ডিজিটাল মিডিয়াকে আইনের আওতায় আনতে আসছে বিল

এই খবর শেয়ার করুন (Share this news)

সংবাদপত্রের পাশাপাশি এবার ডিজিটাল নিউজ মিডিয়াকেও নিয়ন্ত্রণে আনতে চাইছে নরেন্দ্র মোদী সরকার । সূত্রের খবর , আসন্ন বাদল অধিবেশনেই সেই সংক্রান্ত সংশোধনী বিল সংসদে আনতে চলেছে কেন্দ্র । সেক্ষেত্রে , সংবাদপত্রের মতো ডিজিটাল খবর পরিবেশনকারী ওয়েবসাইটগুলোকেও ‘ প্রেস রেজিস্টার জেনারেল ‘ – এ বাধ্যতামূলক নাম নথিভুক্ত করতে হবে । ডিজিটাল নিউজ মিডিয়াকেও নিয়ন্ত্রণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক । সরকারি বিধিনিষেধ ভঙ্গ করেন ব্যাক্তিমূলক ব্যবস্থার পাশাপাশি খারিজ হতে পারে রেজিষ্ট্রেশনও! ব্রিটিশ আমলের আইন ‘ প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস অ্যাক্ট , ১৮৬৭ ’ দ্বারা ভারতের সংবাদপত্র এবং প্রিন্টিং প্রেসগুলি নিয়ন্ত্রিত হয় ।

সংবাদ ছাপানোর ব্যাপারে সরকারি নিয়ম এবং বিধিনিষেধ মেনে চলতে হয় । সূত্রের খবর , একই ভাবে ডিজিটাল মিডিয়াকেও নিয়ন্ত্রণ করতে ‘ রেজিস্ট্রশন অফ প্রেস অ্যান্ড পিরিওডিক্যালস ’ সংশোধনী বিল আনতে চলেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক । তবে বিলটি এখনও প্রধানমন্ত্রীর দপ্তর এবং সংশ্লিষ্ট অন্য মন্ত্রকের ছাড়পত্র পায়নি । যদি এই সংশোধনী গৃহীত হয় , তবে এই প্রথমবার মিডিয়া রেজিস্ট্রেশন আইনে ডিজিটাল মিডিয়া অন্তর্ভুক্ত হবে । আইন কার্যকর হওয়ার ৯০ দিনের মধ্যে ডিজিটাল নিউজ পাবলিশার্সদের নথিভুক্তিকরণের জন্য আবেদন জানাতে হবে । আবেদন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপার্সেনের নেতৃত্বাধীন বোর্ড।

এর আগে ২০১৯ সালে নতুন তথ্যপ্রযুক্তি আইনে ডিজিটাল মিডিয়াকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল কেন্দ্র । মিডিয়ার তখন খসড়া বিলে ডিজিটাল নিউজকে ইন্টারনেট , কম্পিউটর বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়া খবর হিসেবে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় আনার প্রস্তাব ছিল । কিন্তু খসড়া প্রকাশ হতেই বিরোধী সমালোচনার মুখে পিছু হঠতে হয়েছিল কেন্দ্রকে । বিরোধীদের যুক্তি ছিল , সংবাদমাধ্যমের পাশাপাশি ডিজিটাল নিউজ মিডিয়ারও কণ্ঠরোধের চেষ্টা করছে সরকার । ডিজিটাল নিউজ যাতে সরকার বিরোধী কিছু লিখতে না পারে , তা নিশ্চিত করতে সরকারের এই চেষ্টা ।

কিন্তু ডিজিটাল মিডিয়াকে সরকারি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে কেন্দ্রের তরফেও বেশ কিছু যুক্তি রয়েছে । কেন্দ্রের বক্তব্য , ডিজিটাল নিউজ মিডিয়ার উপর কোনও সরকারি নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ না থাকায় ভুয়ো খবরও অনায়াসে ডিজিটাল মাধ্যমে ছড়ায় । বেশ কিছু ডিজিটাল নিউজ প্রকাশনের খবরের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে , কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও সুযোগ সুরকারের হাতে নেই ।

কেন্দ্রের যুক্তি , ভুয়ো খবর ছড়ানো নিয়ন্ত্রণ করে , বিশ্বাসযোগ্য ও সঠিক খবর পরিবেশনা নিশ্চিত করতেই ডিজিটাল মিডিয়াকে কেন্দ্রের নিয়ন্ত্রণে আনার ভাবনা । সংবাদপত্রের রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় । ব্রিটিশ আমলের ‘ রেজিস্ট্রেশন অব বুকস আর ১৮৮৭ ‘ অনুসারে এই নিবন্ধীকরণ হয় । কেন্দ্র বর্তমানে যে রেজিষ্টেশন অব প্রেস অ্যান্ড পিরিয়ডিক্যালস বিল আনছে , সংসদে পাশ হয়ে তা আইনে পরিণত হলে পুরনো আইনটির আর অস্তিত্ব থাকবে না । কিন্তু এই যুক্তি মেনেই বিল পাশ করাতে বিরোধীরা দেবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন ।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

3 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

3 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

3 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

3 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

1 day ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

1 day ago