ঠোঙার মতো দেখতে ব্যাগ, দাম ২ লাখ ৮০ হাজার টাকা!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-দূর থেকে দেখে মনে হবে যেন বাদামি রঙের মোটা কাগজের তৈরি বড় ঠোঙা। কেউ অবশ্য বটুয়াও বলতে পারেন। আদতে এটি হল চামড়ার একটি ব্যাগ। সাদামাঠা দেখতে এই ব্যাগের ভারতীয় মুদ্রায় দাম ২ লাখ ৮০ হাজার টাকা। মূল দাম ৩০০০ মার্কিন ডলার। এর পোশাকি নাম স্যান্ডউইচ ব্যাগ। স্ট্যান্ডউইচ ব্যাগ বলতে যা এই বোঝায়, তা হল খয়েরি রঙের। তার মোটা কাগজের ঠোঙা। আর ও তার মুখখানি মুড়ে যেন নীল রঙের মোটা সেলোটেপে আটকানো। আসলে এই ব্যাগটি তৈরি করেছে বিশ্বের অন্যতম দামি এবং বিলাসবহুল ফরাসি ফ্যাশন সংস্থা লুই ভিতোঁ। ইংরেজি হরফে ‘এলভি’ লেখা মনোগ্রামটি হল এই ব্র্যান্ডের ফ্যাশন স্টেটেমন্ট। গত ৪ জানুয়ারী লুই ভিতোঁ এই অভিনব ব্যাগ নিজেদের ওয়েবসাইটে বিক্রি করা শুরু করেছে। সেখানেই জানা গেছে ব্যাগটির দাম ৩০০০ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা। এছাড়া বিশ্বের পঞ্চাশটি দেশে সংস্থার ৪৬০টি স্টোর থেকে অফলাইনে একই দামে এটি বিক্রি হচ্ছে। বিজ্ঞাপনে বলা হয়েছে, স্যান্ডউইচ বা অন্য কোনও মূল্যবান জিনিসগুলি সুরক্ষিত রাখার জন্য এই ব্যাগ আদর্শ। তবে তাদের স্যান্ডউইচ ব্যাগটি সাধারণ কাগজের নয়। হুবহু একইরকম ব্যাগ তারা তৈরি করেছে মহার্ঘ চামড়া দিয়ে। তবে ব্যাগের দাম শুনে কার্যত মাথা ঘুরে গেছে অনেকের। লুই ভিতোঁর ওই ব্যাগটি তৈরি করেছেন সংস্থার পুরুষদের। ফ্যাশন বিভাগের ক্রিয়েটিভ ডিরেক্টর ফ্যারেল উইলিয়াম। এই বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের হয়ে নিজের প্রথম যে সমস্ত ডিজাইন প্রকাশ করেছিলেন তিনি, তারই একটি এই স্যান্ডউইচ ব্যাগ। ৩০ সেন্টিমিটার দীর্ঘ, উচ্চতায় ২৭ সেন্টিমিটার। প্রস্থে ১৭ সেন্টিমিটার। এক কথায় ব্যাগটির আয়তন ছোটখাটো। ভিতরে দু’টি পকেট রয়েছে। এ ছাড়া চেইন দেওয়া একটি পকেটও আছে ভিতরে। এই স্যান্ডউইচ ব্যাগে আবার লুই ভিতোঁর ঐতিহ্যবাহী প্রতীক ‘মেজন ফন্দে এন ১৮৫৪’ লেখাও রয়েছে বলে সম্ভাব্য ক্রেতাদের লুব্ধ করেছে সংস্থাটি। এই ব্যাগের ছবি-সহ তার দাম লেখা ওয়েবসাইটের পাতাটি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেখানে বহু মানুষ ব্যাগটি প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন ব্যবহারকারী এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা উৎপাদিত বলে মন্তব্য করেছেন। আবার একজন হাস্যকরভাবে মন্তব্য করেছেন, ‘এটি দেখে ম্যাক ডোনাল্ডসের পণ্যের প্যাকিং মনে হচ্ছে।’ কেউ কেউ দাম নিয়ে বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন, অতি- ধনীদের বোকা বানানোর এ এক অভিনব কৌশল।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

3 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

4 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

5 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

5 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

6 hours ago

দাঁতের গর্ত এবং ক্ষয় এড়াতে সঠিক মাজন ব্যবহার করুন!!

অনলাইন প্রতিনিধি :-মু 'খের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ না দেওয়া এবং অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাবার বা…

6 hours ago