুহনী থেকে মহারাজগঞ্জ বাজার। ২০১৯ – এ উচ্চ আদালতের আদেশের ভিত্তিতে তৎকালীন জেলাশাসক সঞ্জীব মাহাত্মের পার্কিং জোন এবং নো পার্কিং জোনের বিজ্ঞপ্তি যেন প্রহসনে পরিণত ট্রাফিক দপ্তরের কল্যাণে । তবে কী কারণে চোখ থেকেও গান্ধারীর ন্যায় চোখ ঢেকে বসে ট্রাফিক দপ্তর তা বোধগম্য হচ্ছে না সাধারণ যানচালক সহ পথচলতি জনগণের ।

Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

4 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

11 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

13 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

13 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

13 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

14 hours ago