অনেকদিন ধরেই দর্শকরা অপেক্ষা রয়েছেন সপ্তাশ্ব বসুর পরিচালিত ছবি ‘ডাঃ বক্সী’র। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আগামী মাসেই। ছবির প্রথম পোস্টার দেখার পর থেকেই এই ছবি ঘিরে একটা কৌতূহল রয়েছে দর্শকদের মনে। তবে সম্প্রতি কৌতূহলটা আরেকটু বাড়িয়ে দিয়েছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্যারেক্টার টিজার পোস্ট করেন অভিনেত্রী নিজেই। সেখানে লিখেছেন, ‘এক লেখিকা যে তার নিজের উপন্যাসের দুঃস্বপ্নে নিজেই বন্দি। নিয়ে এলাম ডাঃ বক্সী’র মৃণালিনীকে। প্রথম ঝলক টিজার রইল’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির টিজার। তার ওপরে নায়িকার এই চমক ছবির গল্প জানার আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দিয়েছে দর্শকদের। টিজার দেখে এখন পর্যন্ত গল্পের যতটা জানা গেছে, তাতে ছবিতে শুভশ্রী একজন ভ্রমণকাহিনি রচয়িতার চরিত্রে অভিনয় করছেন। বেড়াতে গিয়ে সমস্যায় পড়ে সেই চরিত্র। নিজের বইয়ের প্রধান চরিত্র মূলত লেখিকার আদলেই তৈরি। ছবিতে ডাঃ বক্সির চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। শুভশ্রী পরমব্রত ছাড়াও ছবিতে নজর কাড়ছেন বনি সেনগুপ্ত। কারণ এই ছবিতে জেল থেকে মুক্তি পাওয়া অপরাধীর চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। প্রথমবার একজন খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বনিকে। ছবিতে শ্রদ্ধার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মাহি করকে। এই সব চরিত্রকে নিয়েই তৈরি হবে এক রহস্যের গল্প। যার সমাধান ঘটবে ‘ডাঃ বক্সি’ ওরফে পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অরিন্দম। গত ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হয় ছবি মুক্তির তারিখ। শোনা যাচ্ছে, ৪ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। প্রসঙ্গত, পরিচালক সপ্তাশ্ব বসুর আগের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’-তে ডাঃ বক্সীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। সেই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছিলেন সায়নী ঘোষ, সৌরভ দাসের মতো অভিনেতারা। ‘প্রতিদ্বন্দ্বী’তে দেখা যায় ডাঃ বক্সীর জন্য প্রাণ বাঁচে অনেক সাধারণ মানুষের। ডাঃ বক্সীর উদ্দেশ্য মহৎ হলেও তার কাজ করার পদ্ধতি ছিল অনৈতিক। ফলে এখান থেকেই দানা বাঁধে প্রশ্ন, যখন একজন মানুষ বৃহত্তর স্বার্থের জন্য কিছু মহৎ কাজ করে তখন তার কাজের পদ্ধতির সঙ্গে কি নৈতিকতা ও অনৈতিকতার প্রশ্ন জড়িয়ে রাখা উচিত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আবারও পর্দায় ডাঃ বক্সীকে ফেরাচ্ছেন পরিচালক সপ্তাশ্ব বসু।
বাংলাদেশে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা গেছিল, চট্টগ্রামে বা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে কেউ একটি…
অনলাইন প্রতিনিধি :-৩ ডিসেম্বর বিকেলে ধলাই জেলার গন্ডাতুইসা মহকুমার নারিকেলকুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট ২০২৪'র…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেএডিসির মান উন্নয়নে সরাসরি অর্থ প্রদানের দিকেই এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের…
অনলাইন প্রতিনিধি :-শতবর্ষের বেশি প্রাচীন রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ভিএম নাম পরিবর্তনে আইজিএম হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোর…
অনলাইন প্রতিনিধি :-ঘটনাটি ঘটেছে কাটোয়ার গাফুলিয়া দাস পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলেই মঙ্গলবার সকাল…
অনলাইন প্রতিনিধি :-" INDIAN CHANGEMAKERS AWARD 2024 " শীর্ষক জাতীয় পুরষ্কারে ভূষিত হলো দেশের উত্তর…