ডানার প্রভাবে আগরতলা রুটে বিমান পরিষেবা বিঘ্নিত, দুর্ভোগ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ডানা ঘূর্ণিঝড়ের কারণে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা পরিষেবা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বন্ধ থাকায় আগরতলা- কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে বিমান পরিষেবা প্রচণ্ডভাবে ব্যাহত হয়।সেই কারণে সন্ধ্যা রাতের ইন্ডিগোর ১৮০ আসনে দু’টি এয়ারবাসের উড়ান বাতিল করা হয়েছে।এ দিন সকালে কলকাতা থেকে ৭৮ আসনের দু’টি এটিআর বিমান আগরতলা এমবিবি বিমানবন্দরে এলেও পরে কলকাতায় ফিরে যায়নি। দু’টি বিমান বন্দরে দাঁড় করিয়ে রাখা হয়েছে।বিমান উড়ান বিঘ্নিত হওয়ায় আটক বিমান যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।এদিকে আগামী ১ডিসেম্বর থেকে আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে থেকে এয়ার ইন্ডিয়ার বিমান গুটিয়ে নেওয়ার ঘোষণার পর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার কলাকাতায় ডানা ঘুর্ণিঝড়ের সতর্কতায় ও বিমান উড়ানে ঝুঁকি ও বিপদ এড়াতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ১৫ ঘন্টা কলকাতা বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।সেই কারণে বৃহস্পতিবার ইন্ডিগোর সন্ধ্যায় ও রাতের শেষ বিমানের উড়ান বাতিল করা হয়।কলকাতা থেকে এসে ১৮০ আসনের একটি এয়ারবাস রাত ৭ টা ৪০ মিনিটে কলকাতায় উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল। অপর আরও একটি ১৮০ আসনের এয়ারবাস কলকাতা থেকে এসে রাত ৮ টা ১০ মিনিটে কলকাতার উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল।কিন্তু কলকাতা বিমানবন্দর সন্ধ্যা ৬ টা থেকে বন্ধ হয়ে যাওয়ায় ইন্ডিগোর এই দু’টি বিমানই বাতিল করা হয়।এই দু’টি বিমান কলাকান থেকেও আগরতলায় আসেনি।বাতিল দুই এয়ারবাস বিমানের আটক যাত্রীদের যাতায়াতে শুক্রবার ও শনিবারে ইন্ডিগোর নির্ধারিত বিমানগুলিতে টিকিট বুকিং করে দেওয়া হয়েছে।সকালে কলকাতা থেকে আগরতলায় এসে ৭৮ আসনের দুটি এটিআর বিমান আটকে পড়ে। কলকাতায় আবহাওয়া শুক্রবার ভালো হলে আটকে পড়া দু’টি এটিআর বিমান যাত্রী নিয়ে কলকাতায় যাবে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর বন্ধ রাখায় সিদ্ধান্ত নেওয়া হলেও এই সময়ের মধ্যে ডানামুক্ত হয়ে আবহাওয়া ভালো হলে তারপরই কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা চালু হবে।আবহাওয়া ভালো না হলে কলকাতা বিমানবন্দর আরও বেশি সময় থাকতে পারে বলে বিমানবন্দর সূত্রের খবর। ফলে শুক্রবার সকালের দিকে বেলা ৯ টার পরও কলকাতা বিমানবন্দর চালু না হলে আগরতলা- কলকাতা রুটের উভয় দিকে বিমান চলাচল শুরু হতে অনেক বিলম্ব হতে পারে বলেও বিমানবন্দরের এক আধিকারিক জানান।এদিকে এয়ার ইন্ডিয়া আগামী ১ ডিসেম্বর ত্রিপুরা আকাশ থেকে পাকাপাকিভাবে উড়ান গুটিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই রুটে ১৮২ আসনের একটি বোয়িং বিমান দিয়েছে।
বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস এই ঘোষণা দিয়ে টিকিট বুকিং নেওয়া শুরু করেছে।বিমানটি কলকাতা থেকে আইএক্স ১৫৭০ বেলা ১ টা ৩৫ মিনিটে রওয়ানা হয়ে আগরতলা পৌছবে ২ টা ২৫ মিনিটে।ফিরতি বিমানটি আইএক্স- ১৫৭১ আগরতলা থেকে বিকাল ৩ টা ০৫ মিনিটে কলকাতায় রওয়ানা হবে।কলকাতায় পৌঁছবে বিকাল ৪ টা ১৫ মিনিটে। প্রসঙ্গত, দু’মাস আগে এয়ার ইন্ডিয়া নি এক্সপ্রেস এই রুটে সকালের দিকে ১৮২ আসনের আরও একটি বোয়িং বিমান চালু করেছে।

Dainik Digital

Recent Posts

ভোটে জিতেই ‘সোনার আমেরিকা’ স্বপ্ন ট্রাম্পের!!

অনলাইন প্রতিনিধি :-ফের মার্কিন মসনদের দখল নিলেন ডোনাল্ড ট্রাম্প। 'বুধবার ফ্লরিডার পাম বিচে বিজয়ী ভাষণে'…

7 hours ago

মৌনং সম্মতি লক্ষণম্!!

প্রশ্ন বিবিধ।অথচ উত্তর অজানা।কারণ, উত্তরদাতা মৌন।রাজনীতির আঙিনায় 'মৌন' শব্দটি শুনলে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র…

8 hours ago

ট্রাম্পকে অভিনন্দন মোদির!!

অনলাইন প্রতিনিধি :-মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিয়েছেন রিপাবলিকান প্রার্থী…

9 hours ago

বিশালগড়ে যাত্রীবাহী বাসে হামলা, ছিনতাই, মারধর!!

অনলাইন প্রতিনিধি :-যাত্রীবাহী বাস আটক করে এক মহিলা যাত্রীর কাছ থেকে নগদ টাকা, হার ছিনতাই…

9 hours ago

মণ্ডলে মণ্ডলে ক্ষমতার বিরোধ অস্বস্তি বাড়ছে শাসকদলের!!

অনলাইন প্রতিনিধি :-কয়েকটি মণ্ডল (বিধানসভা)বাদে অধিকাংশ মণ্ডলেই ক্ষমতার দখল নিয়ে শাসকদলে রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়েছে।গত…

10 hours ago

মধুমেয় রোগ কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন!!

ডায়াবেটিস বা মধুমেহ আজকের সমাজে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে পরিচিত।এই রোগটি ধীরে ধীরে বাড়ছে…

1 day ago