ডিম ফাটালেই বেড়োচ্ছে রক্ত!!

এই খবর শেয়ার করুন (Share this news)

ডিমের ওমলেট করতে গিয়েছিলেন শিক্ষিকা । চামচ দিয়ে ডিমের খোলায় ঠোকা দিতেই গলগলিয়ে বের হতে থাকে রক্ত । ভয়ে হাত কেঁপে ওঠে শিক্ষিকার । ডিম ফেলে দেন । ডিম দিয়ে রক্ত ! এ আবার হয় নাকি ! আরেকটা ডিম ফাটান । আবারও একই ঘটনা । কী ব্যাপার ! ডিম ফাটালে বেরোচ্ছে রক্ত । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কলকাতার কাছেই বেলঘরিয়ার ইন্দ্রপুরী এলাকার শিক্ষিকার পরিবার । ঘটনার সূত্রপাত বুধবার রাতে । বাড়িতে রাতের রান্না করছিলেন বেলঘরিয়া ত্রিভাষা বিদ্যালয়ের শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদার । রান্না করার সময় ডিম ফাটিয়ে ওমলেট করতে গিয়েছিলেন । অদ্ভুত অভিজ্ঞতা হয় তার । ডিম ফাটানোর পর থেকেই প্রচুর পরিমাণে রক্ত বের হতে থাকে ।

এই ঘটনার পর শিক্ষিকা – সহ তার পরিবারের সদস্যরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন । ততক্ষণে খবর চাউর হয়ে পড়ে এলাকাতেও । পড়শিরাও শিক্ষিকার বাড়িতে ভিড় জমাতে শুরু করেন বৃহস্পতিবার সকাল থেকেই । প্রত্যক্ষদর্শী ইন্দ্রাণীদেবী বলেছেন , ‘ আমি ডিম ফাটিয়ে রান্না করতে যাচ্ছিলাম । দেখি রক্ত । প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারিনি । আরও একটা ডিম ফাটাই । সেক্ষেত্রেও দেখতে পাই একই দৃশ্য । ডিম নষ্ট অনেক সময় হয়ে যেতে দেখি । কিন্তু , এভাবে রক্ত কোনওদিন দেখেনি ।বাড়িতে অনেকেই রয়েছে । ছোটরা এই ঘটনায় ভয় পেয়ে গিয়েছে । ‘ ওই পরিবারের সদস্য অন্বেষা বললেন , ‘ ডিমের অমলেট করতে গিয়ে বিষয়টি জানাজানি হয়েছে । কিন্তু যদি সিদ্ধ করা হতো তাহলে বোঝাও যেতনা এত বড় কাণ্ড ঘটে বসে আছে । ‘কেন ডিম ফাটালে রক্ত বের হচ্ছে , তা বুঝেই উঠতে পারছিলেন না তারা । এদিকে বাজারে যে দোকানদারের থেকে ডিমের ট্রে কিনে এনেছিলেন , তিনি তো এই কথা মানতেই নারাজ । গোটা ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হবার পর ওই ডিমের দোকানের মালিকও বিষয়টি নিয়ে হতবাক ।

তিনি তার কুড়ি বছরের ডিম ব্যবসার জীবনে কখনওই এমন ঘটনা শোনেননি , চোখে দেখা তো দূরের কথা । বিষয়টি নিয়ে পশু চিকিৎসকরা অবশ্য · · জানিয়েছেন , ‘ ডিমগুলি ফার্টিলাইজার ডিম । ‘ অতিরিক্ত গরমে সংরক্ষণের অভাবে ডিমগুলি এইরকম আকার নিয়েছে । তবে এই ডিম না খাওয়াই ভাল বলে পরামর্শ দিচ্ছেন প্রাণী চিকিৎসক ডাঃ মিহির বিশ্বাস। দৈনিক সংবাদ ‘ এর সঙ্গে ফোনে গোটা ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডাঃ বিশ্বাস বললেন , ‘ আমি ওই ছবিটা দেখে বুঝলাম , ডিমের কুসুমের সঙ্গে রক্তটা দেখা যাচ্ছে । ডিমের চাহিদা বেশি । তাই ফার্ম থেকে ডিমগুলো মার্কেটে এসেছে । যে তাপমাত্রায় জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয় , সেটা সেই সময়ে মৃত হয়ে গিয়েছিল । তাপমাত্রা বেশি থাকার জন্যই ভ্রূণের বিকাশ ঘটেনি । ‘ পশ্চিমবঙ্গের এক নামী হ্যাচারিজের কর্ণধার জানিয়েছেন , .ডিম উৎপাদনের জন্য কমার্শিয়াল ও ডোমেস্টিক দুটি ফার্মকে ব্যবহার করা হয় । কমার্শিয়াল ফার্মের ডিম সচরাচর বাজারে আসার কথা নয়।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

20 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

21 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

22 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

22 hours ago