Categories: বিদেশ

ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি!

এই খবর শেয়ার করুন (Share this news)

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন ( এফবিআই ) । সোমবার ফ্লোরিডার পাম বিচ শহরের মার – এ – লাগোতে এই অভিযান চালায় সংস্থাটি । এদিকে , নিজের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি অভিযানের এই তথ্য নিজেই সামনে এনেছেন ট্রাম্প । মঙ্গলবার ( ৯ আগষ্ট ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স । প্রতিবেদনে বলা হয়েছে , এফবিআই এজেন্টরা সোমবার নিজের মা – এ লাগো এস্টেটে অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প । এমনকি কোনও ধরনের অনুমতি ছাড়াই এই অভিযান চালানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি । রয়টার্স বলছে , ফ্লোরিডার এই বাড়িতে প্রাক্তন এই মার্কিন প্রেসিডেন্ট অফিসিয়াল প্রেসিডেন্সিয়াল রেকর্ডস সরিয়ে রেখেছেন বলে যে কথা শোনা যায় এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের তদন্তের সঙ্গে এই অভিযানের সম্ভবত সংযোগ থাকতে পারে । যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অবশ্য এই অভিযানের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে । এছাড়া ওয়াশিংটনে এফবিআই’র সদর দপ্তর এবং মিয়ামিতে অবস্থিত সংস্থাটির ফিল্ড অফিসও ট্রাম্পের বাড়িতে অভিযানের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে । তবে ট্রাম্পের বিরুদ্ধে চলমান তদন্ত সম্পর্কে জানেন এমন দুই অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস জানিয়েছে , প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে ট্রাম্প নিজের সাথে করে হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার এই রিসোর্টে নিয়ে আসা কয়েক বাক্স নথির খোঁজ পেতেই এই তল্লাশি চালানো হয়েছে । বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী – ট্রাম্প বলছেন , মার – এ – লাগো এস্টেস্টটি ‘ বর্তমানে অবরুদ্ধ , এটি দখল করা হয়েছে এবং অভিযান চালানো হচ্ছে ‘। তবে কেন সেখানে অভিযান চালানো হয়েছে তা তিনি উল্লেখ করেননি । এফবিআইয়ের অভিযান শুরুর পর ট্রাম্প বলেন , ‘ সংশ্লিষ্ট সরকারী সংস্থাগুলোর সাথে কাজ করার এবং সহযোগিতা করার পরও আমার বাড়িতে এই অঘোষিত অভিযান চালানোর কোনও প্রয়োজনীয়তা ছিল না । তারা এমনকি কোনও অনুমতি না নিয়েই আমার বাড়িতে প্রবেশ করেছে ! ’ এদিকে , আরেক মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে , এফবিআইয়ের অভিযানের সময় ট্রাম্প তার এই বাড়িতে ছিলেন না । তবে এফবিআই সেখানে প্রবেশের জন্য একটি সার্চ ওয়ারেন্ট নিয়েছিল । এছাড়া অজ্ঞাত দু’টি সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও বলছে , গোপন নথি খুঁজে পেতেই এই অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য , যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষের পর হোয়াইট হাউস ছেড়ে ২০২১ সালের জানুয়ারী মাস থেকে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ দ্বীপের মার – এ – লাগো ভবনটিকে স্থায়ী আবাস হিসেবে ব্যবহার করছেন । নিউইয়র্ক পোস্টসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল , সমুদ্র তীর ঘেঁষা এই বাড়িটি বরাবরই ট্রাম্পের খুব প্রিয় । প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের চার বছর এই ভবনে অনেক সময় কাটিয়েছেন তিনি । প্রতিবছর যুক্তরাষ্ট্রের দীর্ঘ শীতকালের প্রায় পুরো সময় এই ভবনে কাটানোর কারণে অনেকেই মাব – এ – লাগোকে ‘ শীতকালীন হোয়াইট হাউস ’ নামও দিয়েছিলেন। অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার আগে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে সপরিবারে থাকতেন ডোনাল্ড ট্রাম্প । ২০১৯ সালের সেপ্টেম্বরে সেখানকার আবাস গুটিয়ে মার – এ – লাগোতে স্থায়ীভাবে বসবাসের যাবতীয় প্রস্তুতি শেষ করেছিলেন তিনি । মূল এটিই এখন ট্রাম্পের আবাসস্থল । ফ্লোরিডার দ্বিতীয় বৃহত্তম ভবন হিসেবে স্বীকৃতি মার – এ লাগোতে ১২৮ টি কক্ষ ছাড়াও রয়েছে কুড়ি হাজার বর্গফুটের নাচঘর , পাঁচটি টেনিস কোর্ট এবং সুবৃহৎ একটি সুইমিং পুল । আর একটি উল্লেখযোগ্য দিক হলো – ভবনটি থেকে সরাসরি আটলান্টিক মহাসাগরের সৌন্দর্য উপভোগ করা যায় । ১৯৮৫ সালে পুরনো এ স্থাপনাটি কেনার পর তাতে ব্যাপক সংস্কার করেন ট্রাম্প । ফ্লোরিডার যে এলাকা মার – এ – লাগোর অবস্থান , সেই হিসেবে বর্তমানে ভবনটির আর্থিক মূল্য প্রায় ১৬ কোটি ডলার বলে ২০২১ সালের শুরুতে জানিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস ।

Dainik Digital

Recent Posts

দেবালয় রক্ষা পায় না!!

আয়তনের দিক থেকে বিশ্বের ৩৩ম বৃহত্তম দেশ পাকিস্তান।কিন্তু ঋণের জালে জর্জরিত পাকিস্তান দেশটির আর্থিক অবস্থা…

40 mins ago

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড!!

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

14 hours ago

সব রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশ কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…

14 hours ago

পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ!!

অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…

14 hours ago

৩ ঘণ্টা না পেরোতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের!

অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…

15 hours ago

ফের চারধাম যাত্রায় হেলিকপ্টার সার্ভিস চালু!!

অনলাইন প্রতিনিধি :-ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনার কারণে, নিরাপত্তার জন্য চারধামে হেলিকপ্টার পরিষেবা বন্ধ…

17 hours ago