ডাবল ইঞ্জিনের উন্নত সড়ক!!
রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আর সেই সরকারের গ্রামীণ যোগাযোগ ব্যবস্হার নমুনা দেখে অনেকেরই চোখ কপালে উঠছে। রাস্তাতো নয় যেন মরণ ফাঁদ। আর এই ফাঁদেই জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে নিত্যদিন চলতে হচ্ছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে অম্পিনগর-গন্ডাছড়া রাস্তার অম্পিনগর কমিউনিটি হলের সামনে থেকে বিশ কিলো পাড়া পর্যন্ত, দীর্ঘ চল্লিশ কিলোমিটার রাস্তা দীর্ঘ বছর ধরেই বেহাল অবস্থা হয়ে আছে। রাস্তাটির রক্ষনা বেক্ষনের দায়িত্বে থাকা এনবিসিসি নির্মান সংস্থার কর্মকর্তাদের কোন প্রকার কার্যকরী ভূমিকা নেই। স্হানীয় প্রশাসনেরও কোনও হেলদোল নেই। এনবিসিসি’র কর্মকর্তাদের বর্তমানে খুঁজে পাওয়াই মুশকিল। অভিযোগ এনবিসিসি’র ঠিকাদাররা রাস্তা নির্মানে ডিপিআর অনুযায়ী কাজ করেনি। তাছাড়া নিন্মমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণ করেছে। যে কারনে প্রায় পনেরো বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সংশ্লিষ্ট রাস্তাটি পুর্ত দপ্তরের নিকট অদ্যাবধি হস্তান্তর করতে পারেনি নির্মান সংস্থার কর্মকর্তারা। ফলে সীমাহীন ভোগান্তির শিকার সাধারণ মানুষ।