ডিজিটাল বাজার!!
অনলাইন প্রতিনিধি :-সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে পিছিয়ে থাকতে হবে। তাই ত্রিপুরায় উৎপাদিত সামগ্রী দেশের যে কোনও জায়গায় পৌঁছে দিতে এবং যে কোনও জায়গা থেকে অনলাইনে সামগ্রী ক্রয় করতে ডিজিটাল বাজার ডট কম নামে একটি অ্যাপসের উদ্বোধন হল বুধবার আগরতলা প্রেস ক্লাবে।
রাজ্যের শিল্প ও বানিজ্য মন্ত্রী সান্তনা চাকমার হাত ধরে বুধবার এই ডিজিটাল বাজার অ্যাপের উদ্বোধন হয়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার। এখন থেকে আগরতলার ব্যবসায়ীরা ডিজিটাল পদ্ধতিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের সামগ্রী বিক্রি করতে পারবেন। ত্রিপুরার বিভিন্ন প্রডাক্ট ভারতবর্ষের যেকোনো রাজ্য থেকে অর্ডার করে এই ডিজিটাল বাজারের মাধ্যমে বুক করে নিয়ে যেতে পারবে ক্রেতারা।