ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
ডিফেন্সে লোক নিয়োগে জালিয়াতির অভিযোগ!!

স্টাফ সিলেকশন কমিশন সারা দেশব্যাপী ডিফেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করছে। ত্রিপুরার সংরক্ষিত আসনের জন্য রাজ্যের ছাত্র-ছাত্রীরা আবেদন করেছে। কিন্তু রাজ্যের বেকার ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বহিঃরাজ্যের বেকার যবুকরা টাকা দিয়ে ত্রিপুরা থেকে পিআরটিসি বানিয়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করছে । ফলে ত্রিপুরার ছেলেরা বঞ্চিত হচ্ছে। তাই সোমবার ত্রিপুরার নিয়োগ প্রার্থীরা মুখ্যমন্ত্রীর সচিবের নিকট এক ডেপুটেশন প্রদান করে। তাদের দাবি ইন্টারভিউ শেষ হলেও মেডিকেল টেস্ট এখনো বাকি রয়েছে। স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষায় উত্তীর্ণ সকল বেকারদের মেডিকেল পরীক্ষার সময় যাতে প্রার্থীূেট রেশন কার্ড যাচাই করে এবং তা বাধ্যতামূলক করা হয়।