Categories: খেলা

ডাক পেলো ৩৯ ক্রিকেটার

এই খবর শেয়ার করুন (Share this news)

মাঝে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আগামী সোমবার (১০ অক্টোবর) থেকে অনূর্ধ্ব পঁচিশ ক্রিকেটারদের ক্যাম্প শুরু হচ্ছে। এবার শুরু হচ্ছে স্কিল ক্যাম্প। অর্থাৎ ব্যাট বলের প্রস্তুতি। গত ত্রিশ সেপ্টেম্বর ফিটনেস ক্যাম্পে উত্তীর্ণ হওয়াদের নিয়েই এবার স্কিল ক্যাম্প শুরু হচ্ছে। নভেম্বরের কুড়ি তারিখ থেকে ত্রিবান্দ্রামে অনূর্ধ্ব পঁচিশ দলের একদিনের টুর্নামেন্ট শুরু হবে। হাতে ভালো সময়ই রয়েছে। তবে স্কিল ক্যাম্পের নামে অযথা বেশি সময় না করে ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ খেলানোর ব্যবস্থা করলেই মঙ্গল। কারণ এই ক্যাম্প ক্যাম্প খেলার কুফল কিন্তু কী হতে পারে তার জলজ্যান্ত উদাহরণ সদ্য পণ্ডিচেরীতে জুনিয়র মহিলা দলের পাঁচ খেলায় পাঁচটিতে পরাজয় লজ্জা। অতীতে যা কোনওদিন হয়নি এবার তাই হলো। তাই এর থেকে যদি এখন শিক্ষা না নেয় তাহলে অনূর্ধ্ব পঁচিশ দলের জন্যও সুখকর হবে না। আজ অনূর্ধ্ব পঁচিশ ক্রিকেটারদের স্কিল ক্যাম্পে ঊনচল্লিশজন ক্রিকেটারকে ডাকা হয়েছে। যার মধ্যে আটজন সিনিয়র দলের সঙ্গে মুস্তাক আলি টুর্নামেন্টে ব্যস্ত। তারা জয়পুরে টুর্নামেন্ট শেষ করে স্কিল ক্যাম্পে যোগ দেবে। স্কিল ক্যাম্পে যারা ডাক পেলো : শ্যামসাকিল গণ, অরিন্দম বর্মণ, কিষান মুড়াসিং, ঋতুরাজ দেবনাথ, রিয়াজ উদ্দিন, শুভম সূত্রধর, বাবুল দে, সাহিল সুলতান, সায়ন্তন দেববর্মা, বিজয় বিশ্বাস, রিতায়ন দে, বিজয় রায়, অপূর্ব বিশ্বাস, তন্ময় ঘোষ, কাজল সূত্রধর, ভিকি সাহা, জয়দেব দেব, আবু তাহের, সুজিত চন্দ্র দেব, সৌরভ দাস, মনির হোসেন, শ্রীদাম পাল, বিক্রম কুমার দাস, অর্কপ্রভ সিন্হা, পল্লব দাস, চন্দন রায়, শারুক হোসেন, শঙ্কর পাল, বিক্রম দেবনাথ, তন্ময় দাস, ইন্দ্ৰজিৎ দেবনাথ, অমরেশ দাস, স্বরাব সাহানি, অর্জুন দেবনাথ, তাপস মণ্ডল, পারভেজ সুলতান, দীপায়ন দেববর্মা, সন্দীপ সরকার ও সেন্টু সরকার। ক্রিকেটারদের সোমবার বিকাল চারটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে। কোচ জয়ন্ত দেবনাথ, ধনঞ্জয় দে। ট্রেনার অচিন্ত চক্রবর্তী ও অজয় পাল । চিকিৎসক দেবরাজ দত্ত। যে আটজন পরে যোগ দেবে এরা হলো : শ্রীদাম পাল, শঙ্কর পাল, বিক্রম কুমার দাস, অর্কপ্রভ সিন্হা, শারুক হোসেন, বিক্রম দেবনাথ, পারভেজ সুলতান ও সন্দীপ সরকার।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

20 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

21 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

21 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

21 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

21 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

21 hours ago