যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন ( এফবিআই ) । সোমবার ফ্লোরিডার পাম বিচ শহরের মার – এ – লাগোতে এই অভিযান চালায় সংস্থাটি । এদিকে , নিজের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি অভিযানের এই তথ্য নিজেই সামনে এনেছেন ট্রাম্প । মঙ্গলবার ( ৯ আগষ্ট ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স । প্রতিবেদনে বলা হয়েছে , এফবিআই এজেন্টরা সোমবার নিজের মা – এ লাগো এস্টেটে অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প । এমনকি কোনও ধরনের অনুমতি ছাড়াই এই অভিযান চালানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি । রয়টার্স বলছে , ফ্লোরিডার এই বাড়িতে প্রাক্তন এই মার্কিন প্রেসিডেন্ট অফিসিয়াল প্রেসিডেন্সিয়াল রেকর্ডস সরিয়ে রেখেছেন বলে যে কথা শোনা যায় এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের তদন্তের সঙ্গে এই অভিযানের সম্ভবত সংযোগ থাকতে পারে । যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অবশ্য এই অভিযানের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে । এছাড়া ওয়াশিংটনে এফবিআই’র সদর দপ্তর এবং মিয়ামিতে অবস্থিত সংস্থাটির ফিল্ড অফিসও ট্রাম্পের বাড়িতে অভিযানের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে । তবে ট্রাম্পের বিরুদ্ধে চলমান তদন্ত সম্পর্কে জানেন এমন দুই অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস জানিয়েছে , প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে ট্রাম্প নিজের সাথে করে হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার এই রিসোর্টে নিয়ে আসা কয়েক বাক্স নথির খোঁজ পেতেই এই তল্লাশি চালানো হয়েছে । বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী – ট্রাম্প বলছেন , মার – এ – লাগো এস্টেস্টটি ‘ বর্তমানে অবরুদ্ধ , এটি দখল করা হয়েছে এবং অভিযান চালানো হচ্ছে ‘। তবে কেন সেখানে অভিযান চালানো হয়েছে তা তিনি উল্লেখ করেননি । এফবিআইয়ের অভিযান শুরুর পর ট্রাম্প বলেন , ‘ সংশ্লিষ্ট সরকারী সংস্থাগুলোর সাথে কাজ করার এবং সহযোগিতা করার পরও আমার বাড়িতে এই অঘোষিত অভিযান চালানোর কোনও প্রয়োজনীয়তা ছিল না । তারা এমনকি কোনও অনুমতি না নিয়েই আমার বাড়িতে প্রবেশ করেছে ! ’ এদিকে , আরেক মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে , এফবিআইয়ের অভিযানের সময় ট্রাম্প তার এই বাড়িতে ছিলেন না । তবে এফবিআই সেখানে প্রবেশের জন্য একটি সার্চ ওয়ারেন্ট নিয়েছিল । এছাড়া অজ্ঞাত দু’টি সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও বলছে , গোপন নথি খুঁজে পেতেই এই অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য , যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষের পর হোয়াইট হাউস ছেড়ে ২০২১ সালের জানুয়ারী মাস থেকে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ দ্বীপের মার – এ – লাগো ভবনটিকে স্থায়ী আবাস হিসেবে ব্যবহার করছেন । নিউইয়র্ক পোস্টসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল , সমুদ্র তীর ঘেঁষা এই বাড়িটি বরাবরই ট্রাম্পের খুব প্রিয় । প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের চার বছর এই ভবনে অনেক সময় কাটিয়েছেন তিনি । প্রতিবছর যুক্তরাষ্ট্রের দীর্ঘ শীতকালের প্রায় পুরো সময় এই ভবনে কাটানোর কারণে অনেকেই মাব – এ – লাগোকে ‘ শীতকালীন হোয়াইট হাউস ’ নামও দিয়েছিলেন। অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার আগে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে সপরিবারে থাকতেন ডোনাল্ড ট্রাম্প । ২০১৯ সালের সেপ্টেম্বরে সেখানকার আবাস গুটিয়ে মার – এ – লাগোতে স্থায়ীভাবে বসবাসের যাবতীয় প্রস্তুতি শেষ করেছিলেন তিনি । মূল এটিই এখন ট্রাম্পের আবাসস্থল । ফ্লোরিডার দ্বিতীয় বৃহত্তম ভবন হিসেবে স্বীকৃতি মার – এ লাগোতে ১২৮ টি কক্ষ ছাড়াও রয়েছে কুড়ি হাজার বর্গফুটের নাচঘর , পাঁচটি টেনিস কোর্ট এবং সুবৃহৎ একটি সুইমিং পুল । আর একটি উল্লেখযোগ্য দিক হলো – ভবনটি থেকে সরাসরি আটলান্টিক মহাসাগরের সৌন্দর্য উপভোগ করা যায় । ১৯৮৫ সালে পুরনো এ স্থাপনাটি কেনার পর তাতে ব্যাপক সংস্কার করেন ট্রাম্প । ফ্লোরিডার যে এলাকা মার – এ – লাগোর অবস্থান , সেই হিসেবে বর্তমানে ভবনটির আর্থিক মূল্য প্রায় ১৬ কোটি ডলার বলে ২০২১ সালের শুরুতে জানিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…