ডাক্তার নিগ্রহ বন্ধ হোক।

এই খবর শেয়ার করুন (Share this news)

হাসপাতালে বিভিন্ন ঘটনায় প্রায়শই চিকিৎসক নিগ্রহের ঘটনা আজকাল আখছার ঘটছে। বিভিন্ন রাজ্যের সাথে এ রাজ্যেও এই ঘটনা দিনদিনই বাড়ছে। অতি সম্প্রতি কৈলাসহরের সিঙ্গিরবিলে একটি হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনা গোটা সমাজকে নাড়া দিয়েছে। চিকিৎসক মহল সহ সকলেই ভাবিত এই ঘটনা কবে বন্ধ হবে। চিকিৎসকদের উপর আক্রমণের ঘটনা কোন মতেই বাঞ্ছনীয় নয়। তবুও মাঝেমধ্যে চিকিৎসককে মারধোর, মাথা ফাটিয়ে দেওয়া, কিল ঘুসি মারা- আকছারই ঘটে। এ রাজ্যে প্রধান প্রধান হাসপাতালগুলিতে যেমন মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটে। তেমনি মফস্সলের বিভিন্ন হাসপাতালেও এই ধরনের ঘটনা ঘটে।ডাক্তারদের সমাজের চোখে ভগবান হিসাবে ভাবা হয়। সাধারণ মানুষ মনে মনে পোষণ করে যে, ডাক্তারের কাছে জাদুর কাঠি রয়েছে। সেই জাদুর কাঠি ছুঁয়ে দিলেই বুঝি সব রোগ ভালো হয়ে যাবে। তাহলেই ডাক্তার ভালো। মানুষের চোখে ডাক্তার ভগবান। সেই ভাবনা থেকে এখনও মানুষ মনে করে একবার ডাক্তারের কোর্টে নিয়ে বল ফেলে দিলে তিনি কিছু একটা করবেন। তার কাছে অলৌকিক ক্ষমতা রয়েছে। এরপর যদি সেই রোগী মারা যায় বা রোগীকে অন্যত্র রেফার করার প্রয়োজন হয় সেইমাত্র সাধারণ মানুষের চোখে ডাক্তার অনেকাংশেই ভিলেন বনে যান। শেষপর্যন্ত সব রাগ গিয়ে পড়ে বেচারা ডাক্তারের উপর।চিকিৎসকের উপর রাগ করার আগে কিছু বিষয়ে আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। যেমন যে হাসপাতালে আমি যাচ্ছি সেই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামো রয়েছে কিনা। সেই চিকিৎসক রোগীকে সেই হাসপাতালের নিরিখে চিকিৎসা পরিষেবা দেবার অবস্থানে রয়েছেন কিনা ইত্যাদি।কৈলাসহরের সিঙ্গিরবিলে কণিকা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসক নিগ্রহের যে ঘটনা ঘটেছে ২ দিন আগে তাতে হাসপাতালের পরিকাঠামোগত ঘাটতি দায়ী বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। কেননা যান দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত উন্নততর চিকিৎসার জন্য অন্যত্র রেফার করার প্রয়োজন হয়, কিন্তু অ্যাম্বুলেন্স খারাপ। স্বাস্থ্য দপ্তরের অবশ্যই গাফিলতি এটি।এটা মানতেই হবে।কেন অ্যাম্বুলেন্স খারাপ এজন্য চিকিৎসককে প্রহার কোন মতেই কাম্য নয়। আমজনতা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি হিসাবে তখন চিকিৎসককে পেয়ে যান হাতের কাছে।এই অ্যাম্বুলেন্স খারাপের জের এসে পড়ে ডাক্তারের উপর। ফলস্বরূপ ডাক্তার নিগৃহীত হয়েছেন।এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থা দীর্ঘদিন ধরে প্রশ্নের মুখে। মফস্সলে মাঝেমধ্যে ২/৩ টি বিচ্ছিন্ন সাফল্যের সংবাদ বাদ দিলে মফসসলের চিকিৎসাব্যবস্থা বলতে অবশিষ্ট আর কিছু নেই।শুধু ঝাঁ চকচকে বিল্ডিং করলেই চিকিৎসা পরিষেবা উন্নত হয় না। দরকার প্রয়োজনীয় চিকিৎসক নার্স, প্যারামেডিক্স সহ সংশ্লিষ্ট সব ধরনের চিকিৎসা পরিকাঠামো। যার অভাব রাজ্যের সর্বত্র ফলে চিকিৎসার জন্য রাজধানীমুখী মানুষজন। আর রাজধানীর মানুষ কলকাতা, দিল্লী, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যঙ্গালুরুমুখী। এটাই বাস্তব চিত্র এ রাজ্যের। বিশ্বাস করতেও কষ্ট হয়, রাজধানীর আইজিএম হাসপাতাল থেকে ও জিবি হাসপাতাল রোগী রেফার করা হয় প্রায়শই।অথচ আইজিএমে সব ডিসিপ্লিনই বর্তমানে রয়েছে।এই বাস্তব অবস্থার উপর দাঁড়িয়ে চলছে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা।এর উপর যা কিছু ও রয়েছে মফস্সলে যারা স্বাস্থ্য পরিষেবাকে টিকিয়ে রাখতে চাইছেন, সিঙ্গিরবিলের কনিকা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনা তাতে নি:সন্দেহে ধাক্কা খাবে।চিকিৎসক এবং রোগী তথা সাধারণ মানুষের মধ্যে কোন জায়গায় ‘গ্যাপ’ থাকলেও মাঝেমধ্যে এই ধরনের ঘটনা হয়। নেতামন্ত্রীরা প্রায়শই তাদের ভাষণে বলে থাকেন যে, চিকিৎসকদের মানবিক হতে হবে। রোগীর কথা তাদের শুনতে হবে, তাদের পরিবার পরিজনদের কথা শুনতে হবে। তাদের বোঝাতে হবে। এ নিয়ে অনেক সময় ঝামেলা হয়। তবে কৈলাসহরের চিকিৎসক নিগ্রহের ঘটনার ৪৮ ঘন্টা কেটে গেলেও চিকিৎসক মুখ্যমন্ত্রী এ ঘটনায় প্রকাশ্যে কোন প্রতিক্রিয়া জানাননি।তেমনি কোন চিকিৎসক সংগঠন এর প্রতিক্রিয়া দেয়নি। তবে স্বাস্থ্যসচিব কৈলাসহর গিয়ে বৈঠক করেছেন।কিন্তু সেই বৈঠকের ফল কি তা কেউ জানে কী না। কৈলাসহরের চিকিৎসক নিগ্রহ কাণ্ডের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যান দুর্ঘটনায় জড়িত চালকের গ্রেপ্তারি। চিকিৎসক নিগ্রহ কাণ্ডে এফআইআর হয়েছে কিনা তাও অজানা। অবিলম্বে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসক নিগ্রহ বন্ধে সরকারকে কড়া মনোভাব পোষণ করা প্রয়োজন ভবিষ্যতের জন্য।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

22 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

22 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

22 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

22 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago