ঠাকুর ঘরের ছাদ থেকে উদ্ধার অজগর!!!
অনলাইন প্রতিনিধি || বুধবার সকাল দশটা নাগাদ ধর্মনগর পদ্মপুর মহাদেব বাড়ি রোডস্থিত উত্তম পালের বাড়ির ঠাকুর ঘরের ছাদ থেকে একটি বড় মাপের অজগর উদ্ধার হয়। বাড়ির এক মহিল সদস্যা সকালে ঠাকুর ঘরের পাশে জল আনতে গেলে হঠাৎ তিনি দেখেন, ঠাকুর ঘরের উপরে কিছু একটা শব্দ হচ্ছে। তিনি চোখ ফিরে থাকাতেই দেখতে পান এই অজগর সাপটিকে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই প্রচুর লোকজন উত্তম পালের বাড়িতে ভিড় জমায়। খবর যায় বন দপ্তর ও সংবাদ মাধ্যমে। পরবর্তীতে সাপটিকে উদ্ধার করতে মাঠে নামে ধর্মনগর বন দপ্তর। বাড়ি ভর্তি লোকজন দেখে সাপটি ভয় পেয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। সকাল দশটা নাগাদ ঠাকুর ঘরের ছাদ থেকে বনদপ্তরের এক কর্মী ও এক সাংবাদিকের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় অজগর সাপটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে অজগর সাপটিকে নিয়ে যাওয়া হয় ধর্মনগর বন দপ্তরে। ধর্মনগর বন দপ্তরের রেঞ্জার হেমন্ত দেবনাথ জানিয়েছেন, উদ্ধার হওয়া অজগর সাপটি লম্বায় সাত থেকে আট ফুট হবে এবং ওজন চৌদ্দ থেকে পনেরো কেজি। পরবর্তীতে অজগর সাপটিকে পানিসাগর মহকুমার রৌয়া অভয়ারণ্যে প্রকৃতির কোলে ছেড়ে দেওয়া হয়েছে।