ডেন্টাল কলেজে পঠন পাঠন শুরু হচ্ছে সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী।
অনলাইন প্রতিনিধি :- যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে আগরতলা সরকারী ডেন্টাল কলেজে শুরু হবে পঠনপাঠন। যথাসময়ে কলেজে ক্লাস শুরু করার লক্ষ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠানো হবে। ইতিমধ্যে ২৩ জন ছাত্রছাত্রী ডেন্টাল কলেজে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার আইজিএম হাসপাতাল চত্বরে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পরিদর্শন করে এ মর্মে জানান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডা. সাহার ঐকান্তিক প্রচেষ্টাতেই আগরতলায় সরকারী ডেন্টাল কলেজের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। কলেজটির জন্য তিনি দিল্লীতেও সমান্তরাল তৎপরতা চালিয়েছিলেন। যার ফলেই সহসা পঠনপাঠন শুরু হতে যাচ্ছে কলেজটিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয়েছিল এই ডেন্টাল কলেজটির। পরিকাঠামোগত প্রক্রিয়া খতিয়ে দেখতে আইজিএম কমপ্লেক্সে থাকা ডেন্টাল কলেজটি একাধিকবার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডা. সাহা। এর ব্যতিক্রম হলো না বৃহস্পতিবার দিনও। এদিন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে ফের একবার ডেন্টাল কলেজ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। এদিনও তিনি বেশ কিছুক্ষণ সময় আইজিএম চত্বরে কাটান ৷ ডেন্টাল কলেজের বিভিন্ন ব্লকে গিয়ে যাবতীয় কাঠামোর খোঁজখবর নেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হন।পরিদর্শন শেষে বাইরে অপেক্ষমাণ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে মুখ্যমন্ত্রী জানান, ডেন্টাল কলেজে ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণত ১ সেপ্টেম্বর থেকে কলেজে পঠনপাঠন শুরু হয়। তবু গোটা বিষয়টিতে নজর রাখতে স্বাস্থ্য দপ্তরের সচিবকে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রক থেকে অনুমতি পেলেই ১ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করা যাবে।এজন্য রাজ্যব স্বাস্থ্য দপ্তর থেকে কেন্দ্রীর কাছে চিঠি পাঠানো হবে।মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে ডেন্টাল কলেজে ২৩ জন, ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এরমধ্যে সিংহভাগই রাজ্যের ছেলেমেয়ে। ভর্তি প্রক্রিয়া চলতে থাকবে। কলেজের গোটা ব্যবস্থাপনা নিয়েও সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, খুব ভালো কাজ চলছে। প্রথমদিকে কিছুটা হয়তো সমস্যা হয়। তারপরও এতো অল্প সময়ের মধ্যে কলেজটির পূর্ণাঙ্গ কাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এজন্য ইঞ্জিনীয়ার থেকে শুরু করে স্বাস্থ্য সচিব, অধিকর্তা সহ পুরো টিমকে ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কলেজটি খুবই সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে। যা দেশের অন্যান্য কোনও মেডিকেল কলেজ থেকে কোনও দিক দিয়ে পিছিয়ে নেই।পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডা. দেবাশিস বসু সহ দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকগণ। এদিন ডেন্টাল কলেজটির সার্বিক পরিকাঠামো ও ব্যবস্থাপনা খতিয়ে দেখে সন্তোষ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রাজ্যে বর্তমানে দুটি মেডিকেল কলেজ ওএকটি ডেন্টাল কলেজ রয়েছে। এরমধ্যে বিলাই জেলার আমবাসায় বেসরকারী স্তরে আরও একটি মেডিকেল কলেজ গড়ে তালার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নার্সিং কলেজ সহ একাধিক নার্সিং শিক্ষণ প্রতিষ্ঠানও রয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক লক্ষ্য আগামীতে ত্রিপুরা জ্যিকে মেডিকেল হাব হিসেবে গড়ে তোলা। আর সেই লক্ষ্য নিয়েই কাজ রছে রাজ্যের বর্তমান সরকার। যার মাধ্যমে স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে রাজ্যবাসীর। স্বপ্নপূরণ হতে যাচ্ছে রাজ্যের ছেলেমেয়েদের। মেধা থাকলে এখন থকেই রাজ্যে বসেই ডেন্টাল সার্জন হতে পারবেন কৃতী ছাত্রছাত্রীরা।