ডেটাহীন প্যাক চালুর নির্দেশ ট্রাইয়ের!!

 ডেটাহীন প্যাক চালুর নির্দেশ ট্রাইয়ের!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-শুধুমাত্র ভয়েস কল এবং টেক্সট মেসেজের জন্য রিচার্জ প্ল্যান ভাউচার চালু করতে নির্দেশ দিয়েছে টেকিকম রেগুলেটরি অথরিটি অফ ইণ্ডিয়া বা ট্রাই। সেই সাথে দশ টাকার টপআপ ভাউচারও চালু করতে বলেছে।
যাদের ডেটার প্রয়োজন নেই বা ডেটা কেনার সামর্থ নেই তাদের দিকে লক্ষ্য রেখে ট্রাই এই নির্দেশ জারি করেছে। মোবাইল গ্রাহক সুরক্ষায় ট্রাইয়ের এটা এক বড়সর পদক্ষেপ বলে মনে করছে ভোক্তারা।
টেলিকম কনজিউমার প্রটেকশনের
১২তম সংশোধনীর মাধ্যমে ট্রাই গ্রাহক স্বার্থ সংশ্লিষ্ট উক্ত নির্দেশাবলি পাঠিয়ে দিয়েছে দেশের মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাছে।
২০১৬ সালে রিলায়েন্স জিও মোবাইল পরিষেবায় পা রাখার পর পরই দেশের সবগুলি মোবাইল অপারেটর ডেটা বিহীন রিচার্জ প্যাক ক্রমান্বয়ে প্রত্যাহার করে নেয়। অর্থাৎ পৃথকভাবে শুধুমাত্র ভয়েস কল ও ট্রেক্সট মেসেজের জন্য কোনও ধরনের রিচার্জ প্যাক নেই। ডেটা সহ প্যাক কিনতে বাধ্য হচ্ছে গ্রাহকরা। এর ফলে দেশের দরিদ্র অংশের মানুষ এবং বয়স্ক নাগরিকরা, যাদের ডেটা বা ইন্টারনেটের দরকার নেই বা তারা ইন্টারনেট ব্যবহারও করেন না,
তাদের ডেটাযুক্ত রিচার্জ প্যাক কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। ট্রাইয়ের নির্দেশে এখন থেকে দেশের লক্ষ লক্ষ মোবাইল ফোন ব্যবহারকারী নি:সন্দেহে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। ডেটা বিহীন প্যাকগুলির মূল্য নিশ্চিতভাবে অনেক কম হবে। এছাড়াও ট্রাইয়ের নির্দেশ, স্পেশাল ট্যারিফ ভাউটার (এসটিভি) এবং কম্বো ভাউটার (সিভি)-এর মেয়াদ ৯০ দিন থেকে বৃদ্ধি করে ৩৬৫ দিন বা এক বছর করতে হবে। এক্ষেত্রে দুটি বিকল্পও থাকতে পারে। টপআপ ন্যূনতম দশ টাকা থাকতে হবে। এতে গ্রামের প্রান্তিক দরিদ্র অংশের মানুষ রিচার্জ করে মোবাইল চালু রেখে প্রিয়জনদের সাথে কথা বলার সুযোগ পান।
বিগত কয়েকবছর ধরে দেশের প্রান্তিক মানুষের আর্থিক অক্ষমতাকে উপেক্ষা করে একের পর এক ট্যারিফ চালু করছিল সংস্থাগুলি। এবার এর লাগাম টেনে ধরল ট্রাই।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.