ডিএ, চাকরি নিয়ে সরব সুদীপ বর্মণ

এই খবর শেয়ার করুন (Share this news)

সাড়া দেশ জুড়ে অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে । দেশে চলছে লুটপাটের সরকার । আক্রান্ত সংবাদ মাধ্যম। সংবিধানের উপর আঘাত । দেশে দ্রব্যমূল্যের চরম রাজ্য ঊর্ধ্বগতি । সরকারের এই সমস্ত ব্যর্থতা ঢাকতে নয়া কৌশল নিয়েছে কেন্দ্রের মোদি সরকার ।
মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে নিয়েছে অপপ্রয়াস । ধর্মের জিগির দিয়ে মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নিতে উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার । এই সমস্ত কিছু গটআপ । বিজেপি দেশ শাসন করতে জানে না । কংগ্রেসকে দুর্বল করে দিতেই নানা কৌশল নিয়েছে বিজেপি । সোমবার সন্ধ্যায় ৩০ বাগমা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত বাগমা বাজারে এক সভায় এই কথাগুলি বলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ । ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির যোগদান সভায় বিকাশ দে মঞ্চে এই আলোচনা সভায় কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ আরও বলেন , দেশবাসী এখন বুঝতে পারছে মোদি সরকারের ৮ বছরে দেশের কোনও কল্যানমুলক প্রকল্প গ্রহণ করেনি দেশের মোদি সরকার । ২০১৪ সালের তৎকালীন কংগ্রেস সরকারের দেওয়া প্রকল্পের শুধু নাম পরিবর্তন করে দিয়েছে বিজেপি সরকার।

সুদীপবাবু দেশের গদি মিডিয়ার সমালোচনা করেন । তিনি বলেন , সংবিধানের উপর আঘাত | প্রতিবাদ করলে রাজ্যের জেলে পাঠিয়ে দিয়েছে । রাজ্যের বিজেপি সরকারের সমালোচনা করে সুদীপবাবু বলেন , রোজভ্যালির টাকার কেন তদন্ত হলো না । ২০১৮ সালের নির্বাচনের আগে বিজেপি দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে , রাজ্যে একটি দুর্নীতি মুক্ত সরকার দেবে । কোথায় দুর্নীতি মুক্ত সরকার । সবক্ষেত্রেই দুর্নীতি চলছে । সপ্তম পে কমিশন কোথায় । ৩১ শতাংশ ডি এ বকেয়া । ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য ও বর্তমান মুখ্যমন্ত্রীর চাকরির তথ্যে ব্যাপক ফারাক । রাজ্যের শিক্ষিত বেকারদের কি কোনও সরকারী চাকরি হয়েছে । রাজ্যের বিজেপি জোট সরকারের এই সময়ে রাজ্যে কয়টা শিল্প হয়েছে । প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরার করুণ দশা । পুলিশ যে নেশা সামগ্রী উদ্ধার করেছে সেগুলি কোথায় যাচ্ছে ? প্রশ্ন তোলেন সুদীপবাবু । এতো গাঁজা কোথায় নষ্ট হচ্ছে । কোথায় যাচ্ছে । সুদীপবাবুর দাবি রাজ্যের যুবকদের ভুল পথে পরিচালিত করছে বিজেপি সরকার । রাজ্যের বিদ্যুৎ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সুদীপবাবু । তিনি অভিযোগ করেন , রাজ্যের গ্রাম পাহাড়ে খাদ্যের অভাব । রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসার বেহাল অবস্থা । শিক্ষা , যোগাযোগ সব ক্ষেত্রেই চলছে এক অরাজকতা । তিনি অভিযোগ করেন , রাজ্যে তুঘলকি রাজত্ব চলছে । সমাজের কোনও অংশের মানুষ খুশি নয় । এখন ভাবনার সময় এসেছে । একবার কংগ্রেসকে সুযোগ করে দিন । একমাত্র কংগ্রেস সকলের জন্য ভাবে ।

কংগ্রেস সকলকে বুকে আগলে ধরে । কংগ্রেসকে শক্তিশালী করা মানে গণতন্ত্রকে শক্তিশালী করা । তিনি বলেন , আমরা মুখ্যমন্ত্রী বা উপ মুখ্যমন্ত্রীর জন্য রাজনীতি করি না। প্রধান বক্তার ভাষণে প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা বলেন , প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিষয়ে কেন এতো বড় সুশাসককে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত হয়েছে । উন্নয়নের নামে রাজ্যের সর্বনাশ করে দিয়েছে সরকার । সেই মুখ্যমন্ত্রীকে আজ রাজ্যে পাওয়া যাচ্ছে না । তিনি বলেন , বিজেপি সরকারের রাজ্যে ধস নামছে । এখনো সময় আছে । বিপ্লব বাবুর নামে কি প্রকাশ হচ্ছে রাজ্যের সংবাদ মাধ্যমে । প্রত্যাশার অপমৃত্যু হয়েছে । মিথ্যা মামলা দিয়ে সেই পথ তৈরি হয়েছে । প্রস্তুত থাকতে হবে । রাজ্যের রেগার অর্থ গায়েব । উন্নয়নের নামে নিম্ন মানের কাজ । রাজ্যের মানুষ এই জনবিরোধী সরকারের পরিত্রাণের উপায় চাইছে । উপ নির্বাচনেই এই ফল হবে । যদি সাহস থাকে এবার উপ নির্বাচনে মানুষের গণতন্ত্রের অধিকার চুরির চেষ্টা করলে প্রতিরোধ করা হবে।আশীষবাবুর দাবি , যেই রাজনৈতিক দলের কোনও দিশা নেই – আদর্শ নেই । সেই দলের উপর মানুষের কোনও আস্থা নেই । এই সরকার থেকে মানুষ মুক্তি চায় । এই কংগ্রেস দলই মুক্তির কান্ডারী । এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস ইন চার্জ – সযারিতা লাইতফিয়াং , নেতা টিটন পাল , অভিজিত সরকার প্রমূখ । এই সভায় টিটন পালের নেতৃত্বে ১৬৭ জন বিজেপি দল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছে । তাদের বরণ করে নেন কংগ্রেস দলের নেতৃবৃন্দ।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

10 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

10 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

10 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

10 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago