ডাবল ইঞ্জিনে বিপাকে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা!!
রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে রাজ্যের সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের বহিঃ রাজ্যে পাঠানো হয়েছে ডি এল এড কোর্স করার জন্য। কিন্তু শর্ত অনুযায়ী দপ্তর কলেজ কর্তৃপক্ষকে টাকা দেয়নি। তাই কলেজ কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের সার্টিফিকেট আটকে রেখেছে। ফলে চরম বিপাকে রাজ্যের ছাত্র ছাত্রীরা। এই অভিযোগ নিয়ে গত বেশ কয়েকদিন ধরে রাজ্যের প্রচুর ছাত্র ছাত্রী সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে চক্কর কাটছে। কিন্তু কেউ তাদের কথা কানে তুলছে না।
২০১৯ সালে ডি এল এড কোর্স করার জন্য রাজ্য সরকারের সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে প্রায় ৭৮ জন ছাত্রছাত্রীকে কলকাতার খড়গপুর একটি বেসরকারি B.ED ট্রেনিং কলেজে পাঠানো হয়েছিল। মাঝে কোভিডের কারণে সব কিছু আটকে যায়। এর পর দুই বছরের কোর্স সম্পূর্ণ হওয়ার পরেও কলেজ কর্তৃপক্ষ তাদেরকে সার্টিফিকেট ও মার্কশিট প্রদান করছে না ।কলেজের বক্তব্য, ত্রিপুরা সরকারের সংখ্যালঘু দপ্তর নাকি তাদের টাকা পরিশোধ করেনি। মঙ্গলবার ছাত্রছাত্রীরা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অধিকর্তা ও সহকারী অধিকর্তার সাথে দেখা করেন এবং তারা যেন কিছুদিনের ভিতরেই সার্টিফিকেট পেতে পারেন সে ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার অনুরোধ করেন।