ডিসেম্বরের মধ্যেই প্রচুর চাকরিঃ বিধানসভায় রতন, ভগবান

এই খবর শেয়ার করুন (Share this news)

গত সাড়ে চার বছরে রাজ্যে এখন পর্যন্ত চাকরি হয়েছে ২৩,৮২০ জনের । পাইপ লাইনে আছে আরও ৬,৩৮২ টি পদে চাকরি । নয়া পদ সৃষ্টি করা হয়েছে আরও ৮,৯৫১ টি । পুজোর মধ্যে ৩,১০৮ জন টেট উত্তীর্ণ অফার পেয়ে যাবে । সব মিলিয়ে আগামী ডিসেম্বর মাসে সরকারী চাকরিতে নিয়োগের সংখ্যাটা ৩৮ হাজারে গিয়ে দাঁড়াবে । শুক্রবার বিধানসভার বিরোধী দলের সদস্য বিধায়ক সুধন দাসের কর্মসংস্থানের ইস্যুতে আনীত বেসরকারী প্রস্তাবে আলোচনা করতে গিয়ে এ কথাগুলো বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং শ্রমমন্ত্রী ভগবান দাস । এর আগে বিরোধী দলের সদস্য সুধন দাস কর্মসংস্থান ইস্যুতে বেসরকারী প্রস্তাব উত্থাপন করে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন । ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি তুলে ধরে সরকারের বিরুদ্ধে প্রতারণা ও ব্যর্থতার অভিযোগ তোলেন । টেট থেকে শুরু করে ১০,৩২৩ , নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বলেন , কত কিছুইতো বলেছিলেন । সময় তো শেষ হয়ে গেছে । কিছুইতো করলো না সরকার । তাহলে বলুন , আপনারা প্রতারণা করেছেন । নতুবা আপনারা ব্যর্থ , এটা স্বীকার করে নিন । এই ইস্যুতে একই সুরে সরকারের বিরুদ্ধে সমালোচনা ও অভিযোগের আঙুল তোলেন বিরোধী দলের বিধায়ক ভানুলাল সাহাও । এরপরও আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিরোধী সদস্যদের এমনভাবে পাল্টা চেপে ধরেন , আর কথা বলার সুযোগ পাননি । নাম না করেই রতনবাবু বলেন , আপানাদের নতুন বন্ধুকে জিজ্ঞাসা করেন- ১০,৩২৩ – এর চাকরি বাতিলের জন্য কেন চিঠি দিয়েছিলেন ? ‘ নতুন বন্ধু ’ বলতে রতনবাবু কাকে ইশারা করেছেন তা বুঝতে কারো বাকি নেই । রতনবাবুর এই ‘ নয়াবন্ধু ’ টিপ্পনীতে ভানু বাবুরাও ছিলেন চুপ। শিক্ষামন্ত্রী বলেন , বাইরে রাস্তায় , মাঠে – ঘাটে দাঁড়িয়ে যা খুশি তাই বলা যায় । কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে অসত্য তথ্য বা কথা বলা যায় না । সেটা আপনারাও ভালো করেই জানেন । ফলে এখনও পর্যন্ত গত সাড়ে চার বছরে রাজ্যে বিভিন্ন দপ্তরের কতজনের কর্মসংস্থান হয়েছে , সেই তথ্য নিয়ে বিধানসভায় অসত্য কথা বলার সুযোগ নেই । এরপরই রতনবাবু কোন কোন স্তরে কত চাকরি হয়েছে , সেই তথ্য তুলে ধরেন । আগামী ডিসেম্বরের মধ্যে আরও কত চাকরি হবে , সেই সংখ্যাও বলেন । আলোচনায় অংশ নিয়ে শ্রমমন্ত্রী ভগবান দাস বলেন , কেন্দ্রীয় সরকারের সার্ভে মোতাবেক ২০১৭-১৮ সালে রাজ্যে বেকারত্বের হার ছিলো ৬.৮ শতাংশ । ২০২০-২১ পর্যন্ত রাজ্যে বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৩.৬ শতাংশ । এখন পর্যন্ত রাজ্যে ৪৯ টি চাকরি মেলার মাধ্যমে ১,৩০৮ জনের কর্মসংস্থান হয়েছে । প্রশিক্ষণ দিয়ে ১০,৬২৮ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে । ত্রিপুরা আজীবিকা মিশনের মাধ্যমে মোট ২৯৬২ জনের কর্মসংস্থান হয়েছে । ৩ লক্ষ গ্রামীণ মহিলাকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে । পরে অবশ্য সুধন বাবুর প্রস্তাবটি সভা কর্তৃক বাতিল হয়ে যায় ।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

14 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

14 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

14 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

14 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago