সম্প্রতি মুক্তি পেল সুদীপ দাসের ছবি ‘ কুলের আচার ‘ – এর ট্রেলার । ছোট ছোট হাসি আনন্দ , বিরোধ , বিবাদ নিয়ে গড়ে ওঠা একটা পরিবারের গল্প এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক । কিছুদিন আগেই এই ছবির ‘ ভুল করেছে ভুল ‘ গানটি মুক্তি পেয়েছে । গানটি দর্শকদের মনে বেশ সাড়া জাগায় । প্রথমবার এই ছবিতে জুটি বাঁধছেন মধুমিতা সরকার আর বিক্রম চ্যাটার্জী । ছবির ট্রেলার মুক্তির পরও ইউটিউবে কমেন্টে ভরিয়ে দিয়েছে ভিউয়াররা । কমেন্টে কেউ লিখেছেন , ছবির ট্রেলারটা দারুণ লেগেছে । বিক্রম ও মধুমিতার জুটিটা দারুণ ! আশা করছি , বেশ ভাল হবে ছবিটা । কেউ আবার ট্রেলার দেখে মধুমিতা , ইন্দ্রাণীর জুটিটারও প্রশংসা করেছেন । তবে বেশির ভাগ কমেন্টেই ভিউয়াররা লিখেছেন ছবিটা দেখার অপেক্ষার আছেন তারা । মানুষের জীবনে সুখ – দুঃখ সবই সাময়িক । কোনও কিছুই স্থায়ী নয় । সবই পদ্মপাতার জলের মতোই অস্থায়ী । আর এই ছোট ছোট সুখ – দুঃখ নিয়েই সিনেমা ‘ কুলের আচার ‘ ।
শোনা যাচ্ছে , পরিচালক সুদীপ দাসের এই সিনেমার গল্প , নতুন বিয়ে করে আসা বউমার পদবী বদল নিয়ে । পদবী বদল নিয়ে শ্বশুরের সঙ্গে মতান্তর হয় বউমার । কীভাবে পদবী বদল নিয়ে মতভেদ পরিবারের মধ্যে চলে আসে সেটা ট্রেলারের টুকরো দৃশ্যে দর্শকরা দেখেছেন । ট্রেলার দেখে বোঝা যায় , বউমার পদবী বদলের লড়াইয়ে কোথাও নিজেকে সামিল করে নেন শাশুড়িও । বিক্রম – মধুমিতার কেমিস্ট্রির সঙ্গে এই ছবিতে দেখা যাবে শাশুড়ি – বউমার চরিত্রে ইন্দ্রাণী হালদার ও মধুমিতা সরকারের রসায়নও । এই ছবি দিয়ে বহু বছর পর ইন্দ্রাণী হালদারকে বড়পর্দায় দেখা যাবে , যা দর্শকদের কাছে বড় পাওনা । এসভিএফ ব্যানারে তৈরি ‘ কুলের আচার ‘ আগামী ১৫ জুলাই মুক্তি পেতে চলেছে ।
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…
অনলাইন প্রতিনিধি :-আগরতলাগভর্নমেন্ট কলেজের আসন সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৩ করা হয়েছে ইতিমধ্যেই। আইজিএম হাসপাতালে…
অনলাইন প্রতিনিধি :-শারদউৎসব সম্পন্ন হওয়ার পর সামান্য দেরি হলেও বৃহস্পতিবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল পদে নিয়োগ বিশবাঁও জলে। দু'বছর আগে রাজ্য সরকারের…
ভারত বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক বদলায়নি। তবে। দুই দেশের মধ্যেকার কূটনৈতিক আদানপ্রদান কমিয়াছে। ফলে দুই…