ফের তথ্য ফাঁসের অভিযোগ ঘিরে তোলপার জাতীয় রাজনীতি।প্রকাশিত বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে,করোনা টিকা নেওয়ার সময় ভারত সরকারের ‘কোউইন’ অ্যাপে যারা নাম রেজিস্টার করিয়েছিলেন,তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে।এই অভিযোগ অবশ্য নতুন নয়।এর আগেও ২০২১ সালে একবার দাবি করা হয়েছিল যে,‘কোউইন’ অ্যাপ হ্যাক করা হয়েছে।পনেরো কোটি ভারতীয় নাগরিকের তথ্য বিক্রি করা হয়েছে ডার্ক ওয়েবে। এই নিয়েও তখন বিস্তর হই চই হয়েছে।যদিও পরবর্তীকালে ওই অভিযোগ ভুয়ো বলে প্রমাণিত হয়েছে।এখন নতুন করে আবার তথ্য ফাঁসের অভিযোগ ঘিরে জল ঘোলা হতে শুরু করেছে।তথ্য ফাঁসের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হতেই,মুখ খুলেছে কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক।সরকারের তরফে অভিযোগ উড়িয়ে স্পষ্ট দাবি করা হয়েছে, ‘যে তথ্য ফাঁস হয়েছে তা অনেক পুরানো’।মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে আরও তদন্ত চালানো হচ্ছে।প্রসঙ্গত, কোভিড টিকাকরণের সময় নাম নথিভুক্ত করার জন্য ‘কোউইন’ নামক অ্যাপ ব্যবহার করতে হয়। এই অ্যাপ থেকেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলি সরব হয়েছে।তাদের অভিযোগ, ‘কোউইন’ অ্যাপ হ্যাক করে বহু রাজনৈতিক এবং সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য ‘টেলিগ্রাম’ মানক একটি অ্যাপে প্রকাশ করা হয়েছে।এছাড়াও বহু আমজনতার তথ্যও নাকি ফাঁস হয়েছে।অভিযোগ,‘টেলিগ্রাম’ অ্যাপে কোনও টিকা নেওয়া ব্যক্তি নিজের মোবাইল নম্বর দিলেই, সেই ব্যক্তির আইডি নম্বর, ভ্যাক্সিনেশন সেন্টার সহ যাবতীয় তথ্য সামনে চলে আসছে!আরও অভিযোগ,ডেটা লিকের কারণে কোটি কোটি ভারতীয় নাগরিকের প্যানকার্ড, ভোটার আইডি, আধারকার্ডের তথ্য নাকি ‘টেলিগ্রাম’ অ্যাপে উপলব্ধ!বিরোধীদের দাবি,এটা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড় উদ্বেগজনক বিষয়।একে হালকা করে দেখার কোনও সুযোগ নেই। অবাক করার বিষয় হচ্ছে,চলতি বছর জানুয়ারী মাসেই জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান কর্মকর্তা আর এস শর্মা ‘কোউইন’ অ্যাপ পোর্টালের সুরক্ষা নিয়ে নিজে টুইট করে বলেছিলেন, কোউইন’ ‘ – এর অত্যাধুনিক নিরাপত্তা পরিকাঠামো রয়েছে এবং ‘কোউইন’ কখনও নিরাপত্তা লঙ্ঘনের সম্মুখীন হয়নি। আমাদের নাগরিকদের যাবতীয় তথ্য একেবারে নিরাপদ।‘কোউইন’ থেকে তথ্য ফাঁসের খবরের কোনও যোগ্যতা (মেরিট) নেই।স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ‘কোউইন’ অ্যাপ যদি প্রকৃত অর্থেই এতটা সুরক্ষিত এবং অত্যাধুনিক নিরাপত্তা পরিকাঠামোর হয়ে থাকে,তাহলে তথ্য ফাঁস হলো কি করে? কোউইন’ অ্যাপ থেকে ‘টেলিগ্রাম’ অ্যাপে তথ্য গেল কি করে? আশঙ্কার বিষয় হলো,টেলিগ্রাম অ্যাপ সাধারণত এখটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম।এই অ্যাপ ব্যবহার করার জন্য তেমন কোনও কড়া নিরাপত্তা পেরোতে হয় না বলে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের অভিমত।বিরোধীদের এই অভিযোগ ও দাবি যদি সত্যি হয়, তাহলে এটি অবশ্যই দেশের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত চিন্তার ও উদ্বেগের।এই নিয়ে কোনও দ্বিমত নেই।যদিও স্বাস্থ্য মন্ত্রক অভিযোগ অস্বীকার করেছে। একই সাথে অভিযোগের ভিত্তিতে ভারতীয় কম্পিউটার ইমাজেন্সি রেসপন্স টিমকে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে।কারণ,স্বাস্থ্য মন্ত্রকের ‘কোউইন’ অ্যাপের তথ্য ফাঁস দেশের একশ কোটির উপর টিকা গ্রহীতাকে প্রভাবিত করতে পারে।বিষয়টি মোটেও ছেলে খেলা নয়।অস্বীকার করে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা হলে, আগামীদিন দেশের জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে। তাই প্রকৃত অর্থেই বিষয়ি আন্তরিকভাবে খতিয়ে দেখা উচিত।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…