ড্যামেজ কন্ট্রোলে বিজেপি নেতৃত্ব!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ৫২ চিন্ডীপুর বিধানসভা কেন্দ্রের তিপ্রা মথার প্রার্থী রঞ্জন সিনহার বাসভবনে গেলেন বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, রঞ্জন সিনহা বিজেপির চন্ডীপুর মন্ডলের সভাপতি ছিলেন। শুধু তাই নয়, বিজেপির দীর্ঘদিনের পুরোনো কার্যকর্তা হিসাবে উনকোটি জেলায় গত ২০ বছর ধরে নিরলস ভাবে কাজ করে চলেছেন। ২০২৩ বিধানসভা নির্বাচনে চন্ডীপুর কেন্দ্রে টিংকু রায়কে দল প্রার্থী করায় তিনি বিজেপি দল ছেড়ে রাতারাতি ওই কেন্দ্রে তিপ্রা মথার প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। বৃহস্পতিবার হেলিকপ্টারে, বিক্ষুব্ধ রঞ্জন সিনহাকে ম্যানেজ করতে তার বাড়িতে ছুটে যান বিজেপির সংগঠন মন্ত্রী ফনীন্দ্রনাথ শর্মা,বিধায়ক রামপ্রসাদ পাল এবং ডঃ অশোক সিনহা।