ডেন্টালে নিয়োগে মন্ত্রিসভার সিদ্ধান্ত উপেক্ষিত, অভিযোগ।

 ডেন্টালে নিয়োগে মন্ত্রিসভার সিদ্ধান্ত উপেক্ষিত, অভিযোগ।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- সরকারী নিয়োগে রাজ্যের যুবক যুবতীদের স্বার্থ সুরক্ষিত করতে রাজ্য সরকার সম্প্রতি মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে পিআরটিসি বাধ্যতামূলক করেছে। সরকারের এই সিদ্ধান্তের কথা মহাকরণে সাংবাদিক রাজ্যবাসীকে জানিয়েছেন রাজ্য পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘটা করে গোটা রাজ্যজুড়ে প্রচারও করা হয়। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গোটা রাজ্যজুড়ে দফায় দফায় মিছিলও করা হয়। অভিনন্দনের প্রক্রিয়া এখনও অব্যাহত আছে।
পরবর্তীকালে রাজ্য সরকারের জিএ (পিএণ্ডটি) দপ্তরের পক্ষ থেকে গত ৭ জুলাই ২০২৩ ইং নোটিফিকেশন জারী করে স্পষ্টভাবে বলা হয় “ -permanent Resident Certificate of Tripura (PRTC) would be re- quired while applying for jobs direct recruitment under the State Government, Corpora- tions, Boards, PSUs etc.এখন বিভিন্ন মহল থেকে অভিযোগ এবং প্রশ্ন উঠেছে, রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তি কি কলাপাতা? যদি কলাপাতা এবং লোকদেখানো না হয়ে থাকে, তাহলে আগরতলা গভঃ ডেন্টাল কলেজে বিভিন্ন বিভাগে সহকারী অধ্যাপক নিয়োগ কীভাবে হচ্ছে? ডেন্টাল কলেজে বিভিন্ন বিষয়ে ১৮ জন (ইউআর ৯ এবং এসটি ৯ ) সহকারী অধ্যাপক নিয়োগের জন্য টিপিএসসি গত ৩০ মে ২০২৩ ইং বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তি নম্বর ০৫/২০২৩। সেই বিজ্ঞপ্তি মোতাবেক আগামী ২৭ জুলাই থেকে টিপিএসসি ইন্টারভিউ আহ্বান করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় পিআরটিসির বাধ্যবাধকতা মানা হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ডেন্টাল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগে বহিঃরাজ্যের প্রচুর প্রার্থী আবেদন করেছে এবং তারা আগামী ২৭,২৮ এবং ৩১ জুলাই অনুষ্ঠিত ইন্টারভিউতে বসছে। এই নিয়ে এখন জোর জল্পনা শুরু হয়েছে।এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে, রাজ্যে সরকারী নিয়োগে পিআরটিসি বাধ্যতামূলক করার পর, গত ক’দিন আগে টিপিএসসি ইঞ্জিনীয়ারিং সার্ভিসে নিয়োগের পূর্বতন বিজ্ঞপ্তি বাতিল করে নতুন করে আবেদনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞাপন নম্বর ০৯/২০২৩। সেই বিজ্ঞপ্তিতে টিপিএসসি স্পষ্টভাবে উল্লেখ করেছে, ‘To apply for the aforementioned post [ TES-V(A) & TES-V (B)] The applicant must have permanent resident certifi- cate of Tripura (PRTC). This is in pursuance of GA (P&T) Department Notification dated 07/07/2023′ . স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ত্রিপুরা ইঞ্জিনীয়ারিং সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে ত্রিপুরায় বসবাসকারী অর্থাৎ তাদের পিআরটিসি থাকতে হবে,
এই শর্ত জুড়ে দেওয়া হয়েছে। অথচ ডেন্টাল কলেজে সহকারী অধ্যাপকের ক্ষেত্রে টিপিএসসি একেবারেই নীরব কেন?এই ক্ষেত্রেও টিপিএসসি কেন ডেন্টাল কলেজের পূর্বের বিজ্ঞপ্তি বাতিল করে শর্ত জুড়ে দিয়ে নতুন করে বিজ্ঞপ্তি আহ্বান করছে না?এর পিছনে অন্য কোনও রহস্য আছে কি? একই রাজ্যে, একই ক্ষেত্রে দুই রকম নিয়ম কী করে হয়?তাহলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে ঘটা করে প্রচার করার কী অর্থ?এই নিয়েও বিভিন্ন মহল থেকে প্রশ্ন এবং অভিযোগ উঠছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.