ডাক্তার শূন্য ইএসআই, দুর্ভোগ চরমে!

 ডাক্তার শূন্য ইএসআই, দুর্ভোগ চরমে!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-নেতা মন্ত্রীদের ভাষণে চিকিৎসা পরিষেবা উন্নত হলেও তার বাস্তব চিত্র অন্য কথাই বলছে।বিভিন্ন অভিযোগ নিয়ে প্রায় প্রতিনিয়তই সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে রাজ্যের বর্তমান স্বাস্থ্য পরিসেবা।এবার রাজ্য শ্রম দপ্তরের অধীনে থাকা ইএসআই হাসপাতালের পরিসেবা নিয়েও উঠল বড় ধরনের প্রশ্ন।বুধবারও এমনই এক চিত্র ধরা পড়ল রাজধানী আগরতলার শ্যামলী বাজার স্থিত ইএসআই ডিসপেনসারিতে।গত দু’দিন যাবত ডিসপেনসারিতে চিকিৎসক নেই বলে অভিযোগ।জানা গেছে, তিনজন চিকিৎসক ছিলেন এই ডিসপেনসারিতে। কিন্তু দু’জন কোনো এক অজ্ঞাত কারণবশত চাকরি ছেড়ে চলে যান। ফলে বর্তমানে শুধুমাত্র একজন মহিলা চিকিৎসক এখানে কর্মরত রয়েছেন। কিন্তু একা উনার পক্ষে এই ডিসপেনসারি পরিচালনা করা সম্ভব হচ্ছে না তাই বিরক্ত হয়ে তিনি বাড়ি চলে যান। ফলে দু’দিন ধরে রোগীদের দুর্ভোগ চরমে উঠেছে।উল্লেখ্য বুধবার সকাল থেকে রোগী ও রোগীর পরিবার দূরদূরান্ত থেকে এই ইএসআই ডিসপেনসারিতে এসে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে থাকে। কিন্তু চিকিৎসকের দেখা মেলেনি।অবশেষে একপ্রকার বাধ্য হয়ে তারা বাড়ি ফিরে যায়।এছাড়াও আরও অভিযোগ রয়েছে যে, প্রতি মাসে বেতন থেকে ইএসআই এর টাকা কেটে নেওয়া হলেও ওষুধের দোকানগুলো থেকে যে বিনামূল্যে ওষুধ পাওয়ার কথা সেগুলোও পাওয়া যাচ্ছে না। অভিযোগ,ওষুধের বকেয়া বিল পড়ে আছে যা এখনো মেটানো হয়নি সরকারের তরফে।তাই বিনামূল্যে ওষুধ প্রদান বন্ধ করে দিয়েছে ওষুধের দোকানগুলো।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.