দৈনিক সংবাদ অনলাইনঃ অমরপুর-অম্পিনগর ভায়া তেলিয়ামুড়া সড়কের বামপুর বাজার সংলগ্ন সমতল পাড়া এলাকায় মূল সড়কের বেশকিছু অংশের সাইড ভেঙ্গে দুর্ঘটনা প্রবন হয়ে আছে। তাছাড়াও সড়কের মাঝে বড়বড় গর্ত হয়ে ওইসব গর্তে বৃষ্টির জল জমে বেহাল অবস্থা। সড়কের দুই পাশের বাসিন্দারা সড়কের গা ঘেঁষে অবৈজ্ঞানিক ভাবে পুকুর খননের কারনে সড়কটির দুই সাইড ভেঙ্গে গিয়ে বিপজ্জনক হয়ে গেছে বলে এলাকাবাসীদের অভিযোগ। আর মাস কয়েক পরপর জোরা তাপ্পি মেরে সড়ক সংস্কারের নামে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।
বিগত এক বছর ধরেই সড়কটি বিপজ্জনক অবস্থায়। অথচ সড়ক সংস্কারের দায়িত্বে থাকা নির্মান সংস্থার কর্মকর্তাদের কার্যকরী কোন পদক্ষেপ নেই। যতদিন সড়কটির রক্ষনাবেক্ষনের দায়িত্ব অমরপুর পুর্ত দপ্তরের হাতে ছিল, ততদিন সড়কটি ভালোই ছিল। বর্তমানে রাজ্য সরকার সড়কটি সংস্কারের দায়িত্ব পুর্ত দপ্তর থেকে সড়িয়ে এনএইচআইডিসিএল নির্মান সংস্থার কাছে হস্তান্তর করে দেয়। এরপর থেকেই ওই সড়কে নিত্য যাতায়াতকারী যানবাহন চালক সহ পথচারিদের দুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন তেলিয়ামুড়া থেকে অম্পিনগর,তৈদু হয়ে অমরপুর সহ পুরো গোমতী জেলায় ও দক্ষিন জেলার মধ্যে শতাধিক দূরপাল্লার মালবাহী এবং যাত্রিবাহী যানবাহন চলাচলা করে। কিন্তু বেহাল সড়কের কারনে যানবাহন চালক ও পথচারিরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে। ফলে সংশ্লিষ্ট সকলের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সাধারণ পথচারীদের প্রশ্ন বড়সড় দুর্ঘটনা হলে তার দায় নেবে কে?
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে ত্রিপুরা রাজ্যে মুক্তির জন্য যে রাস্তা তৈরি করেছি সেই রাস্তাকে আরও…
অনলাইন প্রতিনিধি :-কৃষিকাজে বহুল ব্যবহৃত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারে স্পেশাল ভর্তুকি রবি ও বোরো…
অনলাইন প্রতিনিধি :-রবিবারও ঘন কুয়াশার জেরে ভোগান্তি অব্যাহত রইল। ৬টি বিমান বাতিল হয়েছে। ১২৩টি বিমানের…
অনলাইন প্রতিনিধি :-ঘন কুয়াশার দাপটে ব্যাহত দিল্লি-সহ উত্তর ভারত। স্তব্ধ বিমান থেকে ট্রেন পরিষেবা। শনিবার…
অনলাইন প্রতিনিধি :- কৈলাসহরে ফার্মেসির আড়ালে চলছে চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিক সহ রক্ত ও অন্যান্য পরীক্ষা।…
ভারতে বিরোধী দলীয় রাজনীতিতে, ইন্ডিয়া জোটের কেন্দ্রীয় চরিত্র কংগ্রেসকে নিয়ে শরিকদের মধ্যে টানাপোড়েন বাড়ছে। সর্বশেষ…