ডিজিটাল শয়তানের রূপে এসেছে এআই, সতর্ক করলেন “আধুনিক নস্ত্রাদামাস’।

 ডিজিটাল শয়তানের রূপে এসেছে এআই, সতর্ক করলেন “আধুনিক নস্ত্রাদামাস’।
এই খবর শেয়ার করুন (Share this news)

এআই। আআর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা। ডিজিটাল বিশ্বে এই প্রযুক্তি আজ সবচেয়ে চর্চিত বিষয়। তবে একই সঙ্গে প্রযুক্তিবিজ্ঞানীদের একাংশ বার বার সাবধানবাণী শুনিয়ে বলেছেন, খুব সতর্ক হয়ে এই প্রযুক্তি ব্যবহার না করলে এআই ফ্রাঙ্কেস্টাইনের দানব হয়ে উঠতে পারে। এবার সে কথাই শোনালেন“আধুনিক নস্ত্রাদামাস’। তিনি দাবি করেছেন, ডিজিটাল শয়তানের রূপে আবির্ভূত হয়েছে এআই, যা আমাদের আত্মাকে সরাসরি আক্রমণ করতে পারে। ব্রাজিলের জ্যোতিষী অ্যাথোস সালোমেকে (ছবি) বলা হচ্ছে তিনি ‘আধুনিক সময়ের নস্ত্রাদামাস’। তিনি সংবাদমাধ্যম ‘ডেইলি স্টার’কে একান্ত সাক্ষাৎকারে বলেছেন,‘এআই ধ্বংসও ডেকে আনতে পারে।’এই জ্যোতিষী সম্পর্কে ব্রাজিলের অসংখ্য মানুষের বিশ্বাস,তিনি নাকি পয়গম্বর।এই জ্যোতিষী অনেক আগেই দাবি করেছিলেন একটি ভাইরাস সমগ্র পৃথিবীকে গ্রাস করতে চলেছে। শুধু করোনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী নয়, অ্যাথোস সালোমে ইলন মাস্কের টুইটার কেনা এবং রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর দিয়েছিলেন।মৃত্যুর পূর্বাভাস এমনকী কাতার বিশ্বকাপের ফাইনালে কোন দুই দল খেলবে, সে ভবিষ্যদ্বাণীও করে দিয়েছিলেন এই জ্যোতিষী। এখন তিনি এআই সম্পর্কে সতর্ক করছেন যা নিয়ে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত রয়েছে।কিছু কারিগরি বিশেষজ্ঞ যদিও বলেছেন, এআই রোবটগুলি বিশ্ব দখল করবে বলাটা হাস্যকর। আবার বিজ্ঞানীদের আর একটি অংশ মনে করছেন,কৃত্রিম বুদ্ধিমত্তা তার কৃত্রিমতা হারিয়ে সংবেদনশীল এবং অনুভূতিসম্পন্ন (সেন্টিয়েন্ট) হয়ে উঠলে মানবসভ্যতার অস্তিত্ব সঙ্কটাপন্ন হয়ে উঠতে পারে।ওই সাক্ষাৎকারে অ্যাথোস বলেছেন, এআই প্রযুক্তির উল্কাসদৃশ উত্থান সভ্যতার জন্য ভাল লক্ষণ নয়। তবে এআই-এর হাত ধরে ‘চ্যাটজিপিটি’র মতো চ্যাটবটগুলি জনপ্রিয় হয়ে উঠার মধ্যে ইতিবাচক লক্ষণ দেখতে পেয়েছেন ব্রাজিলীয় জ্যোতিষী। তবে একই সঙ্গে তিনি বলেছেন, ‘এআহ- এর এই ক্রমবর্ধমান প্রভাব একটি করাতের মতো তলোয়ার যা বিপর্যয় ডেকে আনার জন্য যথেষ্ট। এই প্রযুক্তি সম্পর্কে মানুষের সবচেয়ে উদ্বেগের কারণ হল, এর সক্ষমতা মানুষের ইনপুট ছাড়াই নিজেই শিখতে এবং বিকাশ করতে পারে।”অ্যাথোসের কথায়, ‘জেনে রাখুন, এই ডিজিটাল শয়তান তার বিভ্রমের জাল ছড়িয়ে আমাদের আত্মাকে কলুষিত করতে প্রস্তুত হচ্ছে।’তবে এখন উপায়? অ্যাথোস বলেন, ‘এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে এবং প্রযুক্তিগত উন্নয়ন এবং মানবতার সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।’ প্রসঙ্গত, মার্কিন ধনকুবের ইলন মাস্ক-সহ একাধিক প্রযুক্তি বিশেষজ্ঞ এআই-এর যথেচ্ছ ব্যবহারে রাশ টানার পরামর্শ দিয়েছেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.