ডিসেম্বরের মধ্যেই শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলবে মুম্বাইতে
শীঘ্রই মুম্বাই শহরে পরিবেশবান্ধব বাস রুট চালু হতে চলেছে। ২০২৩ সালের জুন মাসের মধ্যেই নিজেদের হাতে থাকা অর্ধেক বাসকেই পরিবর্তন করে ইলেক্ট্রিক বাস নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে ব্রিহানমুম্বাই ইলেক্ট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টে ( বেস্ট )। এই উদ্যোগের অংশ হিসেবে চলতি বছরের শেষদিকে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যেই ৫২৫ টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার পরের ধাপে আরও এমন বাস নিয়ে আসা হবে। বেস্ট-এর সঙ্গে অলেক্ট্রা গ্রিনটেক লিমিটেডের যে চুক্তি হয়েছে সেই অনুযায়ী, এক বছরের মধ্যে ২১০০ টি বিদ্যুৎচালিত বাস সরবরাহ করবে এই সংস্থা। তার ফলে বেস্টের পরিবহণ পরিষেবা অনেকাংশেই পরিবেশ বান্ধব হয়ে উঠবে। দিল্লিতে ইতিমধ্যে এই ধরণের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে ৩৮৬ টি ইলেক্ট্রিক বাস চালায় বেস্ট। ডিসেম্বর মাসের মধ্যে এই সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে।