ডম্বুর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে রাজ্যপাল!!
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রথম ও একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র গোমতি হাইডেল প্রজেক্ট পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। হাইডেল প্রজেক্টটি ঘুরে দেখার পর তীর্থমুখ মেলার মাঠে গোমতী জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে একটি সভায় মিলিত হন রাজ্যপাল। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা সহ ডম্বুর জলাশয় ও গোমতী নদীর জলকে কাজে লাগিয়ে কি কি উন্নয়ন কাজ করা যায় তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন। বিভিন্ন দপ্তরের কি কি পরিকল্পনা রয়েছে সে বিষয়ে অবগত হন রাজ্যপাল।