দৈনিক সংবাদ অনলাইনঃ অমরপুর-অম্পিনগর ভায়া তেলিয়ামুড়া সড়কের বামপুর বাজার সংলগ্ন সমতল পাড়া এলাকায় মূল সড়কের বেশকিছু অংশের সাইড ভেঙ্গে দুর্ঘটনা প্রবন হয়ে আছে। তাছাড়াও সড়কের মাঝে বড়বড় গর্ত হয়ে ওইসব গর্তে বৃষ্টির জল জমে বেহাল অবস্থা। সড়কের দুই পাশের বাসিন্দারা সড়কের গা ঘেঁষে অবৈজ্ঞানিক ভাবে পুকুর খননের কারনে সড়কটির দুই সাইড ভেঙ্গে গিয়ে বিপজ্জনক হয়ে গেছে বলে এলাকাবাসীদের অভিযোগ। আর মাস কয়েক পরপর জোরা তাপ্পি মেরে সড়ক সংস্কারের নামে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।
বিগত এক বছর ধরেই সড়কটি বিপজ্জনক অবস্থায়। অথচ সড়ক সংস্কারের দায়িত্বে থাকা নির্মান সংস্থার কর্মকর্তাদের কার্যকরী কোন পদক্ষেপ নেই। যতদিন সড়কটির রক্ষনাবেক্ষনের দায়িত্ব অমরপুর পুর্ত দপ্তরের হাতে ছিল, ততদিন সড়কটি ভালোই ছিল। বর্তমানে রাজ্য সরকার সড়কটি সংস্কারের দায়িত্ব পুর্ত দপ্তর থেকে সড়িয়ে এনএইচআইডিসিএল নির্মান সংস্থার কাছে হস্তান্তর করে দেয়। এরপর থেকেই ওই সড়কে নিত্য যাতায়াতকারী যানবাহন চালক সহ পথচারিদের দুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন তেলিয়ামুড়া থেকে অম্পিনগর,তৈদু হয়ে অমরপুর সহ পুরো গোমতী জেলায় ও দক্ষিন জেলার মধ্যে শতাধিক দূরপাল্লার মালবাহী এবং যাত্রিবাহী যানবাহন চলাচলা করে। কিন্তু বেহাল সড়কের কারনে যানবাহন চালক ও পথচারিরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে। ফলে সংশ্লিষ্ট সকলের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সাধারণ পথচারীদের প্রশ্ন বড়সড় দুর্ঘটনা হলে তার দায় নেবে কে?
অনলাইন প্রতিনিধি :-ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী তে ১৯৮৪-এর শিখ ধর্মাবলম্বী বাবা যশবন্ত সিং ও ছেলে…
'প্রতিবেশী' এই শব্দটির মানে অর্থ কি? খুব সহজ করে বললে,এর উত্তর হচ্ছে 'নিজের কাছাকাছি বা…
অনলাইন প্রতিনিধি :-আমেরিকা প্রথম থেকেই দাবি করে আসছে যে,চিন থেকেই ছড়াতে শুরু করেছিল করোনাভাইরাস।আমেরিকা এমনও…
অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশেআইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে।একথা স্বীকার করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে দেশের…
অনলাইন প্রতিনিধি :-অবশেষে বেকার বিক্ষোভের চাপে ফের চাকরির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করতে বাধ্য হলো ত্রিপুরা…
অনলাইন প্রতিনিধি :-ব্যাঙ্কগুলিকে ইতিবাচক হতে হবে।ঋণ প্রদান করা থেকে শুরু করে নানা ক্ষেত্রে সহজ ও…