ডিগ্রি কলেজে ত্রুটিপূর্ণ ভর্তি প্রক্রিয়া, বিপাকে ছাত্র-ছাত্রীরা

এই খবর শেয়ার করুন (Share this news)

এ বছরও সাধারণ ডিগ্রি কলেজে ভর্তির নামে হয়রানি অব্যাহত রয়েছে । ফলে রাজ্যের ২২ টি সাধারণ ডিগ্রি কলেজে প্রথমবর্ষে ভর্তির প্রত্যাশী হাজার হাজার ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছে । তাই এই শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্নের মুখে রাজ্য সরকার ও উচ্চশিক্ষা দপ্তর । অভিযোগ , চার বছর ধরে ত্রুটিপূর্ণ অনলাইন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার জন্যই নাজেহাল ছাত্রছাত্রী আর এই কারণেই একমাসের ভর্তি প্রক্রিয়া তিন মাসেও শেষ হচ্ছে না । ফলে যথাসময়ে ডিগ্রি কলেজে পঠনপাঠন শুরু হচ্ছে না । এমনকী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সেমেস্টার পদ্ধতির নীতিমালা ও লঙ্ঘন হচ্ছে । যার প্রভাবে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাণ্ড এক্রিডিটেশন কাউন্সিলের ( ন্যাক ) পরিসংখ্যানেও সাধারণ ডিগ্রি কলেজগুলির মান নিম্নমুখী । কারণ সেমিস্টার পদ্ধতির নিয়ম অনুযায়ী প্রত্যেক শিক্ষাবর্ষে কলেজগুলিতে ১৮০ দিন ক্লাস হচ্ছে না । এর মূলে রয়েছে এই ত্রুটিপূর্ণ ভর্তি প্রক্রিয়া । কিন্তু এরপরও সরকার ও দপ্তরের কোনও হেলদোল নেই । শুধু তাই নয় । যথাসময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থতার জন্যে রাজধানীস্থিত চারটি কলেজেই বছরে ন্যূনতম ৯০ ( নব্বই ) দিন শ্রেণী কক্ষে ক্লাস হচ্ছে না । তবে অতিসহজেই অনুমেয় রাজ্যের বিভিন্ন জেলা মহকুমার কলেজগুলির কী করুণ অবস্থা । এদিকে , উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা যায় , বর্তমান শিক্ষাবর্ষে সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি মেধা তালিকা ১৮ আগষ্ট বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রকাশিত হওয়ার কথা ছিল । এমনকী একইদিনে অপেক্ষমাণ তালিকাও প্রকাশের ঘোষণা ছিল । কিন্তু ওইদিন তা প্রকাশিত হয়নি । যদিও এরপর শুক্রবার কলেজগুলিতে মেধাতালিকা প্রকাশিত হয়েছে । কিন্তু প্রকাশিত মেধা তালিকা নিয়ে ছাত্রছাত্রীদের অভিযোগ এই মেধাতালিকা , ভুলে ভরা , ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ । কারণ পরীক্ষায় ভালো ফলাফলের পরও মেধা তালিকায় নাম নেই । অথচ দেখা গেছে যেসব ছাত্রছাত্রী দ্বাদশের পঞ্চাশ শতাংশ নম্বর রয়েছে । তাদের আবার মেধা তালিকায় নাম আছে । আরও অবাক করার বিষয় হল , আবেদনকারী ছাত্রছাত্রীদের তরফে নির্বাচিত করা কলেজে পড়ুয়াদের স্থান হল না । উল্টো ছাত্রছাত্রীদের এবছরও তার বাড়ির সামনে থাকা কলেজের মেধা তালিকায় নাম নেই । উল্টো বিভিন্ন জেলা , মহকুমায় ছাত্রছাত্রীদের ভর্তির জন্যে নির্বাচিত করা হয়েছে । ফলে এবছর পড়ুয়াদের এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে নিজস্ব অর্থ ব্যয় করে পঠনপাঠন করতে হবে । এমনকী প্রথমে মেধাতালিকা অনুযায়ী অনার্স কোর্সে নির্বাচিত তালিকাও নানা প্রশ্নের মুখে । অন্যদিকে , এসএমএস পদ্ধতিও মুখ থুবড়ে পড়েছে । ফলে বহু ছাত্রছাত্রীর কাছে প্রকাশিত মেধাতালিকা ও অপেক্ষামাণ মেধা তালিকার কোনও খোঁজ নেই । ফলে গ্রাম পাহাড়ে ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছে । যদিও এখন দপ্তর তরফে কলেজ কর্তৃপক্ষকে চাপ দেওয়া হচ্ছে । যাতে ভুল ত্রুটি , সমস্যার সমাধান করে ছাত্রছাত্রীদের সাহায্য করা হয় । তবে কেন অনলাইন ভর্তি প্রক্রিয়া ! এখন এই প্রকাশিত মেধাতালিকা মোতাবেক ১৯ থেকে ২১ আগষ্ট কলেজগুলিতে ছাত্রছাত্রীদের বাছাই করা হবে । মেধা তালিকা অনুযায়ী প্রথম পর্যায়ে অনলাইনে ভর্তি ২৮ আগষ্ট থেকে শুরু হবে । চলবে ২৮ আগষ্ট বিকেল পাঁচটা পর্যন্ত । এরপর ১৭ সেপ্টেম্বর কলেজভিত্তিক মেধা তালিকা প্রকাশিত হবে । আর সবকিছু ঠিক থাকলে ১৯ সেপ্টেম্বর থেকে এই শিক্ষাবর্ষে পঠনপাঠন শুরু হবে ।

Dainik Digital

Recent Posts

আইনে পরিণত ওয়াকফ সংশোধনী বিল!!

অনলাইন প্রতিনিধি :-আইনে পরিণত হলো ওয়াকফ বিল। বুধবার বিলটি পেশ করা হয়েছিল লোকসভায়।দীর্ঘ আলোচনার পর…

20 hours ago

প্যারা জাম্পে প্রাণ গেল স্কাইডাইভারের!!

অনলাইন প্রতিনিধি :-চার দিন আগে বুধবার গুজরাটের জামনগরে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি জাগুয়ার…

20 hours ago

নীতি আয়োগের সর্বশেষ রিপোর্টে, ত্রিপুরা এখন ‘ফ্রন্ট রানার স্টেট’ ১৭টি সূচকে গড়ে প্রাপ্ত নম্বর ৭১!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থবছরে নীতি আয়োগের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে দেশের উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য ত্রিপুরাকে…

20 hours ago

প্রতি গ্রামে ১ কোটি টাকা, ঘোষণা অমিত শাহের!!

অনলাইন প্রতিনিধি :-ছত্রিশগঢ়ের প্রতিটি গ্রামকে যদি নকশালমুক্ত ঘোষণা করা যায়, তাহলেই মিলবে বড় পুরস্কার—প্রতিটি গ্রাম…

20 hours ago

মোদির মাস্টার প্ল্যান!!

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান…

20 hours ago

রামনবমীতেই ভার্টিকাল লিফট’ রেল সি-ব্রিজ উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে!!

অনলাইন প্রতিনিধি:-তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত নির্মিত রেল সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট…

20 hours ago